ETV Bharat / bharat

World Heart Day : হৃদরোগে মৃত্যুতে শীর্ষে ভারত - হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

ভারতে ক্রমশ বাড়ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ৷ মৃতদের অধিকাংশই তরুণ ৷ বুধবার বিশ্ব হৃদয় দিবসে একটি রিপোর্ট পেশ করে হু জানিয়েছে, গোটা পৃথিবীতে যত মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, তাঁদের পাঁচভাগের একভাগই ভারতীয় ৷

deaths due to heart diseases are highest in India, said WHO
World Heart Day : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে ভারতে
author img

By

Published : Sep 29, 2021, 8:23 PM IST

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর : বিশ্ব হৃদয় দিবসে (World Heart Day) যে পরিসংখ্যান প্রকাশ্যে আনল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation), তা ভারতের মাথাব্যথা করার পক্ষে যথেষ্ট ৷ হু-এর (WHO) হিসাব বলছে, গোটা পৃথিবীতে যত মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, তাঁদের পাঁচভাগের একভাগই ভারতের নাগরিক ৷ তার থেকেও চিন্তার বিষয় হল, মৃতদের অধিকাংশই বয়সে তরুণ ৷ তামাকের প্রতি অতিরিক্ত আসক্তিই তাঁদের এই পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছে বলে দাবি হু-এর বিজ্ঞানীদের ৷

আরও পড়ুন : National Digital Health Mission: প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য আইডি কার্ড, আর কী থাকছে প্রধানমন্ত্রী ডিজিটাল হেল্থ মিশনে ?

বুধবার যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, সেই মোতাবেক, যাঁরা হৃদরোগে আক্রান্ত হয়ে যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের মধ্যে 26 শতাংশেরই বয়স 30 থেকে 44 বছরের মধ্যে ৷ বাকি 25 শতাংশ যাঁরা হৃদরোগে প্রাণ হারাচ্ছেন, তাঁদের বয়স 45 থেকে 59 বছরের মধ্যে ৷ আর 60 থেকে 69 বছরের মধ্যে যাঁরা হৃদরোগের শিকার হচ্ছেন, তাঁরা মোট মৃতের সংখ্যার 19 শতাংশ ৷

আন্তর্জাতিক একটি রিপোর্ট তুলে ধরে গোটা বিষয়টির ব্যাখ্যা করেছেন চিকিৎসক তমোরিশ কোলে ৷ এশিয়ান সোসাইটি অফ এমার্জেন্সি মেডিসিনের সভাপতি ডা. কোলে বলেন, ভারতে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 272 জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ অথচ গোটা বিশ্বে এই সংখ্যাটা প্রতি 1 লক্ষে 235 ৷ অর্থাৎ এক্ষেত্রে ভারতের মৃত্যুর হার অনেকটাই বেশি ৷

আরও পড়ুন : Soumya Swaminathan : ভারতে আঞ্চলিক রোগে পরিণত কোভিড, আশার কথা শোনালেন হু-র প্রধান বিজ্ঞানী

এনসিআরবি-র (National Crime Records Bureau) তথ্যও বলছে, ভারতে যে হারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগের ৷ তাদের পরিসংখ্যান বলছে, ভারতে 2017 সালে 23 হাজার 246 জন হৃদরোগের শিকার হয়েছিলেন ৷ 2018 এবং 2019 সালে এই সংখ্যাটাই বেড়ে হয় যথাক্রমে 25 হাজার 746 এবং 28 হাজার 5 জন ৷ ডা. কোলে মনে করেন, ধূমপান, ডায়াবেটিস, স্থূলতার মতো সমস্যাই এর প্রধান কারণ ৷

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর : বিশ্ব হৃদয় দিবসে (World Heart Day) যে পরিসংখ্যান প্রকাশ্যে আনল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation), তা ভারতের মাথাব্যথা করার পক্ষে যথেষ্ট ৷ হু-এর (WHO) হিসাব বলছে, গোটা পৃথিবীতে যত মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, তাঁদের পাঁচভাগের একভাগই ভারতের নাগরিক ৷ তার থেকেও চিন্তার বিষয় হল, মৃতদের অধিকাংশই বয়সে তরুণ ৷ তামাকের প্রতি অতিরিক্ত আসক্তিই তাঁদের এই পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছে বলে দাবি হু-এর বিজ্ঞানীদের ৷

আরও পড়ুন : National Digital Health Mission: প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য আইডি কার্ড, আর কী থাকছে প্রধানমন্ত্রী ডিজিটাল হেল্থ মিশনে ?

বুধবার যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, সেই মোতাবেক, যাঁরা হৃদরোগে আক্রান্ত হয়ে যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের মধ্যে 26 শতাংশেরই বয়স 30 থেকে 44 বছরের মধ্যে ৷ বাকি 25 শতাংশ যাঁরা হৃদরোগে প্রাণ হারাচ্ছেন, তাঁদের বয়স 45 থেকে 59 বছরের মধ্যে ৷ আর 60 থেকে 69 বছরের মধ্যে যাঁরা হৃদরোগের শিকার হচ্ছেন, তাঁরা মোট মৃতের সংখ্যার 19 শতাংশ ৷

আন্তর্জাতিক একটি রিপোর্ট তুলে ধরে গোটা বিষয়টির ব্যাখ্যা করেছেন চিকিৎসক তমোরিশ কোলে ৷ এশিয়ান সোসাইটি অফ এমার্জেন্সি মেডিসিনের সভাপতি ডা. কোলে বলেন, ভারতে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 272 জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ অথচ গোটা বিশ্বে এই সংখ্যাটা প্রতি 1 লক্ষে 235 ৷ অর্থাৎ এক্ষেত্রে ভারতের মৃত্যুর হার অনেকটাই বেশি ৷

আরও পড়ুন : Soumya Swaminathan : ভারতে আঞ্চলিক রোগে পরিণত কোভিড, আশার কথা শোনালেন হু-র প্রধান বিজ্ঞানী

এনসিআরবি-র (National Crime Records Bureau) তথ্যও বলছে, ভারতে যে হারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগের ৷ তাদের পরিসংখ্যান বলছে, ভারতে 2017 সালে 23 হাজার 246 জন হৃদরোগের শিকার হয়েছিলেন ৷ 2018 এবং 2019 সালে এই সংখ্যাটাই বেড়ে হয় যথাক্রমে 25 হাজার 746 এবং 28 হাজার 5 জন ৷ ডা. কোলে মনে করেন, ধূমপান, ডায়াবেটিস, স্থূলতার মতো সমস্যাই এর প্রধান কারণ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.