ETV Bharat / bharat

Assam Flood : অসমের বন্যায় মৃত বেড়ে 134, শিলচরে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত - অসমের বন্যা মৃত বেড়ে 134

অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ৷ তা 28টি জেলার লক্ষ লক্ষ মানুষ এখনও বিপন্ন ৷ তাদের কাছে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে অসম সরকার ৷ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 134 (Assam Flood) ৷

Assam Flood Situation
অসমের বন্যা পরিস্থিতি
author img

By

Published : Jun 28, 2022, 10:09 AM IST

নগাঁও, 28 জুন : ধীরে-ধীরে উন্নতি হচ্ছে অসমের বন্যা পরিস্থিতির ৷ তবে কয়েকটি জেলার পরিস্থিতি এখনও ভয়ঙ্কর । সবচেয়ে খারাপ পরিস্থিতি নগাঁও জেলার । সেখানকার ডেপুটি কমিশনার নিসর্গ হিভারে জানান, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে বিনামূল্যে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে । তিনি সংবাদসংস্থাকে বলেন, "প্রাথমিকভাবে আমরা তিনদিনের জন্য ত্রাণ সামগ্রী পাঠাচ্ছিলাম ৷ এখন তা বাড়িয়ে পাঁচদিন করা হয়েছে । যা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে ৷"

সবমিলিয়ে অসমের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও 28টি জেলার 33 লক্ষেরও বেশি মানুষ এখনও বন্যা কবলিত । শনিবার অসমের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে (Assam State Disaster Management Authority) ৷

আরও পড়ুন : বেশভূষা নয়, কর্মেই পরিচয় ; অসমের বন্যাদুর্গত এলাকায় মিলল ব্যতিক্রমী আমলা

এএসডিএমএ অনুযায়ী, মোট 117 জন মারা গিয়েছেন ৷ এর মধ্যে বহু মানুষ বন্যায় এবং অনেকের ধসে মৃত্যু হয়েছে ৷ তবে মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে অসমের বন্যায় 134 জন প্রাণ হারিয়েছেন (Death toll touches 134 in Assam flood) ৷ শুধুমাত্র বারপেতা জেলায় 8 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, নগাঁওতে সংখ্যাটা 5 লক্ষের বেশি, কামরূপে 4 লক্ষ, কাছাড়ে পৌনে 3 লক্ষ, করিমগঞ্জে সওয়া 2 লক্ষ, ধুবরিতে 1 লক্ষ 84 এবং দারাংয়ে 1 লক্ষ 70 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ উদ্ধারকার্যের জন্য বন্যা কবলিত এলাকাগুলিতে নামানো হয়েছে ভারতীয় বায়ু সেনার এয়ারক্র্যাফ্ট ৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শিলচর ঘুরে দেখেন ৷

নগাঁও, 28 জুন : ধীরে-ধীরে উন্নতি হচ্ছে অসমের বন্যা পরিস্থিতির ৷ তবে কয়েকটি জেলার পরিস্থিতি এখনও ভয়ঙ্কর । সবচেয়ে খারাপ পরিস্থিতি নগাঁও জেলার । সেখানকার ডেপুটি কমিশনার নিসর্গ হিভারে জানান, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে বিনামূল্যে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে । তিনি সংবাদসংস্থাকে বলেন, "প্রাথমিকভাবে আমরা তিনদিনের জন্য ত্রাণ সামগ্রী পাঠাচ্ছিলাম ৷ এখন তা বাড়িয়ে পাঁচদিন করা হয়েছে । যা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে ৷"

সবমিলিয়ে অসমের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও 28টি জেলার 33 লক্ষেরও বেশি মানুষ এখনও বন্যা কবলিত । শনিবার অসমের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে (Assam State Disaster Management Authority) ৷

আরও পড়ুন : বেশভূষা নয়, কর্মেই পরিচয় ; অসমের বন্যাদুর্গত এলাকায় মিলল ব্যতিক্রমী আমলা

এএসডিএমএ অনুযায়ী, মোট 117 জন মারা গিয়েছেন ৷ এর মধ্যে বহু মানুষ বন্যায় এবং অনেকের ধসে মৃত্যু হয়েছে ৷ তবে মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে অসমের বন্যায় 134 জন প্রাণ হারিয়েছেন (Death toll touches 134 in Assam flood) ৷ শুধুমাত্র বারপেতা জেলায় 8 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, নগাঁওতে সংখ্যাটা 5 লক্ষের বেশি, কামরূপে 4 লক্ষ, কাছাড়ে পৌনে 3 লক্ষ, করিমগঞ্জে সওয়া 2 লক্ষ, ধুবরিতে 1 লক্ষ 84 এবং দারাংয়ে 1 লক্ষ 70 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ উদ্ধারকার্যের জন্য বন্যা কবলিত এলাকাগুলিতে নামানো হয়েছে ভারতীয় বায়ু সেনার এয়ারক্র্যাফ্ট ৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শিলচর ঘুরে দেখেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.