রাজৌরি, 2 জানুয়ারি: জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা রাজৌরির ডাংরি গ্রামে গতকাল সন্ত্রাসবাদী হামলার ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত (Death Toll Touches Four in Rajouri Terror Attack Says ADG Jammu) ৷ হাসপাতালে ভরতি রয়েছেন 10 জন ৷ গতকাল সন্ধ্যায় রাজৌরি ডিংরা গ্রামে দুই সন্ত্রাসবাদী হামলা চালায় ৷ 3টি বাড়িকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ওই দুই সন্ত্রাসবাদী ৷ ঘটনায় মোট 14 জন আহত হন ৷ যার মধ্যে 3 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ পরবর্তী সময়ে হাসপাতালে এক আহত গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জম্মুর অতিরিক্ত ডিজি মুকেশ সিং ৷
রবিবার সন্ধ্যায় এই হামলার খবর পেয়েই পুলিশ ও আধাসেনার জওয়ানরা ডিংরা গ্রাম ঘিরে ফেলেনন৷ তবে, হামলাকারী দুই সন্ত্রাসবাদী সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ৷ গতকাল রাত থেকে নিরাপত্তাবাহিনীর জওয়ানরা গ্রামে মোতায়েন রয়েছে ৷ সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু নিয়ে জম্মুর এডিজি বলেন, "আরও এক জখম ব্যক্তি হাসপাতালে মারা গিয়েছেন ৷ যার পরে মৃত্যুর সংখ্যা গিয়ে 4 হয়েছে ৷ দুই সশস্ত্র সন্ত্রাসবাদী এই হামলার পিছনে যুক্ত ৷" তিনি এর পর জানান, মূলত তিনটি বাড়িকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা ৷ আর এই তিনটি বাড়ি একে অপরের থেকে 50 মিটার দূরত্বের মধ্যে অবস্থিত ৷
বাকি আহত 10 জনের শারীরিক অবস্থা নিয়ে জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট চিকিৎসক মেহমুদ জানিয়েছেন, ‘‘সকল আহতদের চিকিৎসা চলছে ৷ একাধিক বুলেটর ক্ষত আহতদের শরীরে পাওয়া গিয়েছে ৷ পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরাও হাসপাতালে রয়েছেন ৷’’
উল্লেখ্য, এই ঘটনার রেশ কাটার আগেই আজ সকালে ফের সন্ত্রাসবাদীদের হামলার শিকার হয়েছে রাজৌরির ডিংরা গ্রাম ৷ গতকাল সন্ত্রাসবাদী হামলার শিকার এক ব্যক্তির বাড়ির সামনে বিস্ফোরণ হয় ৷ যে ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি, 5 জন আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷ তাঁদরে মধ্যে 1 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জম্মুর এডিজি মুকেশ সিং ৷ ঘটনার পর পুরো গ্রামে ফের তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনীর জওয়ানরা ৷ সেই তল্লাশিতে একটি আইইডি বিস্ফোরক উদ্ধার হয়েছে ৷ সেটিকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷
আরও পড়ুন: রজৌরিতে বিস্ফোরণে 1 জনের মৃত্য, আহত 5
প্রসঙ্গত, গত 16 ডিসেম্বর রাজৌরিতে সেনা ক্যাম্পের বাইরে 2 সাধারণ নাগরিককে গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা ৷ জানা গিয়েছে, মৃতেরা সেনার হয়ে কাজ করতেন ৷ সকালবেলা সেনা ক্যাম্পের আলফা গেট দিয়ে ভিতরে ঢোকার সময় সন্ত্রাসবাদীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায় ৷ এর পরেই গত 28 ডিসেম্বর 4 জন সন্ত্রাসবাদীকে জম্মুর সিধরা জেলায় গুলি করে মারে বাহিনীর জওয়ানরা ৷