ETV Bharat / bharat

Tamil Nadu Rain : তামিলনাড়ুতে অতিবৃষ্টির বলি 12, ঝোড়ো হাওয়া-সহ জারি থাকবে প্রবল বৃষ্টি - Tamil Nadu Rain

বৃহস্পতিবার বিকেলেই বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ বয়ে যাবে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে ৷ এর মধ্যে গত কয়েকদিনে বৃষ্টিতে মারা গিয়েছেন অনেকে ৷

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু
author img

By

Published : Nov 11, 2021, 10:00 AM IST

চেন্নাই, 11 নভেম্বর : প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুতে প্রাণ হারালেন 12 জন, জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা মন্ত্রী (Revenue and Disaster Management Minister) কেকেএসএসআর রামচন্দ্রন (KKSSR Ramachandran) ৷ বুধবার তিনি জানান, এনডিআরএফ (National Disaster Response Force, NDRF), এসডিআরএফ-এর (State Disaster Response Force, SDRF) বিশেষ দল উদ্ধার ও ত্রাণের কাজ শুরু করে দিয়েছে ৷

গত সপ্তাহের শনি-রবির প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত এই রাজ্য ৷ দেশের আবহাওয়া দফতর আইএমডি (Indian Meteorological Department, IMD) আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ৷ চেন্নাইয়ের আবহাওয়া অফিস থেকে জানিয়েছে, "বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপ এখন চেন্নাই থেকে 140 কিলোমিটার দূরে রয়েছে ৷ আজ বিকেলের মধ্যে তা তামিলনাড়ু আর দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের উপর দিয়ে চলে যাবে ৷ প্রবল ঝোড়ো হাওয়া-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 6টি জেলায় ৷" লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে চেন্নাই, তিরুভাল্লুর, কাল্লাকুরিচি, সালেম, ভেল্লোর, তিরুপাত্তুর, রানিপেট, থিরুভন্নামালাই আর পুদুচেরিতে ৷

আরও পড়ুন : Bengal Winter : দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, নিম্নচাপের জেরে জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির পূর্বাভাস

গোটা তামিলনাড়ু তো বটেই, বিশেষত এর প্রভাবে জলমগ্ন হয়ে গিয়েছে চেঙ্গেলপেট (Chengelpet), তিরুভাল্লুর (Tiruvallur), কাঞ্চিপুরম (Kancheepuram) এবং ভিল্লুপুরম (Villupuram) ৷

ইতিমধ্যে ভারী বৃষ্টিতে দেশের মধ্যে এবং আন্তর্জাতিক বেশ কিছু বিমানের সময় পরিবর্তন করা হয়েছে ৷ বৃহস্পতিবার দুবাই আর শারজার বিমান বাতিল হয়েছে ৷ তামিলনাড়ু সরকার 10 ও 11 নভেম্বর চেন্নাই-সহ 9টি জেলায় ছুটি ঘোষণা করেছে ৷

চেন্নাই, 11 নভেম্বর : প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুতে প্রাণ হারালেন 12 জন, জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা মন্ত্রী (Revenue and Disaster Management Minister) কেকেএসএসআর রামচন্দ্রন (KKSSR Ramachandran) ৷ বুধবার তিনি জানান, এনডিআরএফ (National Disaster Response Force, NDRF), এসডিআরএফ-এর (State Disaster Response Force, SDRF) বিশেষ দল উদ্ধার ও ত্রাণের কাজ শুরু করে দিয়েছে ৷

গত সপ্তাহের শনি-রবির প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত এই রাজ্য ৷ দেশের আবহাওয়া দফতর আইএমডি (Indian Meteorological Department, IMD) আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ৷ চেন্নাইয়ের আবহাওয়া অফিস থেকে জানিয়েছে, "বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপ এখন চেন্নাই থেকে 140 কিলোমিটার দূরে রয়েছে ৷ আজ বিকেলের মধ্যে তা তামিলনাড়ু আর দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের উপর দিয়ে চলে যাবে ৷ প্রবল ঝোড়ো হাওয়া-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 6টি জেলায় ৷" লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে চেন্নাই, তিরুভাল্লুর, কাল্লাকুরিচি, সালেম, ভেল্লোর, তিরুপাত্তুর, রানিপেট, থিরুভন্নামালাই আর পুদুচেরিতে ৷

আরও পড়ুন : Bengal Winter : দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, নিম্নচাপের জেরে জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির পূর্বাভাস

গোটা তামিলনাড়ু তো বটেই, বিশেষত এর প্রভাবে জলমগ্ন হয়ে গিয়েছে চেঙ্গেলপেট (Chengelpet), তিরুভাল্লুর (Tiruvallur), কাঞ্চিপুরম (Kancheepuram) এবং ভিল্লুপুরম (Villupuram) ৷

ইতিমধ্যে ভারী বৃষ্টিতে দেশের মধ্যে এবং আন্তর্জাতিক বেশ কিছু বিমানের সময় পরিবর্তন করা হয়েছে ৷ বৃহস্পতিবার দুবাই আর শারজার বিমান বাতিল হয়েছে ৷ তামিলনাড়ু সরকার 10 ও 11 নভেম্বর চেন্নাই-সহ 9টি জেলায় ছুটি ঘোষণা করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.