ETV Bharat / bharat

Bengaluru Fire Tragedy: আতসবাজির গোডাউনে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 14, আর্থিক সাহায্যের ঘোষণা উপমুখ্যমন্ত্রীর - উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার

Bengaluru Cracker Shop Fire Death Toll: বেঙ্গালুরুতে আতশবাজির গোডাউনে আগুনে একই গ্রামের 8 ছাত্র-সহ 14 জনের মৃত্যু ৷ দোকানে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ৷

Bengaluru cracker godown fire
বেঙ্গালুরুর আতশবাজির গোডাউনে অগ্নিকাণ্ড
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 3:46 PM IST

বেঙ্গালুরু, 8 অক্টোবর: বেঙ্গালুরুতে আতসবাজির গোডাউনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল 14 ৷ মৃতদের মধ্যে রয়েছেন তামিলনাড়ুর একই গ্রামের বাসিন্দা আটজন পড়ুয়া ৷ গোডাউন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ রবিবার মাইসোরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ৷ সেখানে সিদ্দারামাইয়া বলেন, "আতসবাজির গোডাউনে দুর্ঘটনায় 14 জনের মৃত্যু হয়েছে ৷ আমি আতসবাজি দোকানের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি । আমি আজ ঘটনাস্থলে যাব এবং আমি বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেব ৷"

উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ তিনি মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন ৷ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঘটনায় মৃত্যুতে শোকপ্রকাশ করেন ৷ জানা গিয়েছে, যাদের আগুনে মৃত্যু হয়েছে তারা বেশিরভাগই আতশবাজি গোডাউন ও দোকানে কাজ করতেন ৷ পুলিশ জানিয়েছিল, মৃতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ।

প্রসঙ্গত, শনিবার বেঙ্গালুরুর আনাকাল তালুকের আটিবেলে রাজ্য সড়কের পাশে একটি আতসবাজির গোডাউনে আগুন লেগে যায় ৷ আগুনের তীব্রতা এতটাই ছিল যে দোকানটি পুরো ভস্মীভূত হয়ে যায় ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ গোডাউনে অগ্নিকাণ্ডের সময় 20 জন ভেতরে ছিলেন বলে জানা গিয়েছিল ৷ তাঁদের মধ্যে ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় 12 জনের ৷ রবিবার চিকিৎসাধীন অবস্থায় আরও দু'জনের মৃত্যু হয়েছে । এরপরেই রবিবার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 14 ।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে আতশবাজির গোডাউনে বিস্ফোরণ, মৃত 11

সূত্রের খবর, নিহতরা সকলে তামিলনাডুর ধর্মপুরী জেলার আম্মাপট্টি গ্রামের বাসিন্দা । 14 জনের মধ্যে একই গ্রামের আটজন নিহত হয়েছেন । 8 জনই ছাত্র বলে জানা গিয়েছে ৷ তাঁরা দীপাবলির সময় শ্রমিক হিসেবে বাজির দোকানে কাজ করতে এসেছিলেন । পরে নিহত ছাত্রদের পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন প্রকাশ (20), ভেট্টাপ্পান, আধিকেসাভান (23), বিজয়রাঘবন (19), ইলামবরুথি (19), আকাশ (23), গিরি (22), শচীন (22)।

বেঙ্গালুরু, 8 অক্টোবর: বেঙ্গালুরুতে আতসবাজির গোডাউনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল 14 ৷ মৃতদের মধ্যে রয়েছেন তামিলনাড়ুর একই গ্রামের বাসিন্দা আটজন পড়ুয়া ৷ গোডাউন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ রবিবার মাইসোরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ৷ সেখানে সিদ্দারামাইয়া বলেন, "আতসবাজির গোডাউনে দুর্ঘটনায় 14 জনের মৃত্যু হয়েছে ৷ আমি আতসবাজি দোকানের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি । আমি আজ ঘটনাস্থলে যাব এবং আমি বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেব ৷"

উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ তিনি মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন ৷ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঘটনায় মৃত্যুতে শোকপ্রকাশ করেন ৷ জানা গিয়েছে, যাদের আগুনে মৃত্যু হয়েছে তারা বেশিরভাগই আতশবাজি গোডাউন ও দোকানে কাজ করতেন ৷ পুলিশ জানিয়েছিল, মৃতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ।

প্রসঙ্গত, শনিবার বেঙ্গালুরুর আনাকাল তালুকের আটিবেলে রাজ্য সড়কের পাশে একটি আতসবাজির গোডাউনে আগুন লেগে যায় ৷ আগুনের তীব্রতা এতটাই ছিল যে দোকানটি পুরো ভস্মীভূত হয়ে যায় ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ গোডাউনে অগ্নিকাণ্ডের সময় 20 জন ভেতরে ছিলেন বলে জানা গিয়েছিল ৷ তাঁদের মধ্যে ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় 12 জনের ৷ রবিবার চিকিৎসাধীন অবস্থায় আরও দু'জনের মৃত্যু হয়েছে । এরপরেই রবিবার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 14 ।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে আতশবাজির গোডাউনে বিস্ফোরণ, মৃত 11

সূত্রের খবর, নিহতরা সকলে তামিলনাডুর ধর্মপুরী জেলার আম্মাপট্টি গ্রামের বাসিন্দা । 14 জনের মধ্যে একই গ্রামের আটজন নিহত হয়েছেন । 8 জনই ছাত্র বলে জানা গিয়েছে ৷ তাঁরা দীপাবলির সময় শ্রমিক হিসেবে বাজির দোকানে কাজ করতে এসেছিলেন । পরে নিহত ছাত্রদের পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন প্রকাশ (20), ভেট্টাপ্পান, আধিকেসাভান (23), বিজয়রাঘবন (19), ইলামবরুথি (19), আকাশ (23), গিরি (22), শচীন (22)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.