এলাহাবাদ, 5 মে: হাসপাতালে শুধুমাত্র অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু হলে তা আইনত অপরাধ ৷ এটা গণহত্যার থেকে কিছু কম নয় ৷ দেশজুড়ে যখন অক্সিজেনের অভাবে পরপর রোগী মৃত্যুর ঘটনা ঘটছে, তখনই এমন কড়া পর্যবেক্ষণ দিল এলাহাবাদ হাইকোর্ট ৷
লখনউ ও মেরঠে অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যুর খবর সামনে এসেছে ৷ ঘটনাগুলির তদন্তেরও নির্দেশ দিয়েছে আদালত ৷ বিচারপতি সিদ্ধার্থ বর্মা ও বিচারপতি অজিত কুমারের ডিভিশন বেঞ্চ কোভিড পরিস্থিতি ও কোয়ারানটিন সেন্টারগুলির অবস্থা নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে জানিয়েছে, "হাসপাতালে শুধুমাত্র অক্সিজেনের সরবরাহ না-থাকার জন্য কোভিড রোগীদের মৃত্যুর খবর খুবই বেদনাদায়ক ৷ এটা আইনত অপরাধ ৷ যাঁরা প্রতিনিয়ত মেডিক্যাল অক্সিজেনের প্রক্রিয়াকরণ ও সরবরাহের দায়িত্বপ্রাপ্ত, তাঁদের দ্বারা এটা গণহত্যার থেকে কিছু কম নয় ৷ আজকের দিনে যখন বিজ্ঞান এত এগিয়ে গিয়েছে, হৃদযন্ত্র প্রতিস্থাপন ও মস্তিষ্কের অস্ত্রোপচার হচ্ছে, তখন কীভাবে আমরা আমাদের মানুষজন এ ভাবে মারা যেতে দিতে পারি !"
আরও পড়ুন: 24 ঘণ্টায় সর্বাধিক 3780 মৃত্যু, দেশে করোনায় আক্রান্ত আরও 3.82 লাখ
আদালত আরও বলেছে, "সাধারণত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কোনও খবরের তদন্তের নির্দেশ আমরা রাজ্য ও জেলা প্রশাসনকে দিই না ৷ কিন্তু মামলায় সওয়ালকারী আইনজীবীরা যখন এই খবরগুলি তুলে ধরে বিভিন্ন জেলার কথা জানালেন, তখন আমাদের মনে হয়েছে অবিলম্বে সরকারের এ বিষয়ে পদক্ষেপ করা উচিত ৷"