আগ্রা, 30 মে : তাজমহল দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হল দুর্গাপদ কুণ্ডু (67) নামে এক পর্যটকের ৷ তিনি মালদার বাসিন্দা (Malda Tourist Died of Heart Attack While Visiting Taj Mahal) ৷ রবিবার তাজমহল কমপ্লেক্সে দুর্গাপদবাবুর স্বাস্থ্যের অবনতি হলে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) কর্মীরা তাঁকে অবিলম্বে শান্তি মাঙ্গলিক হাসপাতালে নিয়ে যান । হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা দুর্গাপদ কুণ্ডুকে মৃত বলে জানান ৷
জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে । তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । এএসআই সুপারিনটেনডেন্ট প্রত্নতাত্ত্বিক রাজকুমার প্যাটেল জানান, পশ্চিমবঙ্গের মালদহের দুর্গাপদ কুণ্ডু নামে এক বাসিন্দা মারা গিয়েছেন । রবিবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে তাজমহল দেখতে এসেছিলেন তিনি । দুর্গাপদবাবু পশ্চিমবঙ্গ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী । তাজমহল কমপ্লেক্সের মধ্যে তিনি অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাঁকে রয়্যাল গেটের পশ্চিম দিকের একটি বেঞ্চে বসিয়ে নিজেরা তাজমহল দেখতে ব্য়স্ত হয়ে পড়ে । এরপর পর্যটক দুর্গাপদবাবুর স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনি অজ্ঞান হয়ে যান । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এএসআই ও সিআইএসএফ কর্মীরা ।
আরও পড়ুন : Unnatural Death of Model : শহরে ফের উদ্ধার উঠতি মডেলের ঝুলন্ত দেহ, উঠছে অবসাদের তত্ত্ব
রাজকুমার প্যাটেল আরও জানান, এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীর অজ্ঞান হয়ে পড়ার খবর পান । সেই সময়ও তিনি বেঁচে ছিলেন ৷ ওই পর্যটককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় । এএসআই কর্মী এবং সিআইএসএফ কর্মীরা অজ্ঞান অবস্থায় ওই পর্যটককে স্ট্রেচারে করে পূর্ব গেট থেকে শান্তি মাঙ্গলিক হাসপাতালে নিয়ে যান । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান ৷