ETV Bharat / bharat

Dead Man Gets Summon: দেড় বছর আগে মৃত ব্যক্তিকে সশরীরে হাজিরার নির্দেশ রাজস্থানের আদালতের - মৃত্যুর পর কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ

দেড় বছর আগে মারা গিয়েছেন ৷ সেই ব্যক্তিকেই কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হল ৷ এই চিঠি পেয়ে অবাক মৃতের ছেলে ৷ এমনই ঘটনা ঘটেছে রাজস্থানের বেহরোরে ৷

Etv Bharat
মৃত ব্যক্তি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 11:04 PM IST

বেহরোর (রাজস্থান), 6 নভেম্বর: মৃত ব্যক্তিকে সশরীরে হাজিরার নির্দেশ দিল আদালত ৷ এই অবস্থায় মৃত ব্যক্তিকে কোথা থেকে আদালতে হাজির করবেন তা নিয়ে চিন্তায় পরিবার ৷ আশ্চর্য হলেও এই ঘটনায় ঘটেছে রাজস্থানের বেহরোর বিধানসভা এলাকায় ৷

উল্লেখ্য, আগামী 25 নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন ৷ এই সময় অশান্তি পাকাতে পারে বসবাসকারী বেহরোর, নিমরানা, মান্ধন ও বেহরোর সদর থানা এলাকায় আদালতের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ছ'মাসের জন্য নিষিদ্ধ করেছে ৷ তবে মৃত ব্যক্তিকে হাজিরার মামলাটি বেহরোর মহকুমার কঙ্কর ছাজা গ্রামের । বিনোদির ছেলে কন্দনলাল যাদব 27 জুন 2022-এ মারা যান । পরিবারের সদস্যরাও 11 জানুয়ারি, 2023 তারিখে ডেথ সার্টিফিকেট প্রস্তুত করেন ।

নিহতের ছেলে রামচন্দ্র যাদব জানান, রবিবার সন্ধ্যায় আদালতের নোটিশ পেয়ে তিনি হতবাক হয়ে যান । তিনি বলেন, "আমার বাবার বিরুদ্ধে কোনও মামলা ছিল না । বাবা বিনোদি লাল ছিলেন একজন কৃষক ৷ গ্রামে তাঁর সবার সঙ্গে ভালো ব্যবহার রয়েছে । বাবা যখন জীবিত ছিলেন, নির্বাচনের সময় কোনও সমন আসেনি এবং কোনও বিধিনিষেধও আরোপ করা হয়নি তাঁর বিরুদ্ধে । কিন্তু তাঁর মৃত্যুর পর প্রথমবারের মতো পুলিশ সদস্য যখন সমন নিয়ে আসেন, তখন আমি হতবাক হয়ে যাই । দায়িত্বশীল কর্মকর্তারা আমাদের বাড়িতে সমন পাঠিয়ে পরিবারের পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন ।

আদালতের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট 5 নভেম্বর থেকে বেহরোর এমন প্রায় 382টি ইস্যু পেয়েছেন । যার মধ্যে রয়েছে 618 জন ৷ তাদের খবর দেওয়া হয়েছে সংশ্লিষ্ট থানায় ৷ পুলিশি তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল পর্যন্ত 389 জনকে নিষিদ্ধ করা হয়েছে । যেখানে 604 জনকে নিষিদ্ধ করতে হয়েছে ৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজপাল যাদব বলেন, "এই বিষয়ে তথ্য নিচ্ছি । আমরা খুঁজে বের করছি কোথায় ভুল হয়েছে । এই বিষয়ে জানতে মহকুমা আধিকারিক সচিন যাদবকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি ।

আরও পড়ুন : 60 বোতল মদ সাবাড়, উৎসবের মরশুমে সুরায় মত্ত ইঁদুরও

বেহরোর (রাজস্থান), 6 নভেম্বর: মৃত ব্যক্তিকে সশরীরে হাজিরার নির্দেশ দিল আদালত ৷ এই অবস্থায় মৃত ব্যক্তিকে কোথা থেকে আদালতে হাজির করবেন তা নিয়ে চিন্তায় পরিবার ৷ আশ্চর্য হলেও এই ঘটনায় ঘটেছে রাজস্থানের বেহরোর বিধানসভা এলাকায় ৷

উল্লেখ্য, আগামী 25 নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন ৷ এই সময় অশান্তি পাকাতে পারে বসবাসকারী বেহরোর, নিমরানা, মান্ধন ও বেহরোর সদর থানা এলাকায় আদালতের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ছ'মাসের জন্য নিষিদ্ধ করেছে ৷ তবে মৃত ব্যক্তিকে হাজিরার মামলাটি বেহরোর মহকুমার কঙ্কর ছাজা গ্রামের । বিনোদির ছেলে কন্দনলাল যাদব 27 জুন 2022-এ মারা যান । পরিবারের সদস্যরাও 11 জানুয়ারি, 2023 তারিখে ডেথ সার্টিফিকেট প্রস্তুত করেন ।

নিহতের ছেলে রামচন্দ্র যাদব জানান, রবিবার সন্ধ্যায় আদালতের নোটিশ পেয়ে তিনি হতবাক হয়ে যান । তিনি বলেন, "আমার বাবার বিরুদ্ধে কোনও মামলা ছিল না । বাবা বিনোদি লাল ছিলেন একজন কৃষক ৷ গ্রামে তাঁর সবার সঙ্গে ভালো ব্যবহার রয়েছে । বাবা যখন জীবিত ছিলেন, নির্বাচনের সময় কোনও সমন আসেনি এবং কোনও বিধিনিষেধও আরোপ করা হয়নি তাঁর বিরুদ্ধে । কিন্তু তাঁর মৃত্যুর পর প্রথমবারের মতো পুলিশ সদস্য যখন সমন নিয়ে আসেন, তখন আমি হতবাক হয়ে যাই । দায়িত্বশীল কর্মকর্তারা আমাদের বাড়িতে সমন পাঠিয়ে পরিবারের পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন ।

আদালতের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট 5 নভেম্বর থেকে বেহরোর এমন প্রায় 382টি ইস্যু পেয়েছেন । যার মধ্যে রয়েছে 618 জন ৷ তাদের খবর দেওয়া হয়েছে সংশ্লিষ্ট থানায় ৷ পুলিশি তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল পর্যন্ত 389 জনকে নিষিদ্ধ করা হয়েছে । যেখানে 604 জনকে নিষিদ্ধ করতে হয়েছে ৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজপাল যাদব বলেন, "এই বিষয়ে তথ্য নিচ্ছি । আমরা খুঁজে বের করছি কোথায় ভুল হয়েছে । এই বিষয়ে জানতে মহকুমা আধিকারিক সচিন যাদবকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি ।

আরও পড়ুন : 60 বোতল মদ সাবাড়, উৎসবের মরশুমে সুরায় মত্ত ইঁদুরও

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.