ETV Bharat / bharat

Dalit Sisters Death in Lakhimpur: দলিত বোনের ঝুলন্ত মৃতদেহ, লখিমপুরে আটক এক অভিযুক্ত - লখিমপুর খেরি

সংবাদ শিরোনামে ফের লখিমপুর খেরি ৷ বুধবার সন্ধে নাগাদ নিঘাসন গ্রামের বাইরে একটি গাছে দুই নাবালিকা দলিত বোনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় (Alleged murder of two dalit sisters after rape) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 15, 2022, 10:17 AM IST

লখিমপুর, 15 সেপ্টেম্বর: দুই বোনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে লখিমপুর খেরির পুলিশ ৷ তারা জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে জেরা করা হচ্ছে ৷ বুধবার সন্ধে নাগাদ একটি গাছ থেকে দুই দলিত বোনের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় নিঘাসন গ্রামের (Nighasan village) বাইরে থেকে ৷ তাদের বয়স যথাক্রমে 14 এবং 17 ৷ গ্রামটি উত্তর প্রদেশের বাইরে লখিমপুর খেরি জেলায় অবস্থিত (One detained in case of dalit sisters body being found hanging in Lakhimpur Kheri UP) ৷

মৃত নাবালিকাদের (Dalit Minor Death) মায়ের অভিযোগ, বুধবার বিকেল 3টে নাগাদ বাইকে করে তিন জন আসে এবং মেয়েদের অপহরণ করে নিয়ে যায় ৷ পরে তাদের দেহ আখের খেতে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মেলে ৷ তাদের ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার ৷ স্থানীয়রা ঘটনাস্থলে জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে নামে৷ এর একদিন পরে আটক হয়েছে এক অভিযুক্ত ৷

  • लखीमपुर (उप्र) में दो बहनों की हत्या की घटना दिल दहलाने वाली है। परिजनों का कहना है कि उन लड़कियों का दिनदहाड़े अपहरण किया गया था।

    रोज अखबारों व टीवी में झूठे विज्ञापन देने से कानून व्यवस्था अच्छी नहीं हो जाती।आखिर उप्र में महिलाओं के खिलाफ जघन्य अपराध क्यों बढ़ते जा रहे हैं? pic.twitter.com/A1K3xvfeUI

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জলের কলসি ছোঁয়ায় অপরাধ, জালোরে দলিত ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ

এডিজি, আইন ও শৃঙ্খলা (ADG Law and Order Prashant Kumar) প্রশান্ত কুমার জানিয়েছেন, দুটি দেহের ময়নাতদন্ত হয়েছে এবং সেই পদ্ধতি পুরোটা ভিডিয়োগ্রাফ করা হয়েছে ৷ আইজি লক্ষ্মী সিং ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে (POCSO Act) দুই বোনকে ধর্ষণ ও খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ৷

  • निघासन पुलिस थाना क्षेत्र में 2 दलित बहनों को अगवा करने के बाद उनकी हत्या और उसके बाद पुलिस पर पिता का ये आरोप बेहद गंभीर है कि बिना पंचनामा और सहमति के उनका पोस्टमार्टम किया गया।

    लखीमपुर में किसानों के बाद अब दलितों की हत्या ‘हाथरस की बेटी’ हत्याकांड की जघन्य पुनरावृत्ति है। pic.twitter.com/gFmea4bAUc

    — Akhilesh Yadav (@yadavakhilesh) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে পুলিশ জানিয়েছে, দুই বোনের পরিবার তাদের মৃতদেহ খুঁজে না পাওয়া পর্যন্ত থানায় কোনও অভিযোগ জানায়নি ৷ এসপি বলেন, "মৃত্যুর সঠিক কারণ জানতে আমরা দেহ দু'টি অটোপসির জন্য পাঠিয়েছি ৷ কিন্তু এখনও পর্যন্ত আমরা একে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছি না ৷"

লখনউয়ের আইজি লক্ষ্মী সিং বলেন, "মেয়ে দুটিকে তাদের নিজেদের ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ প্রাথমিক ভাবে তাদের দেহে কোনও ক্ষতচিহ্ন দেখা যায়নি ৷ বিশেষজ্ঞদের দল ময়নাতদন্তটি পরিচালনা করবে ৷ পরিবার আমাদের কাছে যা কিছু জানিয়েছে, তার ভিত্তিতে আমরা এফআইআর দায়ের করব ৷"

লখিমপুর, 15 সেপ্টেম্বর: দুই বোনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে লখিমপুর খেরির পুলিশ ৷ তারা জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে জেরা করা হচ্ছে ৷ বুধবার সন্ধে নাগাদ একটি গাছ থেকে দুই দলিত বোনের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় নিঘাসন গ্রামের (Nighasan village) বাইরে থেকে ৷ তাদের বয়স যথাক্রমে 14 এবং 17 ৷ গ্রামটি উত্তর প্রদেশের বাইরে লখিমপুর খেরি জেলায় অবস্থিত (One detained in case of dalit sisters body being found hanging in Lakhimpur Kheri UP) ৷

মৃত নাবালিকাদের (Dalit Minor Death) মায়ের অভিযোগ, বুধবার বিকেল 3টে নাগাদ বাইকে করে তিন জন আসে এবং মেয়েদের অপহরণ করে নিয়ে যায় ৷ পরে তাদের দেহ আখের খেতে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মেলে ৷ তাদের ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার ৷ স্থানীয়রা ঘটনাস্থলে জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে নামে৷ এর একদিন পরে আটক হয়েছে এক অভিযুক্ত ৷

  • लखीमपुर (उप्र) में दो बहनों की हत्या की घटना दिल दहलाने वाली है। परिजनों का कहना है कि उन लड़कियों का दिनदहाड़े अपहरण किया गया था।

    रोज अखबारों व टीवी में झूठे विज्ञापन देने से कानून व्यवस्था अच्छी नहीं हो जाती।आखिर उप्र में महिलाओं के खिलाफ जघन्य अपराध क्यों बढ़ते जा रहे हैं? pic.twitter.com/A1K3xvfeUI

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জলের কলসি ছোঁয়ায় অপরাধ, জালোরে দলিত ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ

এডিজি, আইন ও শৃঙ্খলা (ADG Law and Order Prashant Kumar) প্রশান্ত কুমার জানিয়েছেন, দুটি দেহের ময়নাতদন্ত হয়েছে এবং সেই পদ্ধতি পুরোটা ভিডিয়োগ্রাফ করা হয়েছে ৷ আইজি লক্ষ্মী সিং ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে (POCSO Act) দুই বোনকে ধর্ষণ ও খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ৷

  • निघासन पुलिस थाना क्षेत्र में 2 दलित बहनों को अगवा करने के बाद उनकी हत्या और उसके बाद पुलिस पर पिता का ये आरोप बेहद गंभीर है कि बिना पंचनामा और सहमति के उनका पोस्टमार्टम किया गया।

    लखीमपुर में किसानों के बाद अब दलितों की हत्या ‘हाथरस की बेटी’ हत्याकांड की जघन्य पुनरावृत्ति है। pic.twitter.com/gFmea4bAUc

    — Akhilesh Yadav (@yadavakhilesh) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে পুলিশ জানিয়েছে, দুই বোনের পরিবার তাদের মৃতদেহ খুঁজে না পাওয়া পর্যন্ত থানায় কোনও অভিযোগ জানায়নি ৷ এসপি বলেন, "মৃত্যুর সঠিক কারণ জানতে আমরা দেহ দু'টি অটোপসির জন্য পাঠিয়েছি ৷ কিন্তু এখনও পর্যন্ত আমরা একে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছি না ৷"

লখনউয়ের আইজি লক্ষ্মী সিং বলেন, "মেয়ে দুটিকে তাদের নিজেদের ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ প্রাথমিক ভাবে তাদের দেহে কোনও ক্ষতচিহ্ন দেখা যায়নি ৷ বিশেষজ্ঞদের দল ময়নাতদন্তটি পরিচালনা করবে ৷ পরিবার আমাদের কাছে যা কিছু জানিয়েছে, তার ভিত্তিতে আমরা এফআইআর দায়ের করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.