শ্রীনগর, 22 ডিসেম্বর : আজ জম্মু ও কাশ্মীরে জেলা উন্নয়ন পর্ষদের 280 টি আসনে ভোটগণনা । জম্মুতে 140টি আসন এবং কাশ্মীরে 140 টি আসন । কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর এই প্রথম কোনও বড় ভোট । 28 নভেম্বর থেকে ভোট প্রক্রিয়া শুরু হয় । চলে শনিবার পর্যন্ত । ভোট পড়েছে প্রায় 51 শতাংশ । পশ্চিম পাকিস্তানের শরণার্থীরাও এবারের ভোটে অংশ নিয়েছিলেন ।
হল্কা পঞ্চায়েত ও ব্লক উন্নয়ন কাউন্সিলের কাজের তদারকি করে ডিডিসি । ডিস্ট্রিক্ট প্ল্যানিং ও ডেভেলপমেন্ট বোর্ডের বদলে সব জেলায় এবার থেকে কার্যকর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল । প্রত্যেক ডিডিসিতে থাকবেন 14 জন সরাসরি নির্বাচিত সদস্য । অর্থ, উন্নয়ন, পূর্ত, স্বাস্থ্য-শিক্ষা ও জনকল্যাণে স্ট্যান্ডিং কমিটি গঠন করা হবে ।
নির্বাচনে অংশ নিয়েছিল মূলধারার সব রাজনৈতিক দলগুলি । বিজেপি-র জোটকে হারাতে ইউনাইটেড ফ্রন্টে নির্বাচনে লড়ছে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স ও পিপলস কনফারেন্স । তাদের দাবি, জম্মু ও কাশ্মীরকে 5 অগাস্টের আগের মর্যাদা ফিরিয়ে দিতে হবে ।
আরও পড়ুন : কুপওয়াড়া থেকে ভোটে লড়ছেন প্রাক্তন জঙ্গির পাকিস্তানি স্ত্রী
অন্যদিকে ভোটারদের মন জয় করতে বিজেপি ভরসা রেখেছিল দিল্লির পরিচিত মুখের উপর । 370 ধারা প্রত্যাহারের পর এই প্রথম নির্বাচন জম্মু ও কাশ্মীরে । অনেকেই বলছেন, এটা উপত্যকায় বিজেপির জন্য লিটমাস টেস্ট হতে চলেছে ।