ETV Bharat / bharat

Vande Bharat Express: মোষের পর এবার গরুকে ধাক্কা, ফের দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস - বন্দে ভারত এক্সপ্রেস

বৃহস্পতিবার সকালে গুজরাতের ভাটওয়া স্টেশনে দুর্ঘটনায় বিকল হয় বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিন ৷ 24 ঘণ্টার মধ্যেই ফের দুর্ঘটনার কবলে মোদির স্বপ্নের ট্রেন (Vande Bharat Express) ৷ গুজরাতের আনন্দ স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের ট্র্যাকে গরু চলে আসে (Vande Bharat Train Hits Cow) ৷ সেটিকেই সটান ধাক্কা মারে ট্রেনটি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 7, 2022, 8:25 PM IST

Updated : Oct 7, 2022, 10:01 PM IST

আনন্দ (গুজরাত), 7 অক্টোবর: গত 30 সেপ্টেম্বর গান্ধিনগর ক্যাপিটাল এবং মুম্বই সেন্ট্রালের মধ্যে পথচলা শুরু হয়েছিল, আর এক সপ্তাহের মধ্যে দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেসের আধুনিক সংস্করণ (Vande Bharat express) ৷ বৃহস্পতিবার সকালে গুজরাতের ভাটওয়া স্টেশনে মোষের সঙ্গে ধাক্কায় বিকল হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিন ৷ 24 ঘণ্টা কাটতে না-কাটতেই ফের দুর্ঘটনার কবলে পড়ল মোদির স্বপ্নের ট্রেন ৷ এবার গুজরাতের আনন্দ স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের ট্র্যাকে গরু চলে আসে ৷ সেটিকেই সটান ধাক্কা মারে ট্রেনটি ৷

এদিন গান্ধিনগর স্টেশন থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আনন্দ স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে ৷ জায়গাটি মুম্বই থেকে প্রায় 432 কিলোমিটার দূরে ৷ জানা গিয়েছে, এদিন বন্দে ভারত এক্সপ্রেস একটি গরুকে ধাক্কা মারে । কোনও কারণে লাইনের উপর চলে এসেছিল গরুটি । যদিও গতকালের মতো এদিনের ঘটনায় ট্রেনের কোনও ক্ষতি হয়নি ।

পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুমিত ঠাকুর জানিয়েছেন, "এদিনের দুর্ঘটনায় ট্রেনের সামনের অংশে একটু স্ক্র্য়াচ হয়েছে । বড় কোনও ক্ষতি হয়নি ৷ যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন । ঠিক সময়েই ট্রেন চলছে ।’’

আরও পড়ুন: রেললাইনে চলে এল মোষের পাল, ধাক্কায় বিকল বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিন

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে আমেদাবাদ থেকে মুম্বই যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস । বৃহস্পতিবার সকাল 11টা 15 নাগাদ গুজরাত মানিনগর এবং ভাটওয়া স্টেশনের মাঝে হঠাৎই একপাল মোষ চলে আসে বন্দে ভারতের ট্র্যাকে ৷ মোষের সঙ্গে ধাক্কাতেই বন্দে ভারতের সামনের ইঞ্জিন বিকল হয়ে যায় (Vande Bharat express meets accident with a herd of buffaloes) ৷ যদিও দুর্ঘটনায় বড়সড় কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি ৷ সাময়িক বিঘ্নিত হলেও রেলকর্মীদের সহায়তায় দ্রুত চালু হয় ট্রেনটি ৷ ক্ষতিগ্রস্থ ইঞ্জিন এবং সামনের অংশকে 24 ঘণ্টার মধ্যে মেরামত করে দেওয়া হয় ৷

আনন্দ (গুজরাত), 7 অক্টোবর: গত 30 সেপ্টেম্বর গান্ধিনগর ক্যাপিটাল এবং মুম্বই সেন্ট্রালের মধ্যে পথচলা শুরু হয়েছিল, আর এক সপ্তাহের মধ্যে দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেসের আধুনিক সংস্করণ (Vande Bharat express) ৷ বৃহস্পতিবার সকালে গুজরাতের ভাটওয়া স্টেশনে মোষের সঙ্গে ধাক্কায় বিকল হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিন ৷ 24 ঘণ্টা কাটতে না-কাটতেই ফের দুর্ঘটনার কবলে পড়ল মোদির স্বপ্নের ট্রেন ৷ এবার গুজরাতের আনন্দ স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের ট্র্যাকে গরু চলে আসে ৷ সেটিকেই সটান ধাক্কা মারে ট্রেনটি ৷

এদিন গান্ধিনগর স্টেশন থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আনন্দ স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে ৷ জায়গাটি মুম্বই থেকে প্রায় 432 কিলোমিটার দূরে ৷ জানা গিয়েছে, এদিন বন্দে ভারত এক্সপ্রেস একটি গরুকে ধাক্কা মারে । কোনও কারণে লাইনের উপর চলে এসেছিল গরুটি । যদিও গতকালের মতো এদিনের ঘটনায় ট্রেনের কোনও ক্ষতি হয়নি ।

পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুমিত ঠাকুর জানিয়েছেন, "এদিনের দুর্ঘটনায় ট্রেনের সামনের অংশে একটু স্ক্র্য়াচ হয়েছে । বড় কোনও ক্ষতি হয়নি ৷ যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন । ঠিক সময়েই ট্রেন চলছে ।’’

আরও পড়ুন: রেললাইনে চলে এল মোষের পাল, ধাক্কায় বিকল বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিন

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে আমেদাবাদ থেকে মুম্বই যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস । বৃহস্পতিবার সকাল 11টা 15 নাগাদ গুজরাত মানিনগর এবং ভাটওয়া স্টেশনের মাঝে হঠাৎই একপাল মোষ চলে আসে বন্দে ভারতের ট্র্যাকে ৷ মোষের সঙ্গে ধাক্কাতেই বন্দে ভারতের সামনের ইঞ্জিন বিকল হয়ে যায় (Vande Bharat express meets accident with a herd of buffaloes) ৷ যদিও দুর্ঘটনায় বড়সড় কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি ৷ সাময়িক বিঘ্নিত হলেও রেলকর্মীদের সহায়তায় দ্রুত চালু হয় ট্রেনটি ৷ ক্ষতিগ্রস্থ ইঞ্জিন এবং সামনের অংশকে 24 ঘণ্টার মধ্যে মেরামত করে দেওয়া হয় ৷

Last Updated : Oct 7, 2022, 10:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.