ETV Bharat / bharat

Sushma Swaraj: আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী, মা সুষমাকে স্মরণ করে আবেগঘন পোস্ট মেয়ে বাঁশরীর - daughter Bansuri Swaraj remembers Sushma Swaraj

মাত্র 25 বছর বয়সে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন সেদিনের তরুণ নেত্রী সুষমা ৷ তাঁর রাজনৈতিক জীবন নানা উত্থান ও পতনের সাক্ষী ৷ আজ তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী ৷ মায়ের স্মৃতিচারণে আবেগী পোস্ট করলেন মেয়ে বাঁশরী স্বরাজ ৷

ETV Bharat
সুষমা স্বরাজ
author img

By

Published : Aug 6, 2023, 8:07 AM IST

Updated : Aug 6, 2023, 8:18 AM IST

নয়াদিল্লি, 6 অগস্ট: আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজের চতুর্থ মৃত্যুবার্ষিকী ৷ মা সুষমাকে স্মরণ করে মেয়ে বাঁশরি স্বরাজ একটি আবেগঘন পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে ৷ শনিবার গভীর রাতে টুইটারে তিনি লিখেছেন, "মা সব সময় তোমার অভাব অনুভব করি ৷" 2019 সালের 6 অগস্ট রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভারতীয় রাজনীতির এই বিশিষ্ট চরিত্রের ৷

  • आज आपके बिना 4 साल हो गए हैं माँ @SushmaSwaraj लेकिन मेरे लिए 4 सेकंड भी नहीं बीते जब कृष्ण आपको चुरा कर ले गए। मैं आपकी स्मृति में सदैव आपके द्वारा दिखाए गए जनसेवा के मार्ग पर चलती रहूँगी। आप मेरी प्रेरणा, मेरी मार्गदर्शक, मेरी देवता हैं।
    Miss you always Ma ....#SushmaSwaraj pic.twitter.com/OfTgweUUfm

    — Bansuri Swaraj (@BansuriSwaraj) August 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মেয়ে বাঁশরী স্বরাজ মায়ের স্মৃতিচারণায় আরও লিখেছেন, "তোমাকে ছাড়া চারটে বছর কেটে গেল ৷ কিন্তু আমার জন্য এই সময়টা 4 সেকেন্ডও নয় ৷ শ্রীকৃষ্ণ তোমাকে চুরি করে নিয়ে গিয়েছেন ৷ তবে আমি তোমার দেখানো জনসেবার পথেই চলেছি ৷ তুমিই আমার প্রেরণা, আমার পথপ্রদর্শক, আমার দেবতা ৷ সবসময় তোমার অভাব বোধ করছি..."

1952 সালের ফেব্রুয়ারি মাসে হরিয়ানায় জন্মগ্রহণ করেন সুষমা স্বরাজ ৷ বিজেপির সঙ্গে তাঁর পরিচয় পারিবারিক সূত্রে ৷ বাবা ছিলেন আরএসএসের সক্রিয় কর্মী ৷ পরে সুষমাও সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগ দেন ৷ জীবনের প্রথমদিকে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন ৷ স্বামী স্বরাজ কৌশলও পেশায় আইনজীবী।

আরও পড়ুন: সুষমা স্বরাজের মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

1974 সাল থেকে দেশে শুরু হওয়া কংগ্রেস বিরোধী আন্দোলন সুষমা স্বরাজকে প্রভাবিত করে ৷ তিনি জয়প্রকাশ নারায়ণের সঙ্গে সরকার-বিরোধী প্রতিবাদে সামিল হন ৷ 1975 সালে জরুরি অবস্থা ঘোষণা হয় ৷ তারপর তিনি বিজেপিতে যোগ দেন ৷ ধীরে ধীরে জাতীয় স্তরের নেতা হয়ে ওঠেন ৷ হরিয়ানার ক্যান্টনমেন্ট বিধানসভা কেন্দ্র থেকে মাত্র 25 বছর বয়সে বিজেপি প্রার্থী হন সুষমা স্বরাজ ৷ প্রথমবারই নির্বাচনে জয়ী হন সুষমা ৷ হরিয়ানা সরকারে মন্ত্রী হন ৷ 1996 সালে অটল বিহারি বাজপেয়ীর 13 দিনের সরকারে প্রথম কেন্দ্রীয় মন্ত্রিত্ব পান সুষমা স্বরাজ ৷ পরে 1998 সালে মাস দুয়েকের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলান ৷

এরপর আবারও জাতীয় রাজনীতিতে মনোনিবেশ করেন ৷ 2004 সালে প্রথম ইউপিএ সরকার তৈরি হওয়ার সময় সোনিয়া গান্ধির প্রধানমন্ত্রী হওয়া নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয় ৷ তদানীন্তন কংগ্রেস সভাপতিকে 'বিদেশিনী' বলে দাবি করেন সুষমা ৷ শুধু দাবি করাই নয়, প্রকাশ্যে চরম বিরোধিতাও শুরু করেন তিনি ৷ শেষমেশ প্রধানমন্ত্রী হননি সোনিয়া ৷ আরও পরে 2009 সালে দ্বিতীয় ইউপিএ সরকারে লোকসভায় বিরোধী দলনেতার ভূমিকা পালন করেন প্রয়াত নেত্রী ৷

আরও পড়ুন: সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানাতে গিয়ে চোখে জল আডবানির

2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর তিনি বিদেশমন্ত্রকের দায়িত্ব পান সুষমা ৷ জীবনের শেষ দিন পর্যন্ত সেই পদেই ছিলেন ৷ এই দায়িত্বে থাকাকালীন তাঁর যেমন প্রশংসা হয়েছে, তেমনি তিনি বিতর্কেও জড়িয়েছেন ৷ ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের পাকিস্তানে ফাঁসির সাজা রদ করার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসতি হয়েছিল ৷ পাশাপাশি, আর্থিক প্রতারণায় অভিযুক্ত ললিত মোদির দেশ ছেড়ে চলে যাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা ৷

নয়াদিল্লি, 6 অগস্ট: আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজের চতুর্থ মৃত্যুবার্ষিকী ৷ মা সুষমাকে স্মরণ করে মেয়ে বাঁশরি স্বরাজ একটি আবেগঘন পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে ৷ শনিবার গভীর রাতে টুইটারে তিনি লিখেছেন, "মা সব সময় তোমার অভাব অনুভব করি ৷" 2019 সালের 6 অগস্ট রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভারতীয় রাজনীতির এই বিশিষ্ট চরিত্রের ৷

  • आज आपके बिना 4 साल हो गए हैं माँ @SushmaSwaraj लेकिन मेरे लिए 4 सेकंड भी नहीं बीते जब कृष्ण आपको चुरा कर ले गए। मैं आपकी स्मृति में सदैव आपके द्वारा दिखाए गए जनसेवा के मार्ग पर चलती रहूँगी। आप मेरी प्रेरणा, मेरी मार्गदर्शक, मेरी देवता हैं।
    Miss you always Ma ....#SushmaSwaraj pic.twitter.com/OfTgweUUfm

    — Bansuri Swaraj (@BansuriSwaraj) August 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মেয়ে বাঁশরী স্বরাজ মায়ের স্মৃতিচারণায় আরও লিখেছেন, "তোমাকে ছাড়া চারটে বছর কেটে গেল ৷ কিন্তু আমার জন্য এই সময়টা 4 সেকেন্ডও নয় ৷ শ্রীকৃষ্ণ তোমাকে চুরি করে নিয়ে গিয়েছেন ৷ তবে আমি তোমার দেখানো জনসেবার পথেই চলেছি ৷ তুমিই আমার প্রেরণা, আমার পথপ্রদর্শক, আমার দেবতা ৷ সবসময় তোমার অভাব বোধ করছি..."

1952 সালের ফেব্রুয়ারি মাসে হরিয়ানায় জন্মগ্রহণ করেন সুষমা স্বরাজ ৷ বিজেপির সঙ্গে তাঁর পরিচয় পারিবারিক সূত্রে ৷ বাবা ছিলেন আরএসএসের সক্রিয় কর্মী ৷ পরে সুষমাও সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগ দেন ৷ জীবনের প্রথমদিকে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন ৷ স্বামী স্বরাজ কৌশলও পেশায় আইনজীবী।

আরও পড়ুন: সুষমা স্বরাজের মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

1974 সাল থেকে দেশে শুরু হওয়া কংগ্রেস বিরোধী আন্দোলন সুষমা স্বরাজকে প্রভাবিত করে ৷ তিনি জয়প্রকাশ নারায়ণের সঙ্গে সরকার-বিরোধী প্রতিবাদে সামিল হন ৷ 1975 সালে জরুরি অবস্থা ঘোষণা হয় ৷ তারপর তিনি বিজেপিতে যোগ দেন ৷ ধীরে ধীরে জাতীয় স্তরের নেতা হয়ে ওঠেন ৷ হরিয়ানার ক্যান্টনমেন্ট বিধানসভা কেন্দ্র থেকে মাত্র 25 বছর বয়সে বিজেপি প্রার্থী হন সুষমা স্বরাজ ৷ প্রথমবারই নির্বাচনে জয়ী হন সুষমা ৷ হরিয়ানা সরকারে মন্ত্রী হন ৷ 1996 সালে অটল বিহারি বাজপেয়ীর 13 দিনের সরকারে প্রথম কেন্দ্রীয় মন্ত্রিত্ব পান সুষমা স্বরাজ ৷ পরে 1998 সালে মাস দুয়েকের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলান ৷

এরপর আবারও জাতীয় রাজনীতিতে মনোনিবেশ করেন ৷ 2004 সালে প্রথম ইউপিএ সরকার তৈরি হওয়ার সময় সোনিয়া গান্ধির প্রধানমন্ত্রী হওয়া নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয় ৷ তদানীন্তন কংগ্রেস সভাপতিকে 'বিদেশিনী' বলে দাবি করেন সুষমা ৷ শুধু দাবি করাই নয়, প্রকাশ্যে চরম বিরোধিতাও শুরু করেন তিনি ৷ শেষমেশ প্রধানমন্ত্রী হননি সোনিয়া ৷ আরও পরে 2009 সালে দ্বিতীয় ইউপিএ সরকারে লোকসভায় বিরোধী দলনেতার ভূমিকা পালন করেন প্রয়াত নেত্রী ৷

আরও পড়ুন: সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানাতে গিয়ে চোখে জল আডবানির

2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর তিনি বিদেশমন্ত্রকের দায়িত্ব পান সুষমা ৷ জীবনের শেষ দিন পর্যন্ত সেই পদেই ছিলেন ৷ এই দায়িত্বে থাকাকালীন তাঁর যেমন প্রশংসা হয়েছে, তেমনি তিনি বিতর্কেও জড়িয়েছেন ৷ ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের পাকিস্তানে ফাঁসির সাজা রদ করার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসতি হয়েছিল ৷ পাশাপাশি, আর্থিক প্রতারণায় অভিযুক্ত ললিত মোদির দেশ ছেড়ে চলে যাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা ৷

Last Updated : Aug 6, 2023, 8:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.