ETV Bharat / bharat

Cyber Fraud Cheats Raju Bista : সাইবার অপরাধীদের ফাঁদে পা, বিজেপি সাংসদ খোয়ালেন 10 লক্ষ টাকা ! - Cyber Hacker

সাইবার অপরাধীরা কোমর বেঁধেই নেমেছিল ৷ বিজেপি সাংসদ রাজু বিস্তার কোম্পানির ম্যানেজারকে ফোনে মেসেজ করে টাকা চায় জালিয়াতরা ৷ এদিকে ব্যাঙ্কের ম্যানেজারকেও টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য চাপ দিতে থাকে ৷ তারপর (Cyber Fraud Cheats Raju Bista) ?

Cyber Crime Raju Bista News
সাইবার অপরাধের শিকার রাজু বিস্তা
author img

By

Published : May 12, 2022, 2:13 PM IST

দার্জিলিং, 12 মে : সাইবার অপরাধীদের থেকে রেহাই পেলেন না দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ৷ তাঁর কোম্পানি সূর্য রোশনি লিমিটেড থেকে 10 লক্ষ টাকা প্রতারণা করে তা অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে সাইবার অপরাধীরা ৷ পরে সেখানে থেকে অন্য একটি অ্যাকাউন্টে টাকা চালান করে সাইবার জালিয়াতরা (Darjeeling MP Raju Bista losses Rupees 10 Lakh in Cyber Fraud Crime) ৷

ঘটনার সূত্রপাত 23 মার্চ ৷ সাইবার অপরাধীরা কোম্পানির সিজিএমকে ফাঁদে ফেলে তাঁর কাছ থেকে 10 লক্ষ টাকা ট্রান্সফার করিয়ে নেয় ৷ সিজিএম (অ্যাকাউনটেন্ট) বিজয় শঙ্কর গুপ্তা 24 মার্চ সাইবার পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানান, 23 মার্চ বিকেল সাড়ে 5টা নাগাদ তাঁর হোয়্যাটসঅ্যাপে একটি ফোন আসে ৷ কিন্তু ফোনটি ধরার আগেই তা কেটে যায় ৷ এরপর বিজয় দেখেন মিসড কলের নম্বরে কোম্পানির এমডি তথা সাংসদ রাজু বিস্তার ছবি রয়েছে ৷ এর সঙ্গে 4-5টি মেসেজও এসেছে হোয়্যাটসঅ্যাপে ৷

আরও পড়ুন : Bank Fraudulent in Dum Dum : ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বিশ্বাস করে 37 লক্ষ টাকা খোয়ালেন প্রৌঢ়

মেসেজগুলি ইংরেজি ভাষায় লেখা ছিল ৷ যিনি ফোন করেছিলেন, তিনি নিজেকে সাংসদ পরিচয় দিয়ে বিজয় শঙ্করকে জানান এটি তাঁর ব্যক্তিগত ফোন নম্বর ৷ তিনি জরুরি বৈঠকে রয়েছেন, তাই তাঁকে যেন বিজয় ফোন না করেন ৷ মেসেজে সঙ্গে সঙ্গে 10 লক্ষ টাকা আরটিজিএস করে পাঠানোর কথা জানানো হয় ৷ ওই নম্বরে রাজু বিস্তার ছবি দেখে বিজয়ের বিশ্বাস হয় এবং তিনি ওই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করে দেন ৷ তিনি ব্য়াঙ্কের রিলেশনশিপ ম্যানেজার বিনোদ গোয়েলকে ফোন করে তাড়াতাড়ি টাকাটি ট্রান্সফারের কথা জানান ৷ এর মধ্যে অপরাধীরাও ব্যাঙ্কের ওই ম্যানেজারকে ফোন করে নিজেকে সাংসদের পিএ কৃষ্ণা হিসেবে পরিচয় দেয় এবং দ্রুত 10 লক্ষ টাকা ট্রান্সফারে জোর দিতে থাকে ৷

ঠগবাজদের অ্যাকাউন্টে 9 লক্ষ 90 হাজার 972 টাকা ট্রান্সফারের পর তারা আরও টাকা দাবি করে ৷ এতেই বিজয় শঙ্করের সন্দেহ হয় ৷ তিনি সঙ্গে সঙ্গে পিএ কৃষ্ণাকে ফোন করে ঘটনাটি জানান ৷ তাতে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায় ৷ এবার বিজয় শঙ্কর ব্যাঙ্কের আধিকারিককে ফোন করে টাকা জালিয়াতির ঘটনা জানায় ৷ আর এই সময়ের মধ্যে ওই অপরাধীরা টাকাটি আরও একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় ৷ মধ্য জেলা সাইবার পুলিশ 24 মার্চ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরের সাহায্যে জালিয়াতদের সন্ধান চলছে ৷

আরও পড়ুন : Kolkata Police Cyber Crime : এবার সাইবার দস্যুদের কবলে স্বয়ং কলকাতা পুলিশের কনস্টেবল

দার্জিলিং, 12 মে : সাইবার অপরাধীদের থেকে রেহাই পেলেন না দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ৷ তাঁর কোম্পানি সূর্য রোশনি লিমিটেড থেকে 10 লক্ষ টাকা প্রতারণা করে তা অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে সাইবার অপরাধীরা ৷ পরে সেখানে থেকে অন্য একটি অ্যাকাউন্টে টাকা চালান করে সাইবার জালিয়াতরা (Darjeeling MP Raju Bista losses Rupees 10 Lakh in Cyber Fraud Crime) ৷

ঘটনার সূত্রপাত 23 মার্চ ৷ সাইবার অপরাধীরা কোম্পানির সিজিএমকে ফাঁদে ফেলে তাঁর কাছ থেকে 10 লক্ষ টাকা ট্রান্সফার করিয়ে নেয় ৷ সিজিএম (অ্যাকাউনটেন্ট) বিজয় শঙ্কর গুপ্তা 24 মার্চ সাইবার পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানান, 23 মার্চ বিকেল সাড়ে 5টা নাগাদ তাঁর হোয়্যাটসঅ্যাপে একটি ফোন আসে ৷ কিন্তু ফোনটি ধরার আগেই তা কেটে যায় ৷ এরপর বিজয় দেখেন মিসড কলের নম্বরে কোম্পানির এমডি তথা সাংসদ রাজু বিস্তার ছবি রয়েছে ৷ এর সঙ্গে 4-5টি মেসেজও এসেছে হোয়্যাটসঅ্যাপে ৷

আরও পড়ুন : Bank Fraudulent in Dum Dum : ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বিশ্বাস করে 37 লক্ষ টাকা খোয়ালেন প্রৌঢ়

মেসেজগুলি ইংরেজি ভাষায় লেখা ছিল ৷ যিনি ফোন করেছিলেন, তিনি নিজেকে সাংসদ পরিচয় দিয়ে বিজয় শঙ্করকে জানান এটি তাঁর ব্যক্তিগত ফোন নম্বর ৷ তিনি জরুরি বৈঠকে রয়েছেন, তাই তাঁকে যেন বিজয় ফোন না করেন ৷ মেসেজে সঙ্গে সঙ্গে 10 লক্ষ টাকা আরটিজিএস করে পাঠানোর কথা জানানো হয় ৷ ওই নম্বরে রাজু বিস্তার ছবি দেখে বিজয়ের বিশ্বাস হয় এবং তিনি ওই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করে দেন ৷ তিনি ব্য়াঙ্কের রিলেশনশিপ ম্যানেজার বিনোদ গোয়েলকে ফোন করে তাড়াতাড়ি টাকাটি ট্রান্সফারের কথা জানান ৷ এর মধ্যে অপরাধীরাও ব্যাঙ্কের ওই ম্যানেজারকে ফোন করে নিজেকে সাংসদের পিএ কৃষ্ণা হিসেবে পরিচয় দেয় এবং দ্রুত 10 লক্ষ টাকা ট্রান্সফারে জোর দিতে থাকে ৷

ঠগবাজদের অ্যাকাউন্টে 9 লক্ষ 90 হাজার 972 টাকা ট্রান্সফারের পর তারা আরও টাকা দাবি করে ৷ এতেই বিজয় শঙ্করের সন্দেহ হয় ৷ তিনি সঙ্গে সঙ্গে পিএ কৃষ্ণাকে ফোন করে ঘটনাটি জানান ৷ তাতে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায় ৷ এবার বিজয় শঙ্কর ব্যাঙ্কের আধিকারিককে ফোন করে টাকা জালিয়াতির ঘটনা জানায় ৷ আর এই সময়ের মধ্যে ওই অপরাধীরা টাকাটি আরও একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় ৷ মধ্য জেলা সাইবার পুলিশ 24 মার্চ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরের সাহায্যে জালিয়াতদের সন্ধান চলছে ৷

আরও পড়ুন : Kolkata Police Cyber Crime : এবার সাইবার দস্যুদের কবলে স্বয়ং কলকাতা পুলিশের কনস্টেবল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.