ETV Bharat / bharat

Dalit Youth Allegedly Tortured: দলিত যুবককে বেধড়ক মারধর, জোর করে মূত্রপান করানোর অভিযোগ সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে

অভিযুক্ত ওই দলিত যুবক জানায়, তাকে থানায় ডেকে আনা হয়েছিল ৷ সে এক মহিলার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত ৷ তারপর এসআই তাকে বেধড়ক মারধর করেন ৷ মারতে মারতে তাকে জোর করে মূত্রপান করতে বলে।

author img

By

Published : Aug 19, 2023, 11:25 PM IST

Etv Bharat
Etv Bharat

কাদিম (অন্ধ্রপ্রদেশ), 19 অগস্ট: অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীতে থানার ভিতর দলিত যুবকের উপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠল এসআই'য়ের বিরুদ্ধে ৷ এক মহিলার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত ওই দলিত যুবক জানায়, তাকে থানায় ডেকে আনা হয়েছিল ৷ তারপর এসআই তাকে বেধড়ক মারধর করেন ৷ মারতে মারতে তাকে জোর করে মূত্রপান করতে বলে। ছাগাল্লু মণ্ডলের কুনকুদুপল্লির ওই দলিত অভিযোগ করে জানায়, চলতি মাসের 17 তারিখে সিনিয়র ইন্সপেক্টর তাকে স্টেশনে নিয়ে এসে নিখোঁজ মহিলার মামলায় বেধড়ক মারধর করেন।

সে অভিযোগ করে আরও বলে, মামলার প্রকৃত তদন্তের পরিবর্তে থানার এসআই তাকে বিনা কারণে মারধর করেন। পুলিশ স্টেশনে সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সে জানায় তার তেষ্টা পেলে জলের পরিবর্তে মূত্রপান করতে বলে ৷ তাকে এত মারধর করা হয় যে তারপর অচৈতন্য হয়ে পড়ে ৷ এখানেই শেষ নয়, ওই এসআই তাকে জ্ঞান আসার পর এবং মহিলার নিখোঁজ মামলায় জড়িত থাকার কথা স্বীকার করতে বলেন ৷ সে রাজি না-হওয়ায় ফের মারধর করে বলে অভিযোগ।

তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য রাজামহেন্দ্রভরম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাকে সম্প্রতি ছেড়ে দেওয়া হয়। ওই যুবকের স্ত্রী জানান, মাঝরাতে তার স্বামীকে পুলিশ তুলে নিয়ে যায়। পুলিশ তাকে জোর করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিতে বলে ৷ তিনি ওই এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মুপাল্লা সুব্বারাও জানান, পুলিশ দলিত যুবকদের বিরুদ্ধে যা করেছে তার জন্য ওই এসআই শিবাজীকে চাকরি থেকে অপসারণ করতে হবে ৷ এ নিয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এএসপি রাজামহেন্দ্রভারম রাজানি হাসপাতালে অভিযুক্তকে দেখতে যাওয়া হয় এবং তার বক্তব্য রেকর্ড করা হয় ৷

আরও পড়ুন: বিক্রি করতে না-পেরে সদ্যজাতকে খুন করে মাটিতে পুঁতে দিল বাবা

কাদিম (অন্ধ্রপ্রদেশ), 19 অগস্ট: অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীতে থানার ভিতর দলিত যুবকের উপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠল এসআই'য়ের বিরুদ্ধে ৷ এক মহিলার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত ওই দলিত যুবক জানায়, তাকে থানায় ডেকে আনা হয়েছিল ৷ তারপর এসআই তাকে বেধড়ক মারধর করেন ৷ মারতে মারতে তাকে জোর করে মূত্রপান করতে বলে। ছাগাল্লু মণ্ডলের কুনকুদুপল্লির ওই দলিত অভিযোগ করে জানায়, চলতি মাসের 17 তারিখে সিনিয়র ইন্সপেক্টর তাকে স্টেশনে নিয়ে এসে নিখোঁজ মহিলার মামলায় বেধড়ক মারধর করেন।

সে অভিযোগ করে আরও বলে, মামলার প্রকৃত তদন্তের পরিবর্তে থানার এসআই তাকে বিনা কারণে মারধর করেন। পুলিশ স্টেশনে সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সে জানায় তার তেষ্টা পেলে জলের পরিবর্তে মূত্রপান করতে বলে ৷ তাকে এত মারধর করা হয় যে তারপর অচৈতন্য হয়ে পড়ে ৷ এখানেই শেষ নয়, ওই এসআই তাকে জ্ঞান আসার পর এবং মহিলার নিখোঁজ মামলায় জড়িত থাকার কথা স্বীকার করতে বলেন ৷ সে রাজি না-হওয়ায় ফের মারধর করে বলে অভিযোগ।

তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য রাজামহেন্দ্রভরম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাকে সম্প্রতি ছেড়ে দেওয়া হয়। ওই যুবকের স্ত্রী জানান, মাঝরাতে তার স্বামীকে পুলিশ তুলে নিয়ে যায়। পুলিশ তাকে জোর করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিতে বলে ৷ তিনি ওই এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মুপাল্লা সুব্বারাও জানান, পুলিশ দলিত যুবকদের বিরুদ্ধে যা করেছে তার জন্য ওই এসআই শিবাজীকে চাকরি থেকে অপসারণ করতে হবে ৷ এ নিয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এএসপি রাজামহেন্দ্রভারম রাজানি হাসপাতালে অভিযুক্তকে দেখতে যাওয়া হয় এবং তার বক্তব্য রেকর্ড করা হয় ৷

আরও পড়ুন: বিক্রি করতে না-পেরে সদ্যজাতকে খুন করে মাটিতে পুঁতে দিল বাবা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.