ETV Bharat / bharat

Dalit Woman Murdered: আটাকলের ভিতর থেকে উদ্ধার দলিত মহিলার ক্ষতবিক্ষত দেহ, গণধর্ষণ করে খুনের অভিযোগ - Dalit Woman Murdered

Dalit Woman Gang-raped and Murdered: গ্রামের আটাকলের ঘরের ভিতর থেকে উদ্ধার হল দলিত মহিলার ক্ষতবিক্ষত দেহ ৷ পরিবারের অভিযোগ, গণধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে ৷ উত্তরপ্রদেশের বান্দার ঘটনা ৷ ঠিক কী হয়েছিল ?

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 12:19 PM IST

বান্দা (উত্তরপ্রদেশ), 2 নভেম্বর: দলিত মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ৷ বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দায় ৷ গ্রামেরই এক গম ভাঙানোর মেশিনের কাছে এক মহিলার মৃতদেহ দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারপর মহিলার পচা-গলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ এই ঘটনায় মৃতের পরিবারের সদস্যরা গ্রামেরই তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ ৷

এই ঘটনায় আটার চাকীর মালিক রাজকুমার জানান, পুরো বিষয়টি বান্দা জেলার গিরাবন থানা এলাকার একটি গ্রামের ঘটনা ৷ মঙ্গলবার 40 বছর বয়সি এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় আটাকলের ঘরের ভিতর থেকে ৷ এ দিকে, মহিলার মৃতদেহ পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ ঘটনাস্থলে ভিড় জমান গ্রামবাসীরা ৷

তবে বিষয়টি নিয়ে রাজকুমার পুলিশকে জানিয়েছেন, আটাকল চলাকালীন মহিলার শাড়ি মেশিনের বেল্টে আটকে যায় ৷ যার ফলে এহেন যন্ত্রণাদায়ক মৃত্যু হয় তাঁর ৷ যদিও নিহত মহিলার মেয়ে জানান, তিনি আটাকলে পৌঁছে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ ছিল ৷ তিনি চিৎকার করলেও কর্মকর্তারা তাঁকে ছাড়েননি ৷ এরপর তিনি কোনওক্রমে ভিতরে পৌঁছে দেখেন মায়ের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে ৷ তাঁর মাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগে জানান তিনি ৷ মৃতার মেয়ের বলেন, এখানে 5 থেকে 6 জন গণধর্ষণ করে তাঁকে হত্যা করেছে ৷ সকলেই মদ্যপ ছিল ৷

এই ঘটনার পর নিহত মহিলার পরিবারের সদস্য ও গ্রামবাসী-সহ দলিত সংগঠনের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, আটাকলে আটকে মৃত্যু হয়েছে ওই মহিলার ৷ এই ঘটনায় সিও নীতিন কুমার জানান, এক মহিলা বাসিন্দা গ্রামেরই একটি আটাকলের দোকানে কাজ করতেন ৷ পরিষ্কার করার সময় মেশিনের বেল্টে আটকে যান তিনি ৷ যার ফলে তাঁর মৃত্যু হয় ৷ ফরেনসিক দল ডেকে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ পাশাপাশি মহিলার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত করছে ।

আরও পড়ুন : মূক ও বধির নাবালিকাকে 'গণধর্ষণ', গ্রেফতার 1; পলাতক 2

বান্দা (উত্তরপ্রদেশ), 2 নভেম্বর: দলিত মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ৷ বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দায় ৷ গ্রামেরই এক গম ভাঙানোর মেশিনের কাছে এক মহিলার মৃতদেহ দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারপর মহিলার পচা-গলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ এই ঘটনায় মৃতের পরিবারের সদস্যরা গ্রামেরই তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ ৷

এই ঘটনায় আটার চাকীর মালিক রাজকুমার জানান, পুরো বিষয়টি বান্দা জেলার গিরাবন থানা এলাকার একটি গ্রামের ঘটনা ৷ মঙ্গলবার 40 বছর বয়সি এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় আটাকলের ঘরের ভিতর থেকে ৷ এ দিকে, মহিলার মৃতদেহ পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ ঘটনাস্থলে ভিড় জমান গ্রামবাসীরা ৷

তবে বিষয়টি নিয়ে রাজকুমার পুলিশকে জানিয়েছেন, আটাকল চলাকালীন মহিলার শাড়ি মেশিনের বেল্টে আটকে যায় ৷ যার ফলে এহেন যন্ত্রণাদায়ক মৃত্যু হয় তাঁর ৷ যদিও নিহত মহিলার মেয়ে জানান, তিনি আটাকলে পৌঁছে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ ছিল ৷ তিনি চিৎকার করলেও কর্মকর্তারা তাঁকে ছাড়েননি ৷ এরপর তিনি কোনওক্রমে ভিতরে পৌঁছে দেখেন মায়ের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে ৷ তাঁর মাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগে জানান তিনি ৷ মৃতার মেয়ের বলেন, এখানে 5 থেকে 6 জন গণধর্ষণ করে তাঁকে হত্যা করেছে ৷ সকলেই মদ্যপ ছিল ৷

এই ঘটনার পর নিহত মহিলার পরিবারের সদস্য ও গ্রামবাসী-সহ দলিত সংগঠনের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, আটাকলে আটকে মৃত্যু হয়েছে ওই মহিলার ৷ এই ঘটনায় সিও নীতিন কুমার জানান, এক মহিলা বাসিন্দা গ্রামেরই একটি আটাকলের দোকানে কাজ করতেন ৷ পরিষ্কার করার সময় মেশিনের বেল্টে আটকে যান তিনি ৷ যার ফলে তাঁর মৃত্যু হয় ৷ ফরেনসিক দল ডেকে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ পাশাপাশি মহিলার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত করছে ।

আরও পড়ুন : মূক ও বধির নাবালিকাকে 'গণধর্ষণ', গ্রেফতার 1; পলাতক 2

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.