ETV Bharat / bharat

Dalit Wedding Procession:মহার্ঘ বাইক উপহার, 'উচ্চবর্ণের হামলা রুখতে' দলিতের মেয়ের বিয়েতে কড়া পুলিশি নিরাপত্তা - উচ্চবর্ণের হামলা রুখতে

দলিত পরিবারের মেয়ের বিয়ে ঘিরে বেনজির নিরাপত্তা ব্যবস্থা করতে হল পুলিশকে। হামলা রুখতে ওড়াতে হল ড্রোন । পরিবারের দাবি, বিয়ের উপহারে দামি মোটর বাইক দিতে চাওয়াতেই বিপত্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police launched a probe on the matter)

Dalit Wedding Procession
দলিত বিয়ে ঘিরে কড়া নিরাপত্তা উত্তরপ্রদেশে
author img

By

Published : Feb 9, 2023, 7:13 AM IST

সম্বল (উত্তরপ্রদেশ), 9 ফেব্রুয়ারি: গ্রামে নির্বাচন ছিল না-সেদিন । ছিল না-কোনও বড় মাপের সরকারি অনুষ্ঠান । নেতা-মন্ত্রী থেকে শুরু করে আমলাদের নিরাপত্তা দিতে পুলিশকে হিমশিম খেতে হবে এমন কোনও পরিস্থিতিও ছিল না । কিন্তু শেষমেশ মশা মারতে কার্যত কামানই দাগতে হল। দলিত পরিবারের মেয়ের বিয়ের শোভাযাত্রা নির্বিঘ্নে সারতে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। গোটা যাত্রাপথ ঘিরে রাখল সশস্ত্র পুলিশ। শুধু তাই নয়, ড্রোন উড়িয়ে গ্রাম এবং তার আশপাশের পরিস্থিতি নজরে রাখা হল (Procession of Dalit daughter wedding taken out under police surveillance)।

কিন্তু একটা বিয়ের জন্য এত ব্যবস্থা করতে হল কেন? স্থানীয় বাসিন্দা ঋষিপাল বাল্মিকী এবং তাঁর শীলাদেবীর দাবি, মেয়ের বিয়েতে মহার্ঘ মোটর সাইকেল উপহার দেবেন ঠিক করেছিলেন বলেই গোলমালের সূত্রপাত। গ্রামের তথাকথিত উচ্চবর্গের লোকজন এসে বলে যায়, বিয়েতে এত দামি উপহার দিলে ফল ভালো হবে না। তাদের যুক্তি দলিতদের বিয়েতে এই ধরনের উপহার মানায় না। দামি মোটর বাইক বা এই ধরনের সবকিছুর উপর শুধু তাদেরই অধিকার আছে ।

পরিবারের অভিযোগ, গ্রাম এবং তার আশপাশের কয়েকজন বাসিন্দা ক্রমাগত হুমকি দিচ্ছিল। বলেছিল, নিষেধ অমান্য করে যদি বিয়েতে এত দামি উপহার দেওয়া হয় তাহলে শোভাযাত্রার উপর হামলা হবে । ইটের আঘাতে আহত হওয়ার আশঙ্কাও থাকবে পুরোমাত্রায়। অতএব ভালো চাইলে মোটর বাইক উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে ।

সাংবাদিকদের শীলাদেবী বলেন, "আমরাই এই গ্রামের একমাত্র দলিত পরিবার । মেয়ের বিয়ের জন্য মোটর বাইক কেনার পর থেকেই হুমকি আসতে শুরু করল। একপ্রকার বাধ্য হয়েই পুলিশের সাহায্য নিয়েছিলাম। সাহায্য করেছিলেন এক প্রাক্তন মন্ত্রীও। শেষমেশ সবকিছু ভালো ভাবে মিটে গিয়েছে ।" পুলিশি ব্যবস্থা না-হয় হল কিন্তু এই ধরনের হুমকি কেন দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে স্থানীয় এসপি চক্রেশ মিশ্র বলেন, "যাঁরা হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি । তবে এখনও অন্য কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন: বিবাহিত মহিলার সঙ্গে প্রেম, অপহরণের অভিযোগে ধৃত বিজেপি নেতা

সম্বল (উত্তরপ্রদেশ), 9 ফেব্রুয়ারি: গ্রামে নির্বাচন ছিল না-সেদিন । ছিল না-কোনও বড় মাপের সরকারি অনুষ্ঠান । নেতা-মন্ত্রী থেকে শুরু করে আমলাদের নিরাপত্তা দিতে পুলিশকে হিমশিম খেতে হবে এমন কোনও পরিস্থিতিও ছিল না । কিন্তু শেষমেশ মশা মারতে কার্যত কামানই দাগতে হল। দলিত পরিবারের মেয়ের বিয়ের শোভাযাত্রা নির্বিঘ্নে সারতে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। গোটা যাত্রাপথ ঘিরে রাখল সশস্ত্র পুলিশ। শুধু তাই নয়, ড্রোন উড়িয়ে গ্রাম এবং তার আশপাশের পরিস্থিতি নজরে রাখা হল (Procession of Dalit daughter wedding taken out under police surveillance)।

কিন্তু একটা বিয়ের জন্য এত ব্যবস্থা করতে হল কেন? স্থানীয় বাসিন্দা ঋষিপাল বাল্মিকী এবং তাঁর শীলাদেবীর দাবি, মেয়ের বিয়েতে মহার্ঘ মোটর সাইকেল উপহার দেবেন ঠিক করেছিলেন বলেই গোলমালের সূত্রপাত। গ্রামের তথাকথিত উচ্চবর্গের লোকজন এসে বলে যায়, বিয়েতে এত দামি উপহার দিলে ফল ভালো হবে না। তাদের যুক্তি দলিতদের বিয়েতে এই ধরনের উপহার মানায় না। দামি মোটর বাইক বা এই ধরনের সবকিছুর উপর শুধু তাদেরই অধিকার আছে ।

পরিবারের অভিযোগ, গ্রাম এবং তার আশপাশের কয়েকজন বাসিন্দা ক্রমাগত হুমকি দিচ্ছিল। বলেছিল, নিষেধ অমান্য করে যদি বিয়েতে এত দামি উপহার দেওয়া হয় তাহলে শোভাযাত্রার উপর হামলা হবে । ইটের আঘাতে আহত হওয়ার আশঙ্কাও থাকবে পুরোমাত্রায়। অতএব ভালো চাইলে মোটর বাইক উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে ।

সাংবাদিকদের শীলাদেবী বলেন, "আমরাই এই গ্রামের একমাত্র দলিত পরিবার । মেয়ের বিয়ের জন্য মোটর বাইক কেনার পর থেকেই হুমকি আসতে শুরু করল। একপ্রকার বাধ্য হয়েই পুলিশের সাহায্য নিয়েছিলাম। সাহায্য করেছিলেন এক প্রাক্তন মন্ত্রীও। শেষমেশ সবকিছু ভালো ভাবে মিটে গিয়েছে ।" পুলিশি ব্যবস্থা না-হয় হল কিন্তু এই ধরনের হুমকি কেন দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে স্থানীয় এসপি চক্রেশ মিশ্র বলেন, "যাঁরা হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি । তবে এখনও অন্য কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন: বিবাহিত মহিলার সঙ্গে প্রেম, অপহরণের অভিযোগে ধৃত বিজেপি নেতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.