ETV Bharat / bharat

Ladakh Visit: ভারত-চিন সামরিক বৈঠকের আবহে লাদাখ সফরে দলাই লামা - dalai lama to visit ladakh tomorrow

4 বছর পর লাদাখ যাচ্ছেন দলাই লামা ৷ ধর্মশালা থেকে বৃহস্পতিবারই জম্মু পৌঁছন তিনি (Dalai Lama on his way to Ladakh) ৷ লাদাখ যাবেন শুক্রবার ৷ এদিকে ভারত এবং চিনের মধ্যে সীমান্তের উত্তেজনা নিয়ে সামরিক পর্যায়ে বৈঠকও হয়েছে ৷ এই পরিস্থিতিতে লাদাখ যাচ্ছেন তিনি ৷

Dalai Lama goes for Ladakh
দালাই লামার লাদাখ সফর
author img

By

Published : Jul 14, 2022, 7:42 PM IST

ধর্মশালা, 14 জুলাই: লাদাখ সফরে যাচ্ছেন দলাই লামা ৷ ধর্মশালা থেকে বৃহস্পতিবার জম্মু পৌঁছন বৌদ্ধ ধর্মগুরু ৷ শুক্রবার তাঁর লাদাখ যাওয়ার কথা ৷ এখন দলাই লামার লাদাখ সফর নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Dalai Lama to visit Ladakh tomorrow) ৷ সীমান্ত সমস্যার নানা দিক নিয়ে ভারত এবং চিনের মধ্যে সামরিক পর্যায়ে নিয়মিত বৈঠক চলছে ৷ ইতিমধ্যে 16বার বৈঠকে বসেছে দু'পক্ষ ৷ শেষ বৈঠকটি হয়েছে অতি সম্প্রতি ৷ এমতাবস্থায় দলাই লামার লাদাখ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ ৷

এর আগে 2018 সালে লাদাখ গিয়েছিলেন দলাই লামা ৷ তারপর সামগ্রিক পরিস্থিতিতেই বিরাট বদল এসেছে ৷ এখন লাদাখ একটি কেন্দ্র শাসিত অঞ্চল ৷ পাশাপাশি ভারত এবং চিনের মধ্যে সম্পর্কও অন্য মাত্রা পেয়েছে ৷ 2020 সালের জুন মাসে সীমান্তে উত্তেজনা দেখা দেয় (India- China border tension) ৷ ধীরে ধীরে সেই উত্তেজনা প্রশমিতও হতে থাকে ৷ এই পরিস্থিতিতে লাদাখ যাচ্ছেন দলাই লামা ৷

তাঁকে কেন্দ্র করে মাত্র কয়েকদিন আগেই চাপ বাড়ানোর কৌশল নিয়েছিল চিন ৷ তাঁর জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানানোয় সমালোচনা করে চিন ৷ 6 জুলাই 87 বছরে পা-দিয়েছেন তিনি (PM Modi greets Dalai Lama on his birthday) ৷ সেদিন গোটা দুনিয়ার তিব্বতিরা ধর্মশুরুর জন্মদিনে মেতে ওঠেন ৷ তিব্বতের নির্বাসিত সরকারের তরফে ধর্মশালাতেই তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

আরও পড়ুন: 'উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ-পশ্চিমবঙ্গ সবই সমান', বাংলা-ভাগ প্রসঙ্গে সতর্কবার্তা মমতার

1935 সালের 6 জুলাই দলাই লামার জন্ম এক কৃষক পরিবারে ৷ ছোট থেকেই আধ্যাত্মিকতায় আকর্ষিত হন ৷ ধীরে ধীরে বহু মানুষের মুক্তির দিশা হয়ে ওঠেন ৷ চিনের 'অ-গণতান্ত্রিক' থেকে শুরু করে 'অ-মানবিক' আচরণের বিরুদ্ধে সারা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন দলাই লামা ৷ এ সবের বিরুদ্ধে লড়াই করা জীবনের বেশিরভাগ সময়টাই নির্বাসনে থাকতে হয়েছে তাঁকে ৷ তবু ন্যায় বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন ৷ আর তার জন্যই তিনি বিশ্ব শান্তির প্রতীক হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন ৷ অশান্ত পৃথিবীতে তিনি অহিংসার আদি ও অকৃত্রিম প্রতীক ৷ তিব্বতের স্বাধীনতার জন্য নিরন্তর পরিশ্রম করে আন্তর্জাতিক মহলে সমর্থনও পেয়েছেন ৷ বেজিংয়ের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবেই তাঁকে মনে রাখবে মানবসভ্যতা ৷

ধর্মশালা, 14 জুলাই: লাদাখ সফরে যাচ্ছেন দলাই লামা ৷ ধর্মশালা থেকে বৃহস্পতিবার জম্মু পৌঁছন বৌদ্ধ ধর্মগুরু ৷ শুক্রবার তাঁর লাদাখ যাওয়ার কথা ৷ এখন দলাই লামার লাদাখ সফর নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Dalai Lama to visit Ladakh tomorrow) ৷ সীমান্ত সমস্যার নানা দিক নিয়ে ভারত এবং চিনের মধ্যে সামরিক পর্যায়ে নিয়মিত বৈঠক চলছে ৷ ইতিমধ্যে 16বার বৈঠকে বসেছে দু'পক্ষ ৷ শেষ বৈঠকটি হয়েছে অতি সম্প্রতি ৷ এমতাবস্থায় দলাই লামার লাদাখ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ ৷

এর আগে 2018 সালে লাদাখ গিয়েছিলেন দলাই লামা ৷ তারপর সামগ্রিক পরিস্থিতিতেই বিরাট বদল এসেছে ৷ এখন লাদাখ একটি কেন্দ্র শাসিত অঞ্চল ৷ পাশাপাশি ভারত এবং চিনের মধ্যে সম্পর্কও অন্য মাত্রা পেয়েছে ৷ 2020 সালের জুন মাসে সীমান্তে উত্তেজনা দেখা দেয় (India- China border tension) ৷ ধীরে ধীরে সেই উত্তেজনা প্রশমিতও হতে থাকে ৷ এই পরিস্থিতিতে লাদাখ যাচ্ছেন দলাই লামা ৷

তাঁকে কেন্দ্র করে মাত্র কয়েকদিন আগেই চাপ বাড়ানোর কৌশল নিয়েছিল চিন ৷ তাঁর জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানানোয় সমালোচনা করে চিন ৷ 6 জুলাই 87 বছরে পা-দিয়েছেন তিনি (PM Modi greets Dalai Lama on his birthday) ৷ সেদিন গোটা দুনিয়ার তিব্বতিরা ধর্মশুরুর জন্মদিনে মেতে ওঠেন ৷ তিব্বতের নির্বাসিত সরকারের তরফে ধর্মশালাতেই তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

আরও পড়ুন: 'উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ-পশ্চিমবঙ্গ সবই সমান', বাংলা-ভাগ প্রসঙ্গে সতর্কবার্তা মমতার

1935 সালের 6 জুলাই দলাই লামার জন্ম এক কৃষক পরিবারে ৷ ছোট থেকেই আধ্যাত্মিকতায় আকর্ষিত হন ৷ ধীরে ধীরে বহু মানুষের মুক্তির দিশা হয়ে ওঠেন ৷ চিনের 'অ-গণতান্ত্রিক' থেকে শুরু করে 'অ-মানবিক' আচরণের বিরুদ্ধে সারা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন দলাই লামা ৷ এ সবের বিরুদ্ধে লড়াই করা জীবনের বেশিরভাগ সময়টাই নির্বাসনে থাকতে হয়েছে তাঁকে ৷ তবু ন্যায় বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন ৷ আর তার জন্যই তিনি বিশ্ব শান্তির প্রতীক হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন ৷ অশান্ত পৃথিবীতে তিনি অহিংসার আদি ও অকৃত্রিম প্রতীক ৷ তিব্বতের স্বাধীনতার জন্য নিরন্তর পরিশ্রম করে আন্তর্জাতিক মহলে সমর্থনও পেয়েছেন ৷ বেজিংয়ের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবেই তাঁকে মনে রাখবে মানবসভ্যতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.