কাংড়া (হিমাচল প্রদেশ), 19 ডিসেম্বর: তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামা (Dalai Lama) সোমবার জানিয়েছেন যে ভারত একটি নিখুঁত জায়গা ৷ আর তাঁর স্থায়ী বাসস্থান৷ এবং তিনি ভারতকে পছন্দ করেন ।
হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কাংড়া বিমানবন্দরে তাওয়াংয়ের সংঘর্ষ নিয়ে এক প্রশ্নের জবাবে দালাই লামা বলেন, "সাধারণ ভাবে বলতে গেলে এখন অনেক কিছু বদলাচ্ছে৷ পরিস্থিতির উন্নতি হচ্ছে ৷ আমি মনে করি ইউরোপ ও আফ্রিকা এবং এশিয়াতেও পরিস্থিতির বদল হচ্ছে । এখন চিনও আরও অনেক নমনীয় হয়েছে । কিন্তু চিনে (China) ফিরে যাওয়ার কোনও মানে নেই ।’’ তখনই তিনি জানান যে ভারতে বিশেষ করে পণ্ডিত নেহরুর পছন্দের কাংড়াতে থাকতেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন ৷ তাই তিনি বলেছেন, ‘‘এই জায়গাটা আমার স্থায়ী বাসস্থান । এটা খুবই সঠিক জায়গা । ধন্যবাদ ।"
গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang Sector) প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনা সেনার মধ্যে সংঘর্ষ হয় (India-China Faceoff) ৷ তারই প্রেক্ষিতে এই মত প্রকাশ করেন দলাই লামা ৷ একই সঙ্গে নিজের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে তিনি জানিয়েছেন যে প্রাথমিক ধরনের শারীরিক অবস্থার কোনও সমস্যা নেই । বামদিকের কাঁধের উপর সামান্য ব্যথা রয়েছে ৷ আর কোনও সমস্যা নেই ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, ওই সংঘর্ষ নিয়ে হইচই শুরু হয়েছে ৷ বিজেপি (BJP) বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন ৷ চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এই নিয়ে ইতিমধ্যে সংসদে বিবৃতি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷
তিনি বলেছেন, ‘‘9 ডিসেম্বর, 2022, চিনা পিএলএ-র সৈন্যরা তাওয়াং সেক্টরের ইয়াংতসে এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করার চেষ্টা করেছিল এবং একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তন করেছিল । আমাদের সৈন্যরা দৃঢ়তার সঙ্গে চিনের প্রচেষ্টাকে প্রতিহত করেছে । দু’পক্ষের মধ্য়ে সংর্ঘষ হয় ৷ ভারতীয় সেনাবাহিনী (Indian Army) সাহসিকতার সঙ্গে পিএলএকে আমাদের ভূখণ্ডে প্রবেশ করতে বাধা দেয় এবং তাদের তাদের পোস্টে ফিরে যেতে বাধ্য করে ।’’
তিনি আরও জানিয়েছিলেন যে এই সংঘর্ষে দু’পক্ষের কয়েকজন অল্পবিস্তর আহত হন ৷ সেনার আধিকারিকদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় ৷ পরে 11 ডিসেম্বর দুই দেশের কমান্ডার পর্যায়ের বৈঠক হয় ৷
আরও পড়ুন: তাওয়াং সেক্টরে ভারত-চিন সংঘর্ষে প্রাণহানি ঘটেনি, লোকসভায় বিবৃতি রাজনাথের