ETV Bharat / bharat

Dalai Lama Apologises: শিশুকে ঠোঁটে চুম্বন ! ক্ষমা চাইলেন দলাই লামা, তাঁর আচরণের সপক্ষে যুক্তি দিলেন ভক্তরা

author img

By

Published : Apr 10, 2023, 2:21 PM IST

Updated : Apr 10, 2023, 3:04 PM IST

শিশুকে ঠোঁটে চুম্বনের অভিযোগে সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন দলাই লামা ৷ তাঁর সেই আচরণের সপক্ষে যুক্তি দিয়ে বিবৃতি দিলেন ভক্তরা ৷

Dalai Lama Apologises ETV Bharat
দলাই লামা

ধরমশালা (হিমাচল প্রদেশ), 10 এপ্রিল: এক শিশুকে ঠোঁটে চুম্বন করেছেন ! সেই শিশুকে তাঁর 'জিভ চুষতে' বলেছেন দলাই লামা ! সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর এমনই অভিযোগ ওঠে বৌদ্ধ ধর্মগুরুর বিরুদ্ধে ৷ বিভিন্ন মহলে ওঠে নিন্দার ঝড় ৷ রবিবার এই নিয়ে দিনভর সমালোচিত হওয়ার পরে, সরাসরি ক্ষমা চেয়ে নিলেন দলাই লামা ৷ ওই শিশু ও তার পরিবারের কাছে তাঁর ক্ষমা প্রার্থনার বিবৃতি পোস্ট করা হয়েছে ধর্মগুরুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ৷ তাঁর ভক্তদের দাবি, অনেক সময়ই ভক্তদের সঙ্গে এমন নিস্পাপ ও মজার আচরণ করে থাকেন দলাই লামা ৷

দলাই লামার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এবং ফেসবুকের পাতায় ক্ষমাপ্রার্থনা করে একটি বিবৃতি পোস্ট করা হয়েছে ৷ সেখানে লেখা আছে, "একটি ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে যে, সম্প্রতি একটি অল্পবয়স্ক ছেলের সঙ্গে দেখা করার সময় দালাই লামা তাকে আলিঙ্গন করতে বলেছেন ৷ তাঁর কথার কারণে যে আঘাত লেগেছে, তার জন্য ছেলেটি এবং তার পরিবারের কাছে, সেইসঙ্গে বিশ্বজুড়ে তাঁর অনেক বন্ধুর কাছে তিনি ক্ষমাপ্রার্থী ৷"

ক্ষমা চাওয়ার পাশাপাশি ধর্মগুরুর আচরণের সপক্ষে যুক্তি দিয়ে তাঁর ভক্তদের দল লিখেছে, "মহামহিম প্রায়শই এমন ভাবে লোকেদের খেপানোর (টিজ করা) জন্য, যাঁদের সঙ্গে দেখা করেন, তাঁদের সঙ্গে এমন নিস্পাপ ও মজাদার আচরণ করে থাকেন, এমনকী প্রকাশ্যে এবং ক্যামেরার সামনেও তা করেন ৷ এই ঘটনার জন্য তিনি অনুতপ্ত ৷"

এই ঘটনা নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয় ৷ দলাই লামা একজন ধর্মগুরু এবং প্রকাশ্যে ঠোঁটে চুম্বন এখানে কখনওই গ্রহণযোগ্য নয় ৷ শিশুদের চুম্বনের ক্ষেত্রে আদর করে গালে চুম্বনের চল থাকলেও ঠোঁটে চুম্বনকে সমাজের অনেকেই ভালো চোখে দেখেন না ৷ ভাইরাল হওয়া ভিডিয়োটি যেহেতু দলাই লামার মতো একজন ধর্মগুরু এবং এক নাবালককে ঘিরে, তাই এই ভিডিয়ো তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে নেট নাগরিকদের মধ্যে ৷ অনেকেই এই কাজকে 'জঘন্য' এবং 'লজ্জাজনক' বলে নিন্দা করেছেন ।

দালাই লামা একজন অত্যন্ত সম্মানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, যিনি সারা বিশ্বের বৌদ্ধদের কাছে দেবতার দূত হিসেবে বিবেচিত হন ৷ এই ঘটনার পর তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ ৷ একটি শিশুর প্রতি কী ধরনের আচরণ করা উচিত, সে বিষয়ে প্রত্যেকের সচেতন হওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন অনেকে ৷

এই ঘটনা সম্পর্কে একজন নেটিজেন লিখেছেন, "একদম অনাকাঙ্খিত এবং অত্যন্ত অনুপযুক্ত । এই ধরনের আচরণের জন্য কোনও অজুহাত নেই ৷ বিশেষ করে এমন একজনের কাছ থেকে যিনি এই ধরনের পদে আছেন এবং তাঁদের জানা উচিত যে, আমাদের তরুণরা পবিত্রতা জানে । বেশি জ্ঞানের সঙ্গে আরও বড় দায়িত্ব আসা উচিত ! লজ্জাজনক ৷"

আরও পড়ুন: ছোট্ট ছেলেকে নিজের 'জিভ চুষতে' বললেন দলাই লামা ! ভাইরাল ভিডিয়োয় বিতর্কের ঝড়

ধরমশালা (হিমাচল প্রদেশ), 10 এপ্রিল: এক শিশুকে ঠোঁটে চুম্বন করেছেন ! সেই শিশুকে তাঁর 'জিভ চুষতে' বলেছেন দলাই লামা ! সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর এমনই অভিযোগ ওঠে বৌদ্ধ ধর্মগুরুর বিরুদ্ধে ৷ বিভিন্ন মহলে ওঠে নিন্দার ঝড় ৷ রবিবার এই নিয়ে দিনভর সমালোচিত হওয়ার পরে, সরাসরি ক্ষমা চেয়ে নিলেন দলাই লামা ৷ ওই শিশু ও তার পরিবারের কাছে তাঁর ক্ষমা প্রার্থনার বিবৃতি পোস্ট করা হয়েছে ধর্মগুরুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ৷ তাঁর ভক্তদের দাবি, অনেক সময়ই ভক্তদের সঙ্গে এমন নিস্পাপ ও মজার আচরণ করে থাকেন দলাই লামা ৷

দলাই লামার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এবং ফেসবুকের পাতায় ক্ষমাপ্রার্থনা করে একটি বিবৃতি পোস্ট করা হয়েছে ৷ সেখানে লেখা আছে, "একটি ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে যে, সম্প্রতি একটি অল্পবয়স্ক ছেলের সঙ্গে দেখা করার সময় দালাই লামা তাকে আলিঙ্গন করতে বলেছেন ৷ তাঁর কথার কারণে যে আঘাত লেগেছে, তার জন্য ছেলেটি এবং তার পরিবারের কাছে, সেইসঙ্গে বিশ্বজুড়ে তাঁর অনেক বন্ধুর কাছে তিনি ক্ষমাপ্রার্থী ৷"

ক্ষমা চাওয়ার পাশাপাশি ধর্মগুরুর আচরণের সপক্ষে যুক্তি দিয়ে তাঁর ভক্তদের দল লিখেছে, "মহামহিম প্রায়শই এমন ভাবে লোকেদের খেপানোর (টিজ করা) জন্য, যাঁদের সঙ্গে দেখা করেন, তাঁদের সঙ্গে এমন নিস্পাপ ও মজাদার আচরণ করে থাকেন, এমনকী প্রকাশ্যে এবং ক্যামেরার সামনেও তা করেন ৷ এই ঘটনার জন্য তিনি অনুতপ্ত ৷"

এই ঘটনা নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয় ৷ দলাই লামা একজন ধর্মগুরু এবং প্রকাশ্যে ঠোঁটে চুম্বন এখানে কখনওই গ্রহণযোগ্য নয় ৷ শিশুদের চুম্বনের ক্ষেত্রে আদর করে গালে চুম্বনের চল থাকলেও ঠোঁটে চুম্বনকে সমাজের অনেকেই ভালো চোখে দেখেন না ৷ ভাইরাল হওয়া ভিডিয়োটি যেহেতু দলাই লামার মতো একজন ধর্মগুরু এবং এক নাবালককে ঘিরে, তাই এই ভিডিয়ো তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে নেট নাগরিকদের মধ্যে ৷ অনেকেই এই কাজকে 'জঘন্য' এবং 'লজ্জাজনক' বলে নিন্দা করেছেন ।

দালাই লামা একজন অত্যন্ত সম্মানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, যিনি সারা বিশ্বের বৌদ্ধদের কাছে দেবতার দূত হিসেবে বিবেচিত হন ৷ এই ঘটনার পর তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ ৷ একটি শিশুর প্রতি কী ধরনের আচরণ করা উচিত, সে বিষয়ে প্রত্যেকের সচেতন হওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন অনেকে ৷

এই ঘটনা সম্পর্কে একজন নেটিজেন লিখেছেন, "একদম অনাকাঙ্খিত এবং অত্যন্ত অনুপযুক্ত । এই ধরনের আচরণের জন্য কোনও অজুহাত নেই ৷ বিশেষ করে এমন একজনের কাছ থেকে যিনি এই ধরনের পদে আছেন এবং তাঁদের জানা উচিত যে, আমাদের তরুণরা পবিত্রতা জানে । বেশি জ্ঞানের সঙ্গে আরও বড় দায়িত্ব আসা উচিত ! লজ্জাজনক ৷"

আরও পড়ুন: ছোট্ট ছেলেকে নিজের 'জিভ চুষতে' বললেন দলাই লামা ! ভাইরাল ভিডিয়োয় বিতর্কের ঝড়

Last Updated : Apr 10, 2023, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.