ETV Bharat / bharat

পাঁচশোর নিচে নামল দিল্লির দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা - number of covid infected person at delhi

দিল্লির করোনা আক্রান্তের হার গত 24 ঘণ্টায় ছিল 0.61 শতাংশ ৷ গত 16 এপ্রিলের পর এই প্রথম দিল্লির করোনা আক্রান্তের হার এই জায়গায় পৌঁছালো ৷

পাঁচশোর নিচে নামল দিল্লির দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
পাঁচশোর নিচে নামল দিল্লির দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
author img

By

Published : Jun 3, 2021, 8:07 PM IST

নয়াদিল্লি, 3 জুন : গত 24 ঘণ্টায় দিল্লিতে 487 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ সব মিলিয়ে দিল্লিতে সংক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 8 হাজার 748 জন ৷

চলতি বছরের মার্চের 16 তারিখের পর এই প্রথম দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 500-এর নিচে নামল ৷ ওই দিন দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 425 জন ৷ ফলে এদিনের সংখ্যা 500-এর নিচে নামলেও সেদিনের থেকে কম নয় ৷

এদিকে দিল্লির করোনা আক্রান্তের হার গত 24 ঘণ্টায় ছিল 0.61 শতাংশ ৷ গত 16 এপ্রিলের পর এই প্রথম দিল্লির করোনা আক্রান্তের হার এই জায়গায় পৌঁছালো ৷

অন্যদিকে গত 24 ঘণ্টায় দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে 45 জনের ৷ গত 10 এপ্রিলের পর এদিনই মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম ৷ সেদিন 39 জনের মৃত্যু হয়েছিল ৷ করোনা ভাইরাসে এখনও পর্যন্ত 24 হাজার 447 জন করোনায় মারা গিয়েছেন ৷

আরও পড়ুন: স্পুটনিক-ভি তৈরি করতে সরকারের কাছে আবেদন সেরামের

নয়াদিল্লি, 3 জুন : গত 24 ঘণ্টায় দিল্লিতে 487 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ সব মিলিয়ে দিল্লিতে সংক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 8 হাজার 748 জন ৷

চলতি বছরের মার্চের 16 তারিখের পর এই প্রথম দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 500-এর নিচে নামল ৷ ওই দিন দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 425 জন ৷ ফলে এদিনের সংখ্যা 500-এর নিচে নামলেও সেদিনের থেকে কম নয় ৷

এদিকে দিল্লির করোনা আক্রান্তের হার গত 24 ঘণ্টায় ছিল 0.61 শতাংশ ৷ গত 16 এপ্রিলের পর এই প্রথম দিল্লির করোনা আক্রান্তের হার এই জায়গায় পৌঁছালো ৷

অন্যদিকে গত 24 ঘণ্টায় দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে 45 জনের ৷ গত 10 এপ্রিলের পর এদিনই মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম ৷ সেদিন 39 জনের মৃত্যু হয়েছিল ৷ করোনা ভাইরাসে এখনও পর্যন্ত 24 হাজার 447 জন করোনায় মারা গিয়েছেন ৷

আরও পড়ুন: স্পুটনিক-ভি তৈরি করতে সরকারের কাছে আবেদন সেরামের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.