ETV Bharat / bharat

4 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, বাড়ল সংক্রমণ - Corona

গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 2 লাখ 11 হাজার 298 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 847 জনের ৷

করোনা
করোনা
author img

By

Published : May 27, 2021, 9:53 AM IST

Updated : May 27, 2021, 10:55 AM IST

নয়াদিল্লি, 26 মে : গতকালের থেকে দেশে ফের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ল ৷ গত 13 এপ্রিলের পর মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল 2 লাখের নিচে ৷ বুধবার ফের 2 লাখ ছাড়িয়ে যায় আক্রান্তের সংখ্যা ৷ আজ আরও বাড়ল আক্রান্তের সংখ্যা ৷ তবে কমল মৃত্যু ৷ চার হাজারের নিচে নামল মৃতের সংখ্যা ৷

গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 2 লাখ 11 হাজার 298 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 2 লাখ 8 হাজার 921 ৷ অন্যদিকে, মৃত্যু হয়েছে 3 হাজার 847 জনের ৷ তবে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি ৷ গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 2 লাখ 83 হাজার 135 জন ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, গতকাল 21 লাখ 57 হাজার 857টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ 26 মে পর্যন্ত মোট 33 কোটি 69 লাখ 69 হাজার 352 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে আজ ৷ কোন রাজ্যে করোনা সংক্রমণ কেমন দেখে নিন এক ক্লিকে ৷

  • ------------" class="align-text-top noRightClick twitterSection" data=" ------------"> ------------

নয়াদিল্লি, 26 মে : গতকালের থেকে দেশে ফের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ল ৷ গত 13 এপ্রিলের পর মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল 2 লাখের নিচে ৷ বুধবার ফের 2 লাখ ছাড়িয়ে যায় আক্রান্তের সংখ্যা ৷ আজ আরও বাড়ল আক্রান্তের সংখ্যা ৷ তবে কমল মৃত্যু ৷ চার হাজারের নিচে নামল মৃতের সংখ্যা ৷

গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 2 লাখ 11 হাজার 298 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 2 লাখ 8 হাজার 921 ৷ অন্যদিকে, মৃত্যু হয়েছে 3 হাজার 847 জনের ৷ তবে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি ৷ গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 2 লাখ 83 হাজার 135 জন ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, গতকাল 21 লাখ 57 হাজার 857টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ 26 মে পর্যন্ত মোট 33 কোটি 69 লাখ 69 হাজার 352 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে আজ ৷ কোন রাজ্যে করোনা সংক্রমণ কেমন দেখে নিন এক ক্লিকে ৷

  • ------------" class="align-text-top noRightClick twitterSection" data=" ------------"> ------------
Last Updated : May 27, 2021, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.