নয়াদিল্লি, 19 মে : ঘূর্ণিঝড় তখতের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে গুজরাত ও মহারাষ্ট্র ৷ বুধবার তখতের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিজে সরজমিনে খতিয়ে দেখতে গুজরাত ও দিও যাবেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
সকাল সাড়ে ন’টা নাগাদ দিল্লি থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী ৷ যাবেন ভাবনগরে ৷ সেখান থেকে হেলিকাপ্টারে আকাশপথে পরিদর্শন করবেন তিনি ৷ কাপ্টারে ঘুরে দেখবেন ঘূর্ণিঝড় বিধ্বস্ত উনা, দিও, জাফারাবাদ ও মাহুভা ৷ এরপর আহমেদাবাদে একটি বৈঠক করবেন প্রাধনমন্ত্রী ৷
আরও পড়ুন : করোনা আক্রান্ত সস্ত্রীক বুদ্ধবাবু, হাসপাতালে মীরাদেবী
গুজরাত সরকারের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় তখতের দাপটে, কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে ৷ এছাড়া রাজ্যের উপকূলবর্তী এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালায় তখতে ৷ ভেঙে পড়ে প্রচুর বৈদ্যুতিন খুঁটি, ক্ষতিগ্রস্ত হয় একাধিক ঘর-বাড়ি ৷ উপড়ে যায় কয়েক হাজার গাছ ৷
আরও পড়ুন : গুজরাতে মৃত 3, পড়ল 40000 গাছ ; ক্রমে দুর্বল হচ্ছে তখতে