নয়াদিল্লি, 24 অক্টোবর: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হল হামুন ৷ মঙ্গলবার দেশের আবহাওয়া বিভাগ (আইএমডি) এ কথা জানিয়েছে ৷ এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইরান ৷ হামুন একটি ফার্সি শব্দ, যার অর্থ অভ্যন্তরীণ মরুভূমির হ্রদ ৷
আইএমডি মঙ্গলবার তাদের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) জানিয়েছে, "আগামী 6 ঘণ্টার মধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড় অর্থাৎ ভেরি সিভিয়র সাইক্লোনিক স্টর্ম (ভিএসসিএস)-এ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে । তারপরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সময় ধীরে ধীরে দুর্বল হয়ে 25 অক্টোবর সন্ধ্যার দিকে খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে, তখন বাতাসের গতিবেগ হবে 65-75 কিমি প্রতি ঘণ্টা ৷"
দেশের আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, "তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়র সাইক্লোনিক স্টর্ম হামুন 21 কিমি প্রতি ঘণ্টা গতিতে উত্তর-পূর্ব দিকে সরে গিয়েছে এবং ভারতীয় সময় ভোর সাড়ে 5টাতে কেন্দ্রীভূত হয়েছে ৷ 24 অক্টোবর একই অঞ্চলে পারাদ্বীপ (ওড়িশা) থেকে প্রায় 230 কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, দিঘা (পশ্চিম) থেকে 240 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে (পশ্চিমবঙ্গ), খেপুপাড়া (বাংলাদেশ) থেকে 280 কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে রয়েছে ৷"
-
SCS Hamoon intensified into VSCS about 290 km east of Paradip (Odisha), 270 km southeast of Digha (West Bengal), 230 km south-southwest of Khepupara (Bangladesh). Likely to weaken and cross Bangladesh's coast between Khepupara and Chittagong around the evening of 25th Oct as CS. pic.twitter.com/6moaRNxqwZ
— India Meteorological Department (@Indiametdept) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">SCS Hamoon intensified into VSCS about 290 km east of Paradip (Odisha), 270 km southeast of Digha (West Bengal), 230 km south-southwest of Khepupara (Bangladesh). Likely to weaken and cross Bangladesh's coast between Khepupara and Chittagong around the evening of 25th Oct as CS. pic.twitter.com/6moaRNxqwZ
— India Meteorological Department (@Indiametdept) October 24, 2023SCS Hamoon intensified into VSCS about 290 km east of Paradip (Odisha), 270 km southeast of Digha (West Bengal), 230 km south-southwest of Khepupara (Bangladesh). Likely to weaken and cross Bangladesh's coast between Khepupara and Chittagong around the evening of 25th Oct as CS. pic.twitter.com/6moaRNxqwZ
— India Meteorological Department (@Indiametdept) October 24, 2023
আরও পড়ুন: শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় বাংলাদেশ অভিমুখী, ভারী বৃষ্টিতে পণ্ড হতে পারে দশমী
ঘূর্ণিঝড় 'হামুন'-এর প্রভাবে আইএমডি মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং দক্ষিণ অসম-সহ উত্তর-পূর্বের বেশ কয়েকটি রাজ্যে 24 থেকে 26 অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ।
আবহাওয়া দফতরে পূর্বাভাস অনুসারে, 25 অক্টোবর এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে ৷ 26 অক্টোবরের মধ্যে ধীরে ধীরে বৃষ্টি হ্রাস পাবে এবং কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । আবহাওয়া সংস্থাটি মৎস্যজীবীদেরও এই সময়ে সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ৷
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে আজ দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতাতে । হামুনের প্রভাবে দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে । আগামিকাল 25 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । এই দুর্যোগের প্রভাবে ধান এবং শস্যের ক্ষতির আশংকা রয়েছে ।