ETV Bharat / bharat

Congress Presidential Election কংগ্রেস সভাপতি নির্বাচন 17 অক্টোবর, গণনা 19 তারিখ - রাহুল গান্ধি

কংগ্রেস সভাপতি নির্বাচন (Congress Presidential Election) হতে চলেছে আগামী 17 অক্টোবর ৷ ভোটগণনা হবে আগামী 19 অক্টোবর ৷ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে (Congress working committee meeting) এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর ৷

CWC meeting Congress presidential election on October 17, counting on October 19
থাম্বনেইল
author img

By

Published : Aug 28, 2022, 4:13 PM IST

Updated : Aug 28, 2022, 4:38 PM IST

নয়াদিল্লি, 28 অগস্ট: দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ অবশেষে হতে চলেছে কংগ্রেসের সভাপতি নির্বাচন (Congress Presidential Election)৷ সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী 17 অক্টোবর হবে কংগ্রেসের সভাপতি নির্বাচন ৷ ভোটগণনা হবে 19 অক্টোবর ৷ নির্বাচনের মনোনয়ন পত্র পেশ করা শুরু হবে 24 সেপ্টেম্বর থেকে ৷ মনোনয়নপত্র পেশ করার শেষ তারিখ 30 সেপ্টেম্বর ৷ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে 22 সেপ্টেম্বর ৷ প্রার্থীরা 8 অক্টোবর পর্যন্ত চাইলে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন ৷

এই নিয়ে যাবতীয় খুঁটিনাটি সিদ্ধান্ত নিতে রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বৈঠকে বসেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি (Congress working committee meeting)৷ স্বাস্থ্যপরীক্ষার জন্য বিদেশে থাকায় ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নিয়েছেন বর্তমানে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi)৷ তাঁর সঙ্গেই ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছেন তাঁর পুত্র রাহুল গান্ধি (Rahul Gandhi) ও কন্যা প্রিয়াঙ্কা গান্ধি ৷

দলের জি-23-র সদস্য তথা প্রবীণ নেতা গুলাম নবি আজাদের ইস্তফা ও দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিল গত শুক্রবার ৷ তার পর একদিন কাটতে না কাটতেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ৷ সোনিয়া গান্ধিকে পাঠানো চিঠিতে তাঁর পুত্র রাহুলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন আজাদ ৷ ওয়েনাড়ের সাংসদ রাহুলের শিশুসুলভ আচরণের জন্যই কংগ্রেসের এত দুর্দশা বলে তিনি তাঁর পদত্যাগপত্রে দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন: রাহুলের শিশুসুলভ আচরণেই কংগ্রেসের দুর্দশা, সোনিয়াকে দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ আজাদের

উল্লেখ্য, গুলাম নবি আজাদ কংগ্রেসের জি-23 ভুক্ত নেতা হিসেবে পরিচিত ছিলেন ৷ ওই 23 জন নেতাই সোনিয়া গান্ধিকে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন করানোর জন্য ৷ সেই নির্বাচন খুব শীঘ্রই হতে পারে বলে খবর ছিল রাজনৈতিক মহলে ৷ ঠিক তার আগেই গুলাম নবির পদত্যাগের সিদ্ধান্ত এবং দলনেত্রীকে পাঠানো তাঁর পাঁচ পাতার চিঠি হইচই ফেলে দিয়েছিল জাতীয় রাজনীতিতে ৷ চিঠিতে 73 বছর বয়সি নেতা যেমন কংগ্রেসের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করেছেন, তেমনই রাহুল গান্ধিকে কাঠগড়ায় তুলেছেন ভোটে কংগ্রেসের খারাপ পারফরম্যান্সের জন্য ৷

নয়াদিল্লি, 28 অগস্ট: দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ অবশেষে হতে চলেছে কংগ্রেসের সভাপতি নির্বাচন (Congress Presidential Election)৷ সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী 17 অক্টোবর হবে কংগ্রেসের সভাপতি নির্বাচন ৷ ভোটগণনা হবে 19 অক্টোবর ৷ নির্বাচনের মনোনয়ন পত্র পেশ করা শুরু হবে 24 সেপ্টেম্বর থেকে ৷ মনোনয়নপত্র পেশ করার শেষ তারিখ 30 সেপ্টেম্বর ৷ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে 22 সেপ্টেম্বর ৷ প্রার্থীরা 8 অক্টোবর পর্যন্ত চাইলে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন ৷

এই নিয়ে যাবতীয় খুঁটিনাটি সিদ্ধান্ত নিতে রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বৈঠকে বসেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি (Congress working committee meeting)৷ স্বাস্থ্যপরীক্ষার জন্য বিদেশে থাকায় ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নিয়েছেন বর্তমানে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi)৷ তাঁর সঙ্গেই ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছেন তাঁর পুত্র রাহুল গান্ধি (Rahul Gandhi) ও কন্যা প্রিয়াঙ্কা গান্ধি ৷

দলের জি-23-র সদস্য তথা প্রবীণ নেতা গুলাম নবি আজাদের ইস্তফা ও দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিল গত শুক্রবার ৷ তার পর একদিন কাটতে না কাটতেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ৷ সোনিয়া গান্ধিকে পাঠানো চিঠিতে তাঁর পুত্র রাহুলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন আজাদ ৷ ওয়েনাড়ের সাংসদ রাহুলের শিশুসুলভ আচরণের জন্যই কংগ্রেসের এত দুর্দশা বলে তিনি তাঁর পদত্যাগপত্রে দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন: রাহুলের শিশুসুলভ আচরণেই কংগ্রেসের দুর্দশা, সোনিয়াকে দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ আজাদের

উল্লেখ্য, গুলাম নবি আজাদ কংগ্রেসের জি-23 ভুক্ত নেতা হিসেবে পরিচিত ছিলেন ৷ ওই 23 জন নেতাই সোনিয়া গান্ধিকে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন করানোর জন্য ৷ সেই নির্বাচন খুব শীঘ্রই হতে পারে বলে খবর ছিল রাজনৈতিক মহলে ৷ ঠিক তার আগেই গুলাম নবির পদত্যাগের সিদ্ধান্ত এবং দলনেত্রীকে পাঠানো তাঁর পাঁচ পাতার চিঠি হইচই ফেলে দিয়েছিল জাতীয় রাজনীতিতে ৷ চিঠিতে 73 বছর বয়সি নেতা যেমন কংগ্রেসের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করেছেন, তেমনই রাহুল গান্ধিকে কাঠগড়ায় তুলেছেন ভোটে কংগ্রেসের খারাপ পারফরম্যান্সের জন্য ৷

Last Updated : Aug 28, 2022, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.