নয়াদিল্লি, 10 জুলাই: সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ৷ বৈঠক শেষে তিনি বলেন, "শীত এসে গেলে বসন্ত কি দূরে থাকতে পারে ?" এখানেই এদিন থামেননি বোস ৷ তাঁর আরও সংযোজন, "সূর্যোদয়ের আগেই সবচেয়ে বেশি আঁধার থাকে, সুড়ঙ্গের শেষে আলোও থাকবে ৷" আগামীতে ভালো কিছু হবে বলেও আশাবাদী রাজ্যপাল ৷
শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের সময় হওয়া অশান্তি, হিংসা ও খুনের ঘটনা নিয়ে আগেই নিজের দুঃখপ্রকাশ করেছেন রাজ্যপাল ৷ তিনি সব দেখেছেন, যথা জায়গায় যথা সময়ে বিষয়টি জানাবেন ও তাঁর সাংবিধানিক ক্ষমতার মধ্যে রাজ্যের মানুষের জন্য যা করার তিনি করবেন বলেও জানিয়েছিলেন সিভি আনন্দ বোস ৷ এরপর রবিবার রাতে দিল্লি পৌঁছেও তিনি জানান, মুক্ত বাতাস নিতে এসেছেন ৷ এই ঘটনাক্রমের প্রেক্ষিতে এদিন তাঁর এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন: বাংলায় আসছে বিজেপি প্রতিনিধি দল, হিংসার ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট নাড্ডাকে
জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটে রাজ্যে হিংসার ঘটনা নিয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল ৷ সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেওয়ার পাশাপাশি, এই অবস্থায় কী করণীয় তা নিয়েও তাঁর মত অমিত শাহকে জানিয়েছেন সিভি আনন্দ বোস ৷ উল্লেখ্য, শনিবার ভোটপর্ব চলাকালীন উত্তর 24 পরগনার একাধিক জায়গায় যান রাজ্যপাল ৷ তার আগেও কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদের মতো যে যে জেলায় হিংসার ঘটনা ঘটেছিল, সেইসব জেলাতেও গিয়েছিলেন তিনি ৷ শনিবার ভোটের দিন রাজ্যে 18 জনের মৃত্যু হয় ৷
এর আগেও ভোটের মনোনয়ন পর্ব থেকেই রাজ্যে যে অশান্তির ঘটনা ঘটেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল ৷ এমনকি রাজভবনে পিস রুমও খোলেন তিনি ৷ যা নিয়ে শাসকদল তৃণমূলের আক্রমণের মুখেও পড়তে হয় তাঁকে ৷ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সমালোচনা করেন ৷