ETV Bharat / bharat

তিন মাস আমদানি শুল্কে ছাড়, সস্তা হচ্ছে অক্সিজেন - অক্সিজেন সঙ্কট

সস্তা হচ্ছে অক্সিজেন
সস্তা হচ্ছে অক্সিজেন
author img

By

Published : Apr 24, 2021, 3:49 PM IST

Updated : Apr 24, 2021, 9:33 PM IST

15:47 April 24

করোনার ভ্যাকিসন ও অক্সিজেন আমদানির উপর কর ও হেল্থ সেসে আগামী তিন মাসের জন্য ছাড়ের সিদ্ধান্ত নিল কেন্দ্র ।

নয়াদিল্লি, 24 এপ্রিল : করোনার ভ্যাকিসন ও অক্সিজেন আমদানির উপর কর ও হেল্থ সেসে আগামী তিন মাসের জন্য ছাড়ের সিদ্ধান্ত নিল কেন্দ্র । আজ উচ্চপর্যায়ের এক বৈঠকে এমনই সিদ্ধান্তের কথা জানান নরেন্দ্র মোদি ।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে । হাসপাতালগুলিতে বেড নিয়ে হাহাকার । এরই মধ্যে টান পড়েছে অক্সিজেনেও । সবথেকে করুণ অবস্থা রাজধানীতে । কোথাও কয়েক ঘণ্টার অক্সিজেন বাকি । কোথাও আবার সময়টা আরও কম । অক্সিজেনের জোগান চালু রাখতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্র ও রাজ্য প্রশাসন । এই পরিস্থিতিতে বাইরে থেকে অক্সিজেন আমদানিও করা হচ্ছে । সেক্ষেত্রে আগামী তিন মাস অক্সিজেন আমদানির উপর কোনওরকম কর ও হেল্থ সেসে থাকবে না বলে জানালেন প্রধানমন্ত্রী ।

আরও পড়ুন : রাতে ঘুম আসছে না কেজরির; প্রটোকল ভেঙে টেলিভাইজড বৈঠকের ভিডিয়ো

এই ছাড়ের আওতায় অক্সিজেন ও ভ্যাকিসন ছাড়াও রয়েছে জেনারেটন, স্টোরেজ ট্যাঙ্ক, ফিলিং সিস্টেমস ও কনসেনট্রেটরস । কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে এই ধরনের পণ্যগুলি বাজারে সহজলভ্য হবে এবং দামও সস্তা হবে ।

15:47 April 24

করোনার ভ্যাকিসন ও অক্সিজেন আমদানির উপর কর ও হেল্থ সেসে আগামী তিন মাসের জন্য ছাড়ের সিদ্ধান্ত নিল কেন্দ্র ।

নয়াদিল্লি, 24 এপ্রিল : করোনার ভ্যাকিসন ও অক্সিজেন আমদানির উপর কর ও হেল্থ সেসে আগামী তিন মাসের জন্য ছাড়ের সিদ্ধান্ত নিল কেন্দ্র । আজ উচ্চপর্যায়ের এক বৈঠকে এমনই সিদ্ধান্তের কথা জানান নরেন্দ্র মোদি ।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে । হাসপাতালগুলিতে বেড নিয়ে হাহাকার । এরই মধ্যে টান পড়েছে অক্সিজেনেও । সবথেকে করুণ অবস্থা রাজধানীতে । কোথাও কয়েক ঘণ্টার অক্সিজেন বাকি । কোথাও আবার সময়টা আরও কম । অক্সিজেনের জোগান চালু রাখতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্র ও রাজ্য প্রশাসন । এই পরিস্থিতিতে বাইরে থেকে অক্সিজেন আমদানিও করা হচ্ছে । সেক্ষেত্রে আগামী তিন মাস অক্সিজেন আমদানির উপর কোনওরকম কর ও হেল্থ সেসে থাকবে না বলে জানালেন প্রধানমন্ত্রী ।

আরও পড়ুন : রাতে ঘুম আসছে না কেজরির; প্রটোকল ভেঙে টেলিভাইজড বৈঠকের ভিডিয়ো

এই ছাড়ের আওতায় অক্সিজেন ও ভ্যাকিসন ছাড়াও রয়েছে জেনারেটন, স্টোরেজ ট্যাঙ্ক, ফিলিং সিস্টেমস ও কনসেনট্রেটরস । কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে এই ধরনের পণ্যগুলি বাজারে সহজলভ্য হবে এবং দামও সস্তা হবে ।

Last Updated : Apr 24, 2021, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.