কলকাতা, 1 জুলাই: চিনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের যে অবনতি হয়েছে, তার জন্য শি জিনপিংয়ের সরকারকেই দায়ী করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ আর এই সম্পর্ক ভালো করার জন্য ভারত অবশ্যই আগ্রহী বলে জানান তিনি ৷ তবে, সেটা কখনই একতরফা হতে পারে না বলেও উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী ৷ তাঁর কথায়, ‘‘একটা সম্পর্ককে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হলে, ‘দু-হাতে’ সমানভাবে তালিটা বাজাতে হবে ৷’’ অর্থাৎ, উভয়পক্ষের সমান উদ্যোগেই ভারত-চিন সম্পর্কে ফের উন্নতি আসা সম্ভব বলে জানিয়েছেন তিনি ৷ কলকাতায় একটি কর্মসূচিতে যোগ দিতে এসে একথা জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷
চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘‘আসল বিষয় হল, তালি দিতে দুই হাত লাগে এবং চিনের তরফেও একটি কার্যকর সম্পর্কের উপর বিশ্বাস থাকতে হবে ৷’’ তাঁকে প্রশ্ন করা হয়, এশিয়া দুই শক্তিশালী দেশ কি নিজেদের ব্যবসায়ী সম্পর্ককে বজায় রাখবে ? তার জবাবেই একতরফা কোনও সম্পর্ক টিকে থাকে না বলে, উল্লেখ করেছেন তিনি ৷ আর চিনকে দুই দেশের সম্পর্ককে বজায় রাখতে হলে 1993 ও 1996 সালে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে হওয়া চুক্তিকে অনুসরণ করতে হবে বলে স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রী ৷
এস জয়শঙ্কর স্পষ্ট করে দেন, ভারত সরকারের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব তার দেশের নাগরিকদের জীবনযাত্রার উন্নতি করা ৷ যেমন, শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি ও অনেক বেশি কর্মসংস্থান তৈরি করা ৷ তাঁর কথায়, ‘‘যখন কোনও বড় শক্তি উঠে আসে, তখন সেই শক্তি স্থায়িত্ব চায় ৷ আর দু’টি বড় দেশের মধ্যে সম্পর্ক তখনই গড়ে ওঠে ও টিকে থাকে, যখন তারা একে অপরের স্বার্থ, সংবেদনশীলতা ও সম্মানকে সমানভাবে গুরুত্ব দেয় ৷’’
আরও পড়ুন: সীমান্তে শান্তির পরিবেশ ছাড়া চিনের সঙ্গে সুসম্পর্ক সম্ভব নয়, জানালেন জয়শঙ্কর
আর চিনের সঙ্গে সম্পর্ককে উন্নতি করার চেষ্টা ভারত সরকার লাগাতার করছে বলে জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ আর সেই চেষ্টায় সীমান্তে বেশ কিছু সমস্যার সমাধান ভারত সরকার ইতিমধ্যে করেছে বলে জানান তিনি ৷ তবে, কিছু বিষয় যা একতরফা ভারতের হাতে নেই ৷ সেগুলির সমাধানের জন্য চিনকেও সমান উদ্যোগী হতে হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ৷ তবুও, সরকার চেষ্টা করছে বলে জানান তিনি ৷