ETV Bharat / bharat

Cruise in Ayodhya: দীপাবলিতে অযোধ্যায় চালু হচ্ছে ক্রুজ, থাকছে ওয়াটার হাউস - থাকছে ওয়াটার হাউস

দীপাবলি থেকে অযোধ্যায় চালু হতে চলেছে ক্রুজ এবং ওয়াটার হাউস ৷ যা ঘুরে দেখতে পারবেন পর্যটকরা । উত্তরপ্রদেশের পর্যটন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মুকেশ মেশরাম একথা জানিয়েছেন ।

Cruise in Ayodhya
অযোধ্যায় চালু হচ্ছে ক্রুজে
author img

By

Published : Jul 19, 2023, 6:45 PM IST

Updated : Jul 19, 2023, 7:09 PM IST

লখনউ, 19 জুলাই: দীপাবলি থেকে অযোধ্যার সরযূ নদীতে চালু হতে চলেছে ক্রুজ ৷ যার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার ৷ এর পাশাপাশি আগামী বছরের জানুয়ারি মাস থেকে সরযূ নদীতে বোট চালুর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর ।

জানা গিয়েছে, গুপ্তর ঘাটে একটি ঘেরা শেড তৈরি করা হচ্ছে । যার নাম হবে ওয়াটার হাউস ৷ সেখান থেকে ক্রুজটি ছাড়বে ৷ এই ক্রুজটি হবে 25 মিটার লম্বা এবং 8.3 মিটার চওড়া । ডাবল ডেকার হবে সেটি, অর্থাৎ দু'টি তলা থাকবে ৷ ক্রুজের প্রথম তলায় থাকবে 100 জন পর্যটকের বসার ব্যবস্থা ৷ পাশাপাশি উপরের তলাটি সম্পূর্ণ খোলা থাকবে । যাতে তীর্থযাত্রীরা এখানে দাঁড়িয়ে সরযূ নদীর মনোরম পরিবেশ ও যাত্রাকে উপভোগ করতে পারবেন । এছাড়া ক্রুজে সেলফি পয়েন্ট থাকবে ৷ যেখানে ডিজিটাল স্ক্রিন বসানো হচ্ছে । তাতে অযোধ্যার ধর্মীয় স্থান এবং পর্যটন স্থানগুলির দৃশ্যও অনলাইনে দেখানো হবে । এই ক্রুজটি সৌরশক্তিতে চলবে ৷ ফলে এতে সরযূ নদীতে দূষণ হবে না । ক্রুজটি পরিবেশেরও কোনও ক্ষতি করবে না । এমনটাই জানিয়েছেন পর্যটন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মুকেশ মেশরাম ৷

প্রসঙ্গত, অযোধ্যায় পর্যটন টানতে বেশি কিছু বড় পদক্ষেপ নিচ্ছে উত্তরপ্রদেশ সরকার ৷ ইতিমধ্যে রাম মন্দির নির্মাণ হয়েছে ৷ 2024 সালের জানুয়ারিতে সেই মন্দিরে রামের মূর্তি স্থাপন করা হবে । এর পাশাপাশি তার আগে সরযূ নদীতে ক্রুজ চালু হতে চলেছে ৷ পরে বোট চালু করার প্রস্তুতিও চলছে । অক্টোবর মাসে দীপাবলি উপলক্ষে অযোধ্যায় আয়োজিত হয় দীপোৎসব ৷ সেই সময় ক্রুজ চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের ৷

আরও পড়ুন: 23-এর শেষে রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হবে, রিপোর্টে জানাল কমিটি

পর্যটন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি জানান, সরযূ নদীতে ক্রুজের নামকরণ করা হয়েছে । এটির নাম দেওয়া হয়েছে কনক ও পুষ্পক ৷ দীপোৎসব উপলক্ষ্যে সেখানে আসা পর্যটকরা যাতে এই সুবিধা উপভোগ করতে পারেন তার জন্য প্রয়াস চালাচ্ছে দফতর । প্রিন্সিপাল সেক্রেটারি বলেন, "অযোধ্যায় ছাড়াও সরযূ নদীর অলকানন্দাতে কিছু ক্রুজ চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে । এর জন্য ক্রুজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে বিভাগের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে । অযোধ্যায় চলমান ক্রুজ বারাণসীতে চলা ক্রুজের থেকে আলাদা হবে । সরযূ নদীতে ডাবল ডেকার ক্রুজ চলবে ৷ যাতে থাকবে উন্নত প্রযুক্তি ৷"

লখনউ, 19 জুলাই: দীপাবলি থেকে অযোধ্যার সরযূ নদীতে চালু হতে চলেছে ক্রুজ ৷ যার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার ৷ এর পাশাপাশি আগামী বছরের জানুয়ারি মাস থেকে সরযূ নদীতে বোট চালুর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর ।

জানা গিয়েছে, গুপ্তর ঘাটে একটি ঘেরা শেড তৈরি করা হচ্ছে । যার নাম হবে ওয়াটার হাউস ৷ সেখান থেকে ক্রুজটি ছাড়বে ৷ এই ক্রুজটি হবে 25 মিটার লম্বা এবং 8.3 মিটার চওড়া । ডাবল ডেকার হবে সেটি, অর্থাৎ দু'টি তলা থাকবে ৷ ক্রুজের প্রথম তলায় থাকবে 100 জন পর্যটকের বসার ব্যবস্থা ৷ পাশাপাশি উপরের তলাটি সম্পূর্ণ খোলা থাকবে । যাতে তীর্থযাত্রীরা এখানে দাঁড়িয়ে সরযূ নদীর মনোরম পরিবেশ ও যাত্রাকে উপভোগ করতে পারবেন । এছাড়া ক্রুজে সেলফি পয়েন্ট থাকবে ৷ যেখানে ডিজিটাল স্ক্রিন বসানো হচ্ছে । তাতে অযোধ্যার ধর্মীয় স্থান এবং পর্যটন স্থানগুলির দৃশ্যও অনলাইনে দেখানো হবে । এই ক্রুজটি সৌরশক্তিতে চলবে ৷ ফলে এতে সরযূ নদীতে দূষণ হবে না । ক্রুজটি পরিবেশেরও কোনও ক্ষতি করবে না । এমনটাই জানিয়েছেন পর্যটন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মুকেশ মেশরাম ৷

প্রসঙ্গত, অযোধ্যায় পর্যটন টানতে বেশি কিছু বড় পদক্ষেপ নিচ্ছে উত্তরপ্রদেশ সরকার ৷ ইতিমধ্যে রাম মন্দির নির্মাণ হয়েছে ৷ 2024 সালের জানুয়ারিতে সেই মন্দিরে রামের মূর্তি স্থাপন করা হবে । এর পাশাপাশি তার আগে সরযূ নদীতে ক্রুজ চালু হতে চলেছে ৷ পরে বোট চালু করার প্রস্তুতিও চলছে । অক্টোবর মাসে দীপাবলি উপলক্ষে অযোধ্যায় আয়োজিত হয় দীপোৎসব ৷ সেই সময় ক্রুজ চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের ৷

আরও পড়ুন: 23-এর শেষে রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হবে, রিপোর্টে জানাল কমিটি

পর্যটন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি জানান, সরযূ নদীতে ক্রুজের নামকরণ করা হয়েছে । এটির নাম দেওয়া হয়েছে কনক ও পুষ্পক ৷ দীপোৎসব উপলক্ষ্যে সেখানে আসা পর্যটকরা যাতে এই সুবিধা উপভোগ করতে পারেন তার জন্য প্রয়াস চালাচ্ছে দফতর । প্রিন্সিপাল সেক্রেটারি বলেন, "অযোধ্যায় ছাড়াও সরযূ নদীর অলকানন্দাতে কিছু ক্রুজ চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে । এর জন্য ক্রুজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে বিভাগের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে । অযোধ্যায় চলমান ক্রুজ বারাণসীতে চলা ক্রুজের থেকে আলাদা হবে । সরযূ নদীতে ডাবল ডেকার ক্রুজ চলবে ৷ যাতে থাকবে উন্নত প্রযুক্তি ৷"

Last Updated : Jul 19, 2023, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.