ETV Bharat / bharat

Pulwama Terror Attack: পুলওয়ামায় জঙ্গি হামলা, শহিদ এক সিআরপিএফ জওয়ান - পুলওয়ামায় শহিদ সিআরপিএফ জওয়ান

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে পুলওয়ামার গাঙ্গু ক্রসিংয়ের কাছে সিআরপিএফ-এর একটি টহলদারি দলের উপর হামলা চালায় জঙ্গিরা (militant attack at Pulwama) ৷

pulwama militant attack
পুলওয়ামায় শহিদ এক সিআরপিএফ জওয়ান
author img

By

Published : Jul 17, 2022, 4:54 PM IST

শ্রীনগর, 17 জুলাই: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় রবিবার এক জঙ্গি হানায় প্রাণ হারালেন এক সিআরপিএফ জওয়ান ৷ তিনি সাব-ইনস্পেক্টর পদে ছিলেন ৷ মৃত জওয়ানের নাম বিনোদ কুমার ৷ তিনি সিআরপিএফ-এর 182 ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন (CRPF trooper killed in militant attack) ৷

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে পুলওয়ামার গাঙ্গু ক্রসিংয়ের কাছে সিআরপিএফ এর একটি টহলদারি দলের উপর হামলা চালায় জঙ্গিরা ৷ গুলিতে গুরুতর যখম হন বিনোদ কুমার নামে ওই সিআরপিএফ জওয়ান ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ সমগ্র এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী ৷

  • #Terrorists fired upon Naka party at Gangoo Crossing #Pulwama from nearby Apple orchard. In this #terror incident 01 CRPF personnel ASI Vinod Kumar got seriously injured. He was shifted to hospital for treatment where he attained #martyrdom. Area cordoned off. Search in progress

    — Kashmir Zone Police (@KashmirPolice) July 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তরুণ অগ্নিবীর প্রার্থীদের প্রি-ট্রেনিং শুরু জম্মু-কাশ্মীরে

পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ টহলদারি দলে এদিন এই হামলা চালানো হয় ৷ জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি ৷

শ্রীনগর, 17 জুলাই: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় রবিবার এক জঙ্গি হানায় প্রাণ হারালেন এক সিআরপিএফ জওয়ান ৷ তিনি সাব-ইনস্পেক্টর পদে ছিলেন ৷ মৃত জওয়ানের নাম বিনোদ কুমার ৷ তিনি সিআরপিএফ-এর 182 ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন (CRPF trooper killed in militant attack) ৷

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে পুলওয়ামার গাঙ্গু ক্রসিংয়ের কাছে সিআরপিএফ এর একটি টহলদারি দলের উপর হামলা চালায় জঙ্গিরা ৷ গুলিতে গুরুতর যখম হন বিনোদ কুমার নামে ওই সিআরপিএফ জওয়ান ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ সমগ্র এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী ৷

  • #Terrorists fired upon Naka party at Gangoo Crossing #Pulwama from nearby Apple orchard. In this #terror incident 01 CRPF personnel ASI Vinod Kumar got seriously injured. He was shifted to hospital for treatment where he attained #martyrdom. Area cordoned off. Search in progress

    — Kashmir Zone Police (@KashmirPolice) July 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তরুণ অগ্নিবীর প্রার্থীদের প্রি-ট্রেনিং শুরু জম্মু-কাশ্মীরে

পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ টহলদারি দলে এদিন এই হামলা চালানো হয় ৷ জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.