ETV Bharat / bharat

Criminal Shot by Police: দিনে ক্যাব ড্রাইভার, রাতে ডাকাতি; পুলিশের গুলিতে আহত নয়ডার শাহরুখ - Criminal Shahrukh Shot by Police in Noida

পুলিশ-দুষ্কৃতীর সংঘর্ষে আহত দুষ্কৃতী ৷ ঘটনাটি ঘটেছে নয়ডা পুলিশ স্টেশন সেক্টর 39 এলাকার সেক্টর 98-এর কাছে (Clash Between Police and Vicious Crook) ৷

Police-Criminal Clash
পুলিশ-দুষ্কৃতীর সংঘর্ষ, উদ্ধার পিস্তল, কার্তুজ
author img

By

Published : Nov 15, 2022, 8:36 PM IST

নয়াদিল্লি, 15 নভেম্বর: পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত দুষ্কৃতী ৷ ঘটনাটি ঘটেছে নয়ডা পুলিশ স্টেশন সেক্টর 39 এলাকার সেক্টর 98-এর কাছে ৷ হাসপাতালে চিকিৎসাধীন ওই দুষ্কৃতী (Criminal Shahrukh Shot by Police in Noida) ৷

জানা গিয়েছে, পুলিশ সার্ভিস রোডে ওই পুলিশকর্মী যখন টহল দিচ্ছিলেন সেসময় স্পোর্টস বাইকে থাকা একজনকে দেখে সন্দেহ হয় ৷ তাকে হাত নেড়ে থামানোর চেষ্টা করলে বাইক চালক ওই পুলিকর্মীর ওপর গুলি চালায় এবং পালানোর চেষ্টা করে । এরপর পুলিশকর্মী তাকে ধাওয়া করে ঘিরে ফেলে এবং পালটা গুলি করলে, গুলি লাগে ও যুবকের পায়ে ৷ এতে বাইক আরোহী আহত হয় । বর্তমানে আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।

তার কাছ থেকে পিস্তল, কার্তুজ ও বাইকসহ কিছু ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করেছে পুলিশ । আরও জানা গিয়েছে, ওই দুষ্কৃতী দিনে অ্যাপ পরিচালিত ক্যাব চালাত এবং রাতে ডাকাতি করত ৷ নয়ডার এসিপি 1 রজনীশ ভার্মা জানিয়েছেন, ধৃতের নাম শাহরুখ এবং সে গাজিয়াবাদের বাসিন্দা । এর পাশাপাশি তার নাম গাজিয়াবাদের একটি থানায় শীর্ষ দশ অপরাধীর মধ্যেও রয়েছে । এছাড়াও ধৃত যুবক নয়ডা থানার সেক্টর 20-এ ডাকাতির মামলায় ওয়ান্টেড ।

আরও পড়ুন: সোনামুখী পুলিশের বড় সাফল্য, উদ্ধার চুরি যাওয়া গয়না

এসিপি রজনীশ ভার্মা আরও জানিয়েছেন, গ্রেফতার হওয়া যুবকের বিরুদ্ধে 3 ডজনেরও বেশি ডাকাতির মামলা রয়েছে । শুধু তাই নয়, বহুবার জেলেও গিয়েছে সে । বর্তমানে তার অন্যান্য অপরাধমূলক ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে । সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ওই দুষ্কৃতীর সঙ্গে আরও কেউ রয়েছে আছে কি না ৷

নয়াদিল্লি, 15 নভেম্বর: পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত দুষ্কৃতী ৷ ঘটনাটি ঘটেছে নয়ডা পুলিশ স্টেশন সেক্টর 39 এলাকার সেক্টর 98-এর কাছে ৷ হাসপাতালে চিকিৎসাধীন ওই দুষ্কৃতী (Criminal Shahrukh Shot by Police in Noida) ৷

জানা গিয়েছে, পুলিশ সার্ভিস রোডে ওই পুলিশকর্মী যখন টহল দিচ্ছিলেন সেসময় স্পোর্টস বাইকে থাকা একজনকে দেখে সন্দেহ হয় ৷ তাকে হাত নেড়ে থামানোর চেষ্টা করলে বাইক চালক ওই পুলিকর্মীর ওপর গুলি চালায় এবং পালানোর চেষ্টা করে । এরপর পুলিশকর্মী তাকে ধাওয়া করে ঘিরে ফেলে এবং পালটা গুলি করলে, গুলি লাগে ও যুবকের পায়ে ৷ এতে বাইক আরোহী আহত হয় । বর্তমানে আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।

তার কাছ থেকে পিস্তল, কার্তুজ ও বাইকসহ কিছু ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করেছে পুলিশ । আরও জানা গিয়েছে, ওই দুষ্কৃতী দিনে অ্যাপ পরিচালিত ক্যাব চালাত এবং রাতে ডাকাতি করত ৷ নয়ডার এসিপি 1 রজনীশ ভার্মা জানিয়েছেন, ধৃতের নাম শাহরুখ এবং সে গাজিয়াবাদের বাসিন্দা । এর পাশাপাশি তার নাম গাজিয়াবাদের একটি থানায় শীর্ষ দশ অপরাধীর মধ্যেও রয়েছে । এছাড়াও ধৃত যুবক নয়ডা থানার সেক্টর 20-এ ডাকাতির মামলায় ওয়ান্টেড ।

আরও পড়ুন: সোনামুখী পুলিশের বড় সাফল্য, উদ্ধার চুরি যাওয়া গয়না

এসিপি রজনীশ ভার্মা আরও জানিয়েছেন, গ্রেফতার হওয়া যুবকের বিরুদ্ধে 3 ডজনেরও বেশি ডাকাতির মামলা রয়েছে । শুধু তাই নয়, বহুবার জেলেও গিয়েছে সে । বর্তমানে তার অন্যান্য অপরাধমূলক ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে । সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ওই দুষ্কৃতীর সঙ্গে আরও কেউ রয়েছে আছে কি না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.