ETV Bharat / bharat

Triple Murder in Vaishali: বিহারের বৈশালীতে মা ও দুই মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার - পুলিশ তদন্ত শুরু করেছে

Mother and Two Daughters Killed in Vaishali: বিহারের বৈশালীতে মা ও দুই মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার ৷ মহিলার স্বামীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ তিনি আপাতত চিকিৎসাধীন৷ উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Triple Murder in Vaishali
Triple Murder in Vaishali
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 3:45 PM IST

বৈশালী, 30 অগস্ট: মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর মিলেছে বিহারের বৈশালীতে ৷ সেখানে একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ পরিবারের আরেক সদস্যকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ তিনি আপাতত চিকিৎসাধীন ৷ তাঁর জ্ঞান ফিরলেই সম্পূর্ণ তথ্য সামনে আসবে বলে পুলিশ জানিয়েছে ৷

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল বৈশালীতে নবনির্মিত কাজিপুর থানা এলাকার চণ্ডী গ্রাম ৷ বুধবার সকালে সেখানে একটি বাড়ি থেকে এক মহিলা ও তাঁর দুই মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ মহিলার নাম আশা দেবী৷ তাঁর বড় মেয়ের নাম কোশিশ ও ছোট মেয়ের নাম নন্দিনী ৷ আশা দেবীর স্বামী লালবাবু সিং-কে ঘর থেকেই সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ৷

পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, লালবাবুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পুলিশ আপাতত তাঁর জ্ঞান ফেরার অপেক্ষায় রয়েছে ৷ কারণ, তাঁর জ্ঞান ফিরলে পুরো ঘটনা জানা যাবে ৷ তাই তার আগে পারিপার্শিক তথ্যপ্রমাণ জোগাড় করছে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র ৷ পুলিশের অনুমান ওই অস্ত্র দিয়েই খুন করা হয়েছে আশা ও তাঁর দুই মেয়েকে ৷

এ দিন ঘটনাস্থলে যান হাজিপুর সদরের এসডিপিও ওমপ্রকাশ ৷ তিনি জানান, লালবাবু সিং একজন গাড়ি চালক হিসেবে কাজ করেন ৷ তিনি একজন মাদকাসক্ত৷ তাই পুলিশ মনে করছে তিনিই স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করেছেন । বর্তমানে লালবাবু পুলিশ হেফাজতে চিকিৎসাধীন । তাঁর জ্ঞান ফেরার পরই ঘটনার কারণ জানা যাবে ।

স্থানীয়দের তরফেও পুলিশের কাছে লালবাবুর বাড়িতে পারিবারিক কলহের বিষয়টি জানানো হয়েছে ৷ ফলে ঠিক কী কারণে তাঁদের বাড়িতে অশান্তি হত, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন: দিল্লিতে অ্যামাজনের সিনিয়র ম্যানেজারকে গুলি করে খুন, গুলিতে আশংকাজনক তাঁর মামা

বৈশালী, 30 অগস্ট: মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর মিলেছে বিহারের বৈশালীতে ৷ সেখানে একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ পরিবারের আরেক সদস্যকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ তিনি আপাতত চিকিৎসাধীন ৷ তাঁর জ্ঞান ফিরলেই সম্পূর্ণ তথ্য সামনে আসবে বলে পুলিশ জানিয়েছে ৷

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল বৈশালীতে নবনির্মিত কাজিপুর থানা এলাকার চণ্ডী গ্রাম ৷ বুধবার সকালে সেখানে একটি বাড়ি থেকে এক মহিলা ও তাঁর দুই মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ মহিলার নাম আশা দেবী৷ তাঁর বড় মেয়ের নাম কোশিশ ও ছোট মেয়ের নাম নন্দিনী ৷ আশা দেবীর স্বামী লালবাবু সিং-কে ঘর থেকেই সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ৷

পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, লালবাবুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পুলিশ আপাতত তাঁর জ্ঞান ফেরার অপেক্ষায় রয়েছে ৷ কারণ, তাঁর জ্ঞান ফিরলে পুরো ঘটনা জানা যাবে ৷ তাই তার আগে পারিপার্শিক তথ্যপ্রমাণ জোগাড় করছে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র ৷ পুলিশের অনুমান ওই অস্ত্র দিয়েই খুন করা হয়েছে আশা ও তাঁর দুই মেয়েকে ৷

এ দিন ঘটনাস্থলে যান হাজিপুর সদরের এসডিপিও ওমপ্রকাশ ৷ তিনি জানান, লালবাবু সিং একজন গাড়ি চালক হিসেবে কাজ করেন ৷ তিনি একজন মাদকাসক্ত৷ তাই পুলিশ মনে করছে তিনিই স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করেছেন । বর্তমানে লালবাবু পুলিশ হেফাজতে চিকিৎসাধীন । তাঁর জ্ঞান ফেরার পরই ঘটনার কারণ জানা যাবে ।

স্থানীয়দের তরফেও পুলিশের কাছে লালবাবুর বাড়িতে পারিবারিক কলহের বিষয়টি জানানো হয়েছে ৷ ফলে ঠিক কী কারণে তাঁদের বাড়িতে অশান্তি হত, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন: দিল্লিতে অ্যামাজনের সিনিয়র ম্যানেজারকে গুলি করে খুন, গুলিতে আশংকাজনক তাঁর মামা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.