ETV Bharat / bharat

Wife Broke Husband Head: স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রী'র বিরুদ্ধে - মহিলাদের হেনস্থা

নাদিম পুলিশকে জানিয়েছে, বুধবার রাতে তিনি বাড়িতে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে তাঁর স্ত্রী শবনম লাঠি নিয়ে তাঁর কাছে আসে ৷ আর ঘুমন্ত অবস্থাতেই তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় স্ত্রী। চোখ খুলতেই স্ত্রী অ্যাসিডভর্তি বোতল তাঁর চোখে ছুড়ে মারে বলেও অভিযোগ নাদিমের।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 10:31 PM IST

মিরাট (উত্তরপ্রদেশ), 20 অক্টোবর: মহিলাদের হেনস্থার অভিযোগ নতুন কোনও বিষয় নয় ৷ বিভিন্নভাবে মহিলারা আক্রান্ত হচ্ছেন তা প্রায়ই শোনা এবং কোনও কোনও ঘটনা প্রকাশ্য়েও আসে ৷ কিন্তু বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মিরাট থেকে এক চাঞ্চল্য়কর ঘটনা সামনে এসেছে। এই মামলা এখন পর্যন্ত সব মামলার থেকে আলাদা বলেই মনে করছেন খোদ পুলিশ আধিকারিকরাও। মেভগড়ির বাসিন্দা এক যুবক মাথায় ব্যান্ডেজ বেঁধে কাঁদতে কাঁদতে থানায় পৌঁছেছেন বলে খবর। স্ত্রীয়ের বিরুদ্ধে অত্যাচার, এমনকী অ্যাসিড ঢেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন ওই যুবক। পুলিশে ওই যুবক অভিযোগ করে জানিয়েছে, স্ত্রী তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে।

ঘটনাটি লিসাডি গেট থানা এলাকার মেভগড়ির। নাদিম নামে ওই যুবক বৃহস্পতিবার মাথায় ব্যান্ডেজ নিয়ে থানায় পৌঁছে যান। নাদিম পুলিশকে জানিয়েছেন, বুধবার রাতে তিনি বাড়িতে ঘুমাচ্ছিলেন । গভীর রাতে তাঁর স্ত্রী শবনম লাঠি নিয়ে তাঁর কাছে আসে ৷ আর ঘুমন্ত অবস্থাতেই তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে । চোখ খুলতেই স্ত্রী অ্যাসিডভর্তি বোতল তার চোখে ছুড়ে মারে বলেও অভিযোগ নাদিমের। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লাঠি নিয়ে ফের স্ত্রী হামলা চালায় বলে অভিযোগ। আর তার জেরেই তাঁর মাথা থেকে রক্তক্ষরণ হয় বলেও পুলিশে জানান নাদিম।

নাদিম পুলিশকে জানিয়েছেন, তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন ৷ তাঁরাই নাদিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। নির্যাতিত ওই ব্যক্তির দাবি, তাঁর স্ত্রী তাঁকে কারও কাছে বসতেও দেয় না। তিনি সবসময় স্ত্রীয়ের ভয়ে থাকেন বলেও জানিয়েছেন ৷ স্ত্রী শবনমের বিরুদ্ধে অ্যাসিড ঢেলে ও লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করেছেন থানায়।

আরও পড়ুন: নিঠারি-কাণ্ডে নির্দোষ ঘোষণার 3 দিন পর মুক্তি পেলেন মনিন্দর সিং

এ ঘটনায় লিসাডি গেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র কুমার জানান, এক যুবক তার স্ত্রী'র বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। তাঁর কথায়, "এটা স্বামী-স্ত্রী'র পারস্পরিক বিবাদের বিষয়। তবে তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া হবে।"

মিরাট (উত্তরপ্রদেশ), 20 অক্টোবর: মহিলাদের হেনস্থার অভিযোগ নতুন কোনও বিষয় নয় ৷ বিভিন্নভাবে মহিলারা আক্রান্ত হচ্ছেন তা প্রায়ই শোনা এবং কোনও কোনও ঘটনা প্রকাশ্য়েও আসে ৷ কিন্তু বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মিরাট থেকে এক চাঞ্চল্য়কর ঘটনা সামনে এসেছে। এই মামলা এখন পর্যন্ত সব মামলার থেকে আলাদা বলেই মনে করছেন খোদ পুলিশ আধিকারিকরাও। মেভগড়ির বাসিন্দা এক যুবক মাথায় ব্যান্ডেজ বেঁধে কাঁদতে কাঁদতে থানায় পৌঁছেছেন বলে খবর। স্ত্রীয়ের বিরুদ্ধে অত্যাচার, এমনকী অ্যাসিড ঢেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন ওই যুবক। পুলিশে ওই যুবক অভিযোগ করে জানিয়েছে, স্ত্রী তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে।

ঘটনাটি লিসাডি গেট থানা এলাকার মেভগড়ির। নাদিম নামে ওই যুবক বৃহস্পতিবার মাথায় ব্যান্ডেজ নিয়ে থানায় পৌঁছে যান। নাদিম পুলিশকে জানিয়েছেন, বুধবার রাতে তিনি বাড়িতে ঘুমাচ্ছিলেন । গভীর রাতে তাঁর স্ত্রী শবনম লাঠি নিয়ে তাঁর কাছে আসে ৷ আর ঘুমন্ত অবস্থাতেই তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে । চোখ খুলতেই স্ত্রী অ্যাসিডভর্তি বোতল তার চোখে ছুড়ে মারে বলেও অভিযোগ নাদিমের। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লাঠি নিয়ে ফের স্ত্রী হামলা চালায় বলে অভিযোগ। আর তার জেরেই তাঁর মাথা থেকে রক্তক্ষরণ হয় বলেও পুলিশে জানান নাদিম।

নাদিম পুলিশকে জানিয়েছেন, তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন ৷ তাঁরাই নাদিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। নির্যাতিত ওই ব্যক্তির দাবি, তাঁর স্ত্রী তাঁকে কারও কাছে বসতেও দেয় না। তিনি সবসময় স্ত্রীয়ের ভয়ে থাকেন বলেও জানিয়েছেন ৷ স্ত্রী শবনমের বিরুদ্ধে অ্যাসিড ঢেলে ও লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করেছেন থানায়।

আরও পড়ুন: নিঠারি-কাণ্ডে নির্দোষ ঘোষণার 3 দিন পর মুক্তি পেলেন মনিন্দর সিং

এ ঘটনায় লিসাডি গেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র কুমার জানান, এক যুবক তার স্ত্রী'র বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। তাঁর কথায়, "এটা স্বামী-স্ত্রী'র পারস্পরিক বিবাদের বিষয়। তবে তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.