আলিগড়, 6 ডিসেম্বর: যাবজ্জীবন সাজা খুনের অপরাধীকে ৷ মঙ্গলবার এই মামালার সাজা ঘোষণা করল আলিগড় আদালত ৷ জগদীশ নামে ওই ব্যক্তি মাত্র 200 টাকার জন্য খুন করেছিলেন ৷ তারই সাজা পেলেন তিনি ৷ তিন বছর আগে গাঙ্গারীর এলাকায় এক খুনের ঘটনা ছিল ৷ একটি মামলা দায়ের হয়েছিল ৷ এদিন সেই মামলার রায় ঘোষণা করলেন এডিজে সঞ্জীব কুমার সিং ৷
200 টাকা ঋণ চেয়ে খুন: তিন বছর আগে গাঙ্গিরীর খালসা এলাকায় টিটু নামে ব্যক্তি 200 টাকা ঋণ চেয়েছিলেন এলাকার এক ব্যক্তির থেকে ৷ তখনই ওই ব্যক্তি ছুরি নিয়ে আক্রম্ন করে টিটুর উপর ৷ এই মামলায় কোনও প্রত্যক্ষদর্শী ছিল না । মৃত্যুর আগে টিটুর জবানবন্দির ভিত্তিতে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মামলায় সাজা দেন । সেই সঙ্গে 25 হাজার টাকা জরিমানাও ধার্য করেছে ৷
আইনজীবীর বক্তব্য: সরকার পক্ষের আইনজীবী এডিজিসি জেপি রাজপুত জানান, 2020 সালের 8 মে গভীর রাতে ঘটনাটি ঘটেছিল ৷ জানা গিয়েছে, টিটু তার খুড়তুতো ভাই ৷ তার বাড়ির বিপরীতে থাকত ৷ ঘটনার দিন তিনি টিটুর আওয়াজ পেয়ে দেখেন তার শরীরে একাধিক ছুরির ক্ষত ৷ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয় হয়েছিল ৷ সেখানেই মৃত্যুকালীন জবানবন্দিতে ওই যুবক জানায়, সে 200 টাকা চেয়েছিল ৷ সেই সময়ে জগদীশ টিটুকে ছুরি দিয়ে আঘাত করে ৷ জেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় টিটুর ৷ এই ঘটনায় 9 জন সাক্ষী থাকলেও কোনও প্রত্যক্ষদর্শী ছিল না ৷ নিহতের মৃ্ত্যুকালীন জবানবন্দিতে অনুসারে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ৷ ন'জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে আদালত অভিযুক্তের সাজা ঘোষণা করেছে ৷ জগদীশের যাবজজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয় ৷
আরও পড়ুন: