লখনউ, 31 অগস্ট: কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের লখনউয়ে ৷ সেখানকার একটি গ্রামে ওই কিশোরীর বাড়ি ৷ স্থানীয় তিন যুবক এই ঘটনায় জড়িত বলে নির্যাতিতার বাবার অভিযোগ ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে ৷ যদিও নির্যাতিতার বাবার দাবি, শুরুতে পুলিশ তদন্তে ঢিলেমি দিয়েছে ৷ অভিযোগ নিতেই চাইছিল না ৷ অভিযুক্তরা তাঁকে হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা ৷
তিনি জানান, ছ’মাস আগে তাঁর স্ত্রী মারা গিয়েছেন ৷ তিনি ও তাঁর তিন মেয়ে বাড়িতে থাকেন ৷ তাঁর এক মেয়ে রবিবার বিকেলে বাজারে গিয়েছিল ৷ মেয়েটির বয়স 17 ৷ বিকেল 5টা নাগাদ বাজার থেকে ফেরার সময় অনিল ও বিশাল এবং তাদের বন্ধু করণের সঙ্গে দেখা হয় মেয়েটির ৷ মেয়েটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে বাইকে উঠিয়ে নেয় ৷
নির্যাতিতার বাবার অভিযোগ, বাড়িতে পৌঁছে না দিয়ে মেয়েকে তারা নির্জন জায়গায় নিয়ে যায় ৷ সেখানে গণধর্ষণ করা হয় মেয়েটিকে ৷ সোমবার রাতে মেয়ে বাড়ি ফিরে আসে ৷ বাড়ি এসে মেয়েটি নির্যাতনের কথা জানায় ৷ মেয়েটির বাবার আরও দাবি, তাঁর মেয়েকে খুন করার চেষ্টাও করেছিল অভিযুক্তরা ৷ সোমবার রাত 8টা নাগাদ গ্রামের একটি বাগানে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করে ৷ তখন মেয়েটি অচেতন ছিল ৷ বিষয়টিকে আত্মহত্যা বলে দেখাতে চেয়েছিল অভিযুক্তরা ৷
কিন্তু সেই কাজে অভিযুক্তরা সফল হয়নি ৷ তাই মেয়েটিকে বাড়ির সামনে ফেলে দিয়ে পালিয়ে যায় ৷ পরে জ্ঞান ফেরার পর মেয়েটি বাড়িতে আসে ৷ পরে পুলিশের কাছে অভিযোগ জানানো হয় ৷ মেয়েটির মেডিক্যাল টেস্ট করানো হয়েছে পুলিশের তরফে ৷ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷
এদিকে মেয়েটির বাবার অভিযোগ, রবিবার সন্ধ্যার পর মেয়ে বাড়ি না ফেরায় তিনি খোঁজাখুঁজি করেন ৷ তার পরও তিনি মেয়েকে খুঁজে পাননি ৷ সোমবার দুপুর 3টে নাগাদ তিনি স্থানীয় কানকাহা ফাঁড়িতে যান ৷ মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ জানাতেই তিনি সেখানে গিয়েছিলেন ৷ কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে ৷ এমনকী, মেয়েকে নিয়ে গণধর্ষণের অভিযোগ জানাতে গেলেও পুলিশ অভিযোগ নিতে টালবাহানা করছিল বলে তিনি দাবি করেছেন ৷ মেয়েটি নেশাগ্রস্ত অবস্থায় ওই যুবকদের সঙ্গে গিয়েছিল বলেও পুলিশ প্রথমে দাবি করে ৷
আরও পড়ুন: নির্ভয়াকাণ্ডের ছায়া! গণধর্ষণ করে নাবালিকাকে গাড়ি থেকে ছুড়ে ফেলল 3 যুবক
কিন্তু পরে অভিযোগ নেওয়া হয় ৷ তদন্তও শুরু হয়েছে ৷ মেয়েটির বাবার আরও দাবি, তিনি এখন ঘরছাড়া ৷ কারণ, অভিযুক্তরা তাঁকে হুমকি দিয়েছে ৷ তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়ে গ্রেফতারির ব্য়বস্থা করা হবে বলেও হুমকি দিয়েছে অভিযুক্তরা ৷ তাই ভয়ে তিনি মেয়েদের নিয়ে বাড়ির বাইরে রয়েছেন ৷