ETV Bharat / bharat

Journalist Shot Dead: বিহারে বাড়ি ঢুকে সাংবাদিককে গুলি করে খুন! নীতীশ কুমারের হস্তক্ষেপের দাবি - Crime journalist shot dead in Bihar

Crime journalist shot dead in Bihar: সাংবাদিকের বাড়িত এসে তাঁকে খুন । ভোর সাড়ে পাঁচটায় গুলি করে খুন বলে পুলিশ সূত্রে খবর,চার বছর আগে একই ভাবে সাংবাদিকের ভাইকে হত্যা । তদন্তে পুলিশ ।

Journalist Shot Dead
বিহারে সাংবাদিককে গুলি করে খুন
author img

By

Published : Aug 18, 2023, 12:25 PM IST

Updated : Aug 18, 2023, 2:58 PM IST

আরারিয়া, 18 অগস্ট: বিহারে ফের সাংবাদিক হত্যা । এবার গুলি করে খুন করা হল তদন্তমূলক সাংবাদিক বিমল কুমার যাদবকে । ঘটনা বিহারের আরারিয়ার । শুক্রবার ভোর সাড়ে পাঁচটার সময় আরারিয়ার রায়গঞ্জ পুলিশ স্টেশনের সামনে খুন করা হয় সাংবাদিককে বলে খবর । পুলিশ সূত্রে খবর, সাংবাদিকের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা । তিনি দরজা খুলতেই গুলি করা হয় ।

এসপি অশোক কুমার জানাচ্ছেন, ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিমল কুমারের বাড়িতে এসে দরজা ধাক্কা দেয় দুষ্কৃতীরা । দরজা খুলতেই বিমলের বুকের উপর গুলি চলে । তারপরেই পালিয়ে যায় দুষ্কৃতীরা । গোটা ঘটনার তদন্তে পুলিশ ।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেই আরারিয়ার সাংসদ প্রদীপ কুমার সিং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হস্তক্ষেপ দাবি করেছেন । সাংবাদিকের হত্যা ঘটনায় সরব হয়েই তিনি বলেছেন, " চার বছর আগে বিমলের ভাইকেও একইভাবে খুন করা হয়, সেইসময়ও প্রশাসন কোনও তৎপরতা দেখায়নি, সেদিন অপরাধীরা শাস্তি পেলে আজ এই হত্যাকাণ্ড ঘটত না, এই রাজ্যে এভাবেই চতুর্থ স্তম্ভের হত্যা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন"

বিহারে সাংবাদিক হত্যা নতুন নয় । গতবছরই বিহারের বেগুসরাইয়ে মাথায় গুলি করে খুন করা হয় সাংবাদিক সুভাষ কুমার মাহাতোকে । মাত্র 26 বছরের সুভাষ বিহারের বালি মাফিয়াদের নিয়ে খবর করছিলেন । তার জেরেই খুন বলে পুলিশ সূত্রে খবর । বিমল কুমারের খুনের নেপথ্যে ঠিক কী কারণ, জানা না গেলেও পুলিশের অনুমান, নিজের ভাইয়ের খুনে একমাত্র সাক্ষী ছিলেন বিমল । প্রমাণ মেটাতেই হয়ত দুষ্কৃতীদের টার্গেট তিনি।

এর আগে 2016 সালে বিহারের প্রবীণ সাংবাদিক রাজদেব রঞ্জনকে খুন করা হয়েছিল । বিহারের সিওয়ানে রাজদেবের উপর হামলা, পাঁচ বার তাঁর উপর গুলি চলে । ঘটনাস্থলেই মৃত্যু হয় সাংবাদিকের । ফের একবার একই ঘটনা । জানা যাচ্ছে, নিহত বিমল কুমার আরারিয়ার এক দৈনিক সংবাদপত্রে কর্মরত ছিলেন ।

বিস্তারিত পড়ুন: মহিলাকে ধর্ষণের অভিযোগে কনস্টেবলকে বেধড়ক মার স্থানীয়দের, পালাল পুলিশের সহযোগিতায় !

আরারিয়া, 18 অগস্ট: বিহারে ফের সাংবাদিক হত্যা । এবার গুলি করে খুন করা হল তদন্তমূলক সাংবাদিক বিমল কুমার যাদবকে । ঘটনা বিহারের আরারিয়ার । শুক্রবার ভোর সাড়ে পাঁচটার সময় আরারিয়ার রায়গঞ্জ পুলিশ স্টেশনের সামনে খুন করা হয় সাংবাদিককে বলে খবর । পুলিশ সূত্রে খবর, সাংবাদিকের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা । তিনি দরজা খুলতেই গুলি করা হয় ।

এসপি অশোক কুমার জানাচ্ছেন, ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিমল কুমারের বাড়িতে এসে দরজা ধাক্কা দেয় দুষ্কৃতীরা । দরজা খুলতেই বিমলের বুকের উপর গুলি চলে । তারপরেই পালিয়ে যায় দুষ্কৃতীরা । গোটা ঘটনার তদন্তে পুলিশ ।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেই আরারিয়ার সাংসদ প্রদীপ কুমার সিং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হস্তক্ষেপ দাবি করেছেন । সাংবাদিকের হত্যা ঘটনায় সরব হয়েই তিনি বলেছেন, " চার বছর আগে বিমলের ভাইকেও একইভাবে খুন করা হয়, সেইসময়ও প্রশাসন কোনও তৎপরতা দেখায়নি, সেদিন অপরাধীরা শাস্তি পেলে আজ এই হত্যাকাণ্ড ঘটত না, এই রাজ্যে এভাবেই চতুর্থ স্তম্ভের হত্যা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন"

বিহারে সাংবাদিক হত্যা নতুন নয় । গতবছরই বিহারের বেগুসরাইয়ে মাথায় গুলি করে খুন করা হয় সাংবাদিক সুভাষ কুমার মাহাতোকে । মাত্র 26 বছরের সুভাষ বিহারের বালি মাফিয়াদের নিয়ে খবর করছিলেন । তার জেরেই খুন বলে পুলিশ সূত্রে খবর । বিমল কুমারের খুনের নেপথ্যে ঠিক কী কারণ, জানা না গেলেও পুলিশের অনুমান, নিজের ভাইয়ের খুনে একমাত্র সাক্ষী ছিলেন বিমল । প্রমাণ মেটাতেই হয়ত দুষ্কৃতীদের টার্গেট তিনি।

এর আগে 2016 সালে বিহারের প্রবীণ সাংবাদিক রাজদেব রঞ্জনকে খুন করা হয়েছিল । বিহারের সিওয়ানে রাজদেবের উপর হামলা, পাঁচ বার তাঁর উপর গুলি চলে । ঘটনাস্থলেই মৃত্যু হয় সাংবাদিকের । ফের একবার একই ঘটনা । জানা যাচ্ছে, নিহত বিমল কুমার আরারিয়ার এক দৈনিক সংবাদপত্রে কর্মরত ছিলেন ।

বিস্তারিত পড়ুন: মহিলাকে ধর্ষণের অভিযোগে কনস্টেবলকে বেধড়ক মার স্থানীয়দের, পালাল পুলিশের সহযোগিতায় !

Last Updated : Aug 18, 2023, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.