ETV Bharat / bharat

Cricket Coach Arrested: কিশোরী ক্রিকেটারদের যৌন হেনস্তায় অভিযুক্ত প্রশিক্ষক গ্রেফতার - ক্রিকেট প্রশিক্ষক নরেন্দ্র লাল শাহ

কোচিং ক্যাম্পে প্রশিক্ষণ নিতে আসা কিশোরী ক্রিকেটারদের যৌন হেনস্তায় অভিযুক্ত প্রশিক্ষক ৷ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডে ৷

Cricket Coach Arrested
Cricket Coach Arrested
author img

By

Published : Apr 7, 2023, 3:54 PM IST

দেরাদুন (উত্তরাখণ্ড), 7 এপ্রিল: কিশোরী ক্রিকেট খেলোয়াড়দের সঙ্গে অশ্লীল কথা বলা ও যৌন হেনস্তার অভিযোগে এক ক্রিকেট প্রশিক্ষককে গ্রেফতার করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নেহরু কলোনি থানা এলাকায় ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ক্রিকেট প্রশিক্ষকের নাম নরেন্দ্র লাল শাহ ৷ তিনি এইমসে ভর্তি ছিলেন৷ বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে এইমস থেকে ছাড়া হয় ৷ তার পরই তাঁকে পুলিশ গ্রেফতার করে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ক্রিকেট প্রশিক্ষক নরেন্দ্র লাল শাহের বিরুদ্ধে কিশোরী ক্রিকেটারদের সঙ্গে ফোনে অশ্লীল কথা বলার ও তাদের শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে । ফোনে অশ্লীল কথা বলার একটি অডিয়ো ভাইরাল হয়েছে ৷ অভিযুক্ত প্রশিক্ষক নরেন্দ্র লাল শাহ অশ্লীল অডিয়ো ভাইরাল হওয়ার পরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন । গত কয়েকদিন ধরে তিনি দুন হাসপাতালে ভর্তি ছিলেন । পেটে ব্যথার অভিযোগের পর মঙ্গলবার তাঁকে ঋষিকেশের এইমসে রেফার করা হয়েছিল ।

আপাতত তাঁকে ওই হাসপাতাল থেকে ছাড়া হলেও পাঁচদিন পর আবার ওই হাসপাতালে ওপিডি-তে চিকিৎসকের কাছে আসতে বলা হয়েছে ৷ তার আগেই তিনি গ্রেফতার হলেন ৷ পুলিশ তাঁকে আদালতে পেশ করেছে ৷ কিন্তু আদালত কী নির্দেশ দিয়েছে, তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি ৷

এদিকে যাদের সঙ্গে ওই প্রশিক্ষক অশ্লীল কথা বলেছিলেন বলে অভিযোগ, সেই তিন কিশোরীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে পুলিশের তরফে ৷ পুলিশ পকসো ও এসসি-এসটি আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷

অভিযুক্ত নরেন্দ্র লাল শাহ দেরাদুনে একটি ক্রিকেট কোচিং ক্যাম্প চালান ৷ যে তিন কিশোরীর সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাঁরা ওই কোচিং ক্যাম্পেই ক্রিকেটের প্রশিক্ষণ নেয় ৷ সেই সূত্রেই তাদের সঙ্গে ফোনে কথা বলতেন নরেন্দ্র ৷ তখনই তিনি এই কাণ্ড ঘটান বলে অভিযোগ ৷ এই অভিযোগ সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে দেরাদুনে ৷ বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরেও পদক্ষেপ করা শুরু হয়েছে ৷ অভিযোগ প্রমাণিত হলে কোনওভাবেই যেন বিসিসিআই-ও নরেন্দ্র লাল শাহকে রেয়াত না করে, সেই দাবিও উঠেছে ৷

আরও পড়ুন: কানাডা ফেরত প্রেমিকাকে খুন করে লাশ গুম ! 9 মাস পর প্রকাশ্য়ে ঘটনা

দেরাদুন (উত্তরাখণ্ড), 7 এপ্রিল: কিশোরী ক্রিকেট খেলোয়াড়দের সঙ্গে অশ্লীল কথা বলা ও যৌন হেনস্তার অভিযোগে এক ক্রিকেট প্রশিক্ষককে গ্রেফতার করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নেহরু কলোনি থানা এলাকায় ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ক্রিকেট প্রশিক্ষকের নাম নরেন্দ্র লাল শাহ ৷ তিনি এইমসে ভর্তি ছিলেন৷ বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে এইমস থেকে ছাড়া হয় ৷ তার পরই তাঁকে পুলিশ গ্রেফতার করে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ক্রিকেট প্রশিক্ষক নরেন্দ্র লাল শাহের বিরুদ্ধে কিশোরী ক্রিকেটারদের সঙ্গে ফোনে অশ্লীল কথা বলার ও তাদের শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে । ফোনে অশ্লীল কথা বলার একটি অডিয়ো ভাইরাল হয়েছে ৷ অভিযুক্ত প্রশিক্ষক নরেন্দ্র লাল শাহ অশ্লীল অডিয়ো ভাইরাল হওয়ার পরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন । গত কয়েকদিন ধরে তিনি দুন হাসপাতালে ভর্তি ছিলেন । পেটে ব্যথার অভিযোগের পর মঙ্গলবার তাঁকে ঋষিকেশের এইমসে রেফার করা হয়েছিল ।

আপাতত তাঁকে ওই হাসপাতাল থেকে ছাড়া হলেও পাঁচদিন পর আবার ওই হাসপাতালে ওপিডি-তে চিকিৎসকের কাছে আসতে বলা হয়েছে ৷ তার আগেই তিনি গ্রেফতার হলেন ৷ পুলিশ তাঁকে আদালতে পেশ করেছে ৷ কিন্তু আদালত কী নির্দেশ দিয়েছে, তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি ৷

এদিকে যাদের সঙ্গে ওই প্রশিক্ষক অশ্লীল কথা বলেছিলেন বলে অভিযোগ, সেই তিন কিশোরীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে পুলিশের তরফে ৷ পুলিশ পকসো ও এসসি-এসটি আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷

অভিযুক্ত নরেন্দ্র লাল শাহ দেরাদুনে একটি ক্রিকেট কোচিং ক্যাম্প চালান ৷ যে তিন কিশোরীর সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাঁরা ওই কোচিং ক্যাম্পেই ক্রিকেটের প্রশিক্ষণ নেয় ৷ সেই সূত্রেই তাদের সঙ্গে ফোনে কথা বলতেন নরেন্দ্র ৷ তখনই তিনি এই কাণ্ড ঘটান বলে অভিযোগ ৷ এই অভিযোগ সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে দেরাদুনে ৷ বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরেও পদক্ষেপ করা শুরু হয়েছে ৷ অভিযোগ প্রমাণিত হলে কোনওভাবেই যেন বিসিসিআই-ও নরেন্দ্র লাল শাহকে রেয়াত না করে, সেই দাবিও উঠেছে ৷

আরও পড়ুন: কানাডা ফেরত প্রেমিকাকে খুন করে লাশ গুম ! 9 মাস পর প্রকাশ্য়ে ঘটনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.