নয়াদিল্লি, 8 ডিসেম্বর : প্রয়াত তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে শুক্রবার (Cremation of CDS Bipin Rawat) ৷ আগামিকাল সন্ধ্যের মধ্যে মিলিটারি বিমানে করে তাঁদের নশ্বর দেহ দিল্লিতে নিয়ে যাওয়ার কথা রয়েছে ৷ এরপর 10 ডিসেম্বর দিল্লি ক্যান্টনমেন্টে চিরবিদায় জানানো হবে ভারতীয় সেনার সর্বাধিনায়ককে ৷ শুক্রবার দিল্লির বাড়িতে শায়িত থাকবে বিপিন রাওয়াতের দেহ ৷ সকাল 11টা থেকে দুপুর দুটো পর্যন্ত তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন মানুষ ৷ এরপর কামরাজ মার্গ থেকে শোভাযাত্রা করে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার ক্রিমেটোরিয়ামে (Cremation of CDS Bipin Rawat to be done on Friday) ৷ সংবাদ সংস্থা সূত্রে এই খবর জানানো হয়েছে ৷
আজই তামিলনাড়ুর কুন্নুরে এক মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (bipin rawat) সহ 13 জন পদস্থ সেনা আধিকারিকের ৷ মৃতদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতও ৷ বিপিন রাওয়াতের মৃত্যুর খবর সর্বপ্রথম বায়ুসেনার তরফে টুইট করে জানানো হয় ৷ মৃতদের মধ্যে বায়ুসেনার চারজন পদস্থ আধিকারিক রয়েছেন ৷ বাকি সাতজন সেনা আধিকারিক ৷ একমাত্র বেঁচে রয়েছেন ক্যাপ্টেন বরুণ সিং ৷
-
Cremation of Chief of Defence Staff General Bipin Rawat and his wife to be done on Friday (December 10) in Delhi Cantonment. Their mortal remains are expected to arrive in the National Capital in a military plane by tomorrow evening.
— ANI (@ANI) December 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Cremation of Chief of Defence Staff General Bipin Rawat and his wife to be done on Friday (December 10) in Delhi Cantonment. Their mortal remains are expected to arrive in the National Capital in a military plane by tomorrow evening.
— ANI (@ANI) December 8, 2021Cremation of Chief of Defence Staff General Bipin Rawat and his wife to be done on Friday (December 10) in Delhi Cantonment. Their mortal remains are expected to arrive in the National Capital in a military plane by tomorrow evening.
— ANI (@ANI) December 8, 2021
এদিকে ভারতীয় আর্মির পক্ষ থেকে এই ঘটনায় বিবৃতি দিয়ে শোকপ্রকাশ করা হয়েছে ৷ সস্ত্রীক বিপিন রাওয়াত ও বাকি 11জন উচ্চপদস্থ সেনা আধিকারিকের কপ্টার দুর্ঘটনায় মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছে ভারতীয় সেনা ৷ এর পাশাপাশি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের কর্মজীবন সম্পর্কে বলা হয়েছে ৷ ভারতীয় সেনায় তাঁর অবদানের কথা তুলে ধরে ধরা হয়েছে ৷