কলকাতা, 29 ডিসেম্বর: কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে দেশের বিচারবিভাগীয় ব্যবস্থায় (Judicial System) হস্তক্ষেপ করার অভিযোগ তুলল সিপিএম (CPIM) । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বে ধারাবাহিক ভাবে বিচারবিভাগীয় নিয়োগ এবং বদলিতে সরকার প্রভাব খাটাচ্ছে বলেও অভিযোগ । তাই, বিচার বিভাগের স্বাধীনতাকে আপসহীনভাবে রাখার আহ্বান জানিয়েছে সিপিএমের পলিটব্যুরো (CPIM Politburo) ।
এক প্রেস বিবৃতিতে সিপিএম পলিটব্যুরো বলেছে, মোদি সরকার (Modi Government) বিচারবিভাগীয় নিয়োগ এবং বদলিতে সরকার প্রভাব খাটাচ্ছে ৷ যার ফলে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, কলেজিয়াম সিস্টেম এবং ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনের (এনজেএসি) মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে । সিপিএম এর বিরোধিতা করছে ৷ সেই কারণেই বিচার বিভাগের স্বাধীনতাকে আপসহীন করার দাবি তোলা হয়েছে ৷
আরও পড়ুন: লাদাখের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ CPI(M) পলিটবুরোর
একই ভাবে সিপিএমের পলিটব্যুরো ভারতীয় অর্থনীতিতে (Indian Economy) গভীর মন্দার অভিয়োগ তুলে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । তাদের অভিযোগ, অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধার নিয়ে সরকারের তরফে সমস্ত প্রচার এবং দাবি করা হচ্ছে ৷ তার পরও ভারতের উৎপাদনশীল ক্ষমতা বাড়ানোর জন্য বিনিয়োগ বাড়ছে না । অক্টোবরে শিল্প উৎপাদন 4 শতাংশ সংকুচিত হয়েছে ৷ তিন মাসের মধ্যে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটেছে । অক্টোবরে শিল্প উৎপাদনের সূচক (IIP) দাঁড়িয়েছে 129.6 ৷ যা সেপ্টেম্বর 2021-এর থেকেও কম ৷ টেকসই পণ্যের উৎপাদন 15.3 শতাংশ এবং অন্য পণ্যের উৎপাদন 13.4 শতাংশ কমেছে । এটি মানুষের ক্রয় ক্ষমতার ক্রমাগত হ্রাসের ইঙ্গিত বলেই পলিটব্যুরোর তরফে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে ।
একই সঙ্গে সিপিএমের পলিটব্যুরোর তরফে ক্রমবর্ধমান বেকারত্ব (Unemployment) নিয়েও অভিযোগ করা হয়েছে ৷ পলিটব্যুরো বলেছে, "নভেম্বরে 8 শতাংশের তুলনায় ডিসেম্বরে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 8.8 শতাংশে । শহুরে বেকারত্ব 9.6 শতাংশে পৌঁছেছে ৷ গ্রামীণ বেকারত্ব 7.8 শতাংশ । সিপিএমের পলিটব্যুরোর ওই বিবৃতিতে বাদ যায়নি মূল্যবৃদ্ধির প্রসঙ্গও । বলা হয়েছে, মুদ্রাস্ফীতি বাড়তে থাকে । খাদ্য মূল্যস্ফীতি মানুষের জীবনযাত্রার উপর আরও সমস্যা তৈরি করছে ৷
তবে এই প্রথম নয় ৷ এর আগেও একাধিকবার এই ধরনের বিবৃতি দিয়েছে সিপিএমের পলিটব্যুরো ৷ সেখানেই বিভিন্ন ইস্যুতে তারা মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে ৷
আরও পড়ুন: তৃতীয়বার সিপিএমের সাধারণ সম্পাদক ইয়েচুরি, পলিটব্যুরো থেকে অব্যাহতি বিমানকে