ETV Bharat / bharat

Shailaja rejects Magsaysay Award: ম্যাগসেসে পুরস্কার প্রত্যাখ্যান সিপিএম নেত্রী শৈলজার

author img

By

Published : Sep 4, 2022, 4:52 PM IST

Updated : Sep 4, 2022, 5:22 PM IST

রামন ম্যাগসেসে পুরস্কার প্রত্যাখ্যান করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য কেকে শৈলজা (Shailaja rejects Magsaysay Award)৷ দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷

CPIM central committee member Shailaja rejects Ramon Magsaysay Award
ম্যাগসেসে পুরস্কার প্রত্যাখ্যান সিপিএম নেত্রী শৈলজার

তিরুবনন্তপুরম/নয়াদিল্লি: রামন ম্যাগসেসে পুরস্কার (Ramon Magsaysay Award) প্রত্যাখ্যান করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য (CPIM central committee member) কেকে শৈলজা ৷ যাঁর নামে এই পুরস্কার তিনি ফিলিপিন্সের রাষ্ট্রপতি ছিলেন ৷ কমিউনিস্টদের বিরুদ্ধে প্রয়াত রাষ্ট্রপতির নৃশংস অত্যাচারের অভিযোগ থাকার প্রতিবাদ স্বরূপ শৈলজা ম্যাগসেসে পুরস্কার গ্রহণ করতে রাজি হননি বলে জানা গিয়েছে ৷ দলের জাতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷

কেরলের স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন বিশেষত করোনা অতিমারী ও নিপাহ ভাইরাসের সংক্রমণের সময় অনবদ্য অবদানের জন্য শৈলজাকে 64তম ম্যাগসেসে পুরস্কার (Shailaja rejects Magsaysay Award) দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল ৷ এই পুরস্কার নোবেল পুরস্কারের এশীয় ভার্সান হিসেবেই বিবেচিত হয় ৷ তবে এই পুরস্কার তিনি গ্রহণ করবেন না বলে জানিয়ে সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির নেত্রী (KK Shailaja) বলেছেন, "পুরস্কার কমিটি আমাকে বিষয়টি জানিয়েছিল যে আমার নাম বিবেচিত হয়েছে ৷ আমি একজন রাজনৈতিক নেত্রী ৷ এই পুরস্কার সাধারণত কোনও রাজনৈতিক নেতা-নেত্রীকে দেওয়া হয় না ৷" তাঁর কথায়, "আমি সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্যা ৷ দলের নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে ৷ সর্বসম্মত ভাবে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই পুরস্কার গ্রহণ করব না ৷ এটা খুব বড় পুরস্কার কিন্তু এটা একটা স্বেচ্ছাসেবী সংস্থা এবং তারা সাধারণত কমিউনিস্টদের নীতিকে সমর্থন করে না ৷"

আরও পড়ুন: "জনগণের কাছে সর্বদা স্বচ্ছ থাকাই ভালো", কেরালায় গোষ্ঠী সংক্রমণ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী

সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দিল্লিতে এই নিয়ে বলেছেন, যে রামন ম্যাগসেসে ফিলিপিন্সে কমিউনিস্টদের উপর নৃশংস শোষণ চালিয়েছেন বলে ইতিহাসে লেখা রয়েছে, তাঁর নামে এই পুরস্কার দেওয়া হয় ৷ দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সেই নামে পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য কেকে শৈলজা ৷

1957 সাল থেকে দেওয়া হচ্ছে রামন ম্যাগসেসে পুরস্কার ৷ এটি সম্মানের দিক থেকে এশিয়ার মধ্যে সর্বোচ্চ ৷ এই পুরস্কার প্রদানের দ্বারা ফিলিপিন্সের তৃতীয় রাষ্ট্রপতির স্মৃতি ও দৃষ্টান্তমূলক নেতৃত্বের উদযাপন করা হয় ৷ প্রতি বছর এশিয়ার কোনও ব্যক্তি বা সংস্থাকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হয় ৷

তিরুবনন্তপুরম/নয়াদিল্লি: রামন ম্যাগসেসে পুরস্কার (Ramon Magsaysay Award) প্রত্যাখ্যান করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য (CPIM central committee member) কেকে শৈলজা ৷ যাঁর নামে এই পুরস্কার তিনি ফিলিপিন্সের রাষ্ট্রপতি ছিলেন ৷ কমিউনিস্টদের বিরুদ্ধে প্রয়াত রাষ্ট্রপতির নৃশংস অত্যাচারের অভিযোগ থাকার প্রতিবাদ স্বরূপ শৈলজা ম্যাগসেসে পুরস্কার গ্রহণ করতে রাজি হননি বলে জানা গিয়েছে ৷ দলের জাতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷

কেরলের স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন বিশেষত করোনা অতিমারী ও নিপাহ ভাইরাসের সংক্রমণের সময় অনবদ্য অবদানের জন্য শৈলজাকে 64তম ম্যাগসেসে পুরস্কার (Shailaja rejects Magsaysay Award) দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল ৷ এই পুরস্কার নোবেল পুরস্কারের এশীয় ভার্সান হিসেবেই বিবেচিত হয় ৷ তবে এই পুরস্কার তিনি গ্রহণ করবেন না বলে জানিয়ে সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির নেত্রী (KK Shailaja) বলেছেন, "পুরস্কার কমিটি আমাকে বিষয়টি জানিয়েছিল যে আমার নাম বিবেচিত হয়েছে ৷ আমি একজন রাজনৈতিক নেত্রী ৷ এই পুরস্কার সাধারণত কোনও রাজনৈতিক নেতা-নেত্রীকে দেওয়া হয় না ৷" তাঁর কথায়, "আমি সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্যা ৷ দলের নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে ৷ সর্বসম্মত ভাবে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই পুরস্কার গ্রহণ করব না ৷ এটা খুব বড় পুরস্কার কিন্তু এটা একটা স্বেচ্ছাসেবী সংস্থা এবং তারা সাধারণত কমিউনিস্টদের নীতিকে সমর্থন করে না ৷"

আরও পড়ুন: "জনগণের কাছে সর্বদা স্বচ্ছ থাকাই ভালো", কেরালায় গোষ্ঠী সংক্রমণ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী

সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দিল্লিতে এই নিয়ে বলেছেন, যে রামন ম্যাগসেসে ফিলিপিন্সে কমিউনিস্টদের উপর নৃশংস শোষণ চালিয়েছেন বলে ইতিহাসে লেখা রয়েছে, তাঁর নামে এই পুরস্কার দেওয়া হয় ৷ দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সেই নামে পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য কেকে শৈলজা ৷

1957 সাল থেকে দেওয়া হচ্ছে রামন ম্যাগসেসে পুরস্কার ৷ এটি সম্মানের দিক থেকে এশিয়ার মধ্যে সর্বোচ্চ ৷ এই পুরস্কার প্রদানের দ্বারা ফিলিপিন্সের তৃতীয় রাষ্ট্রপতির স্মৃতি ও দৃষ্টান্তমূলক নেতৃত্বের উদযাপন করা হয় ৷ প্রতি বছর এশিয়ার কোনও ব্যক্তি বা সংস্থাকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হয় ৷

Last Updated : Sep 4, 2022, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.