ETV Bharat / bharat

কৃষকদের উপর লাঠিচার্জ ‘সমর্থনযোগ্য নয়’: ইয়েচুরি - লাঠিচার্জ

দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল ঠেকাতে লাঠিচার্জ পুলিশের৷ ফাটানো হয় কাঁদানে গ্য়াসের সেলও৷ পুলিশের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি৷ এই ঘটনাকে ‘অসমর্থনযোগ্য’ বলে টুইট করেন তিনি৷

CPI(M) hits out at Centre for tear gassing, lathicharging farmers during tractor rally
কৃষকদের উপর লাঠিচার্জ ‘সমর্থনযোগ্য নয়’: ইয়েচুরি
author img

By

Published : Jan 26, 2021, 7:26 PM IST

নয়া দিল্লি, 26 জানুয়ারি: রাজধানীর রাস্তায় কৃষকদের ট্রাক্টর মিছিল ঠেকাতে যেভাবে লাঠিচার্জ ও কাঁদানে গ্য়াসের সেল ফাটানো হয়েছে, তা ‘‘সমর্থনযোগ্য নয়’’৷ মঙ্গলবারের ঘটনা প্রসঙ্গে এভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করল সিপিআইএম৷ দলের তরফে টুইট করলেন সীতারাম ইয়েচুরি৷

এদিন ট্রাক্টর মিছিল চলাকালীন দিল্লির বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারী কৃষকদের৷ তাতেও অবশ্য় দমেননি কৃষকরা৷ লালকেল্লার দখল কার্যত তাঁদের হাতেই চলে যায়৷ আইটিও-তেও পৌঁছে যান আন্দোলনকারীরা৷ বিভিন্ন দলে ভাগ হয়ে দিল্লির একের পর এক রাস্তার দখল নেন তাঁরা৷ কৃষকদের থামাতে বিভিন্ন জায়গায় লাঠিচার্জ শুরু করে পুলিশ৷ ফাটানো হয় কাঁদানে গ্য়াসের সেল৷

ঘটনার প্রতিবাদ জানিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি টুইট করেন, ‘‘কৃষকদের উপর লাঠিচার্জ, তাঁদের হঠাতে কাঁদানে গ্য়াসের সেল ফাটানো মেনে নেওয়া যায় না৷ দিল্লি পুলিশ এবং সংযুক্ত কিষান মোর্চার বোঝাপড়ার পরও কেন এমন হচ্ছে? সরকার কেন সংঘর্ষে মদত দিচ্ছে? তাদের শান্তিপূর্ণ, সহমত ট্রাক্টর মিছিল চলতে দেওয়া উচিত৷’’

আরও পড়ুন: লাইভ : মৃত কৃষকের দেহ আগলে অবস্থান বিক্ষোভ আইটিও ক্রসিংয়ে

আন্দোলনরত কৃষকদের এদিনের কর্মসূচি চলাকালীন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আইটিও৷ কয়েকশো আন্দোলনকারীকে হঠাতে লাঠি হাতে তেড়ে যায় পুলিশ৷ কৃষকদের ট্রাক্টরগুলিকেও নিশানা করতে দেখা যায় পুলিশকর্মীদের৷

নয়া দিল্লি, 26 জানুয়ারি: রাজধানীর রাস্তায় কৃষকদের ট্রাক্টর মিছিল ঠেকাতে যেভাবে লাঠিচার্জ ও কাঁদানে গ্য়াসের সেল ফাটানো হয়েছে, তা ‘‘সমর্থনযোগ্য নয়’’৷ মঙ্গলবারের ঘটনা প্রসঙ্গে এভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করল সিপিআইএম৷ দলের তরফে টুইট করলেন সীতারাম ইয়েচুরি৷

এদিন ট্রাক্টর মিছিল চলাকালীন দিল্লির বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারী কৃষকদের৷ তাতেও অবশ্য় দমেননি কৃষকরা৷ লালকেল্লার দখল কার্যত তাঁদের হাতেই চলে যায়৷ আইটিও-তেও পৌঁছে যান আন্দোলনকারীরা৷ বিভিন্ন দলে ভাগ হয়ে দিল্লির একের পর এক রাস্তার দখল নেন তাঁরা৷ কৃষকদের থামাতে বিভিন্ন জায়গায় লাঠিচার্জ শুরু করে পুলিশ৷ ফাটানো হয় কাঁদানে গ্য়াসের সেল৷

ঘটনার প্রতিবাদ জানিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি টুইট করেন, ‘‘কৃষকদের উপর লাঠিচার্জ, তাঁদের হঠাতে কাঁদানে গ্য়াসের সেল ফাটানো মেনে নেওয়া যায় না৷ দিল্লি পুলিশ এবং সংযুক্ত কিষান মোর্চার বোঝাপড়ার পরও কেন এমন হচ্ছে? সরকার কেন সংঘর্ষে মদত দিচ্ছে? তাদের শান্তিপূর্ণ, সহমত ট্রাক্টর মিছিল চলতে দেওয়া উচিত৷’’

আরও পড়ুন: লাইভ : মৃত কৃষকের দেহ আগলে অবস্থান বিক্ষোভ আইটিও ক্রসিংয়ে

আন্দোলনরত কৃষকদের এদিনের কর্মসূচি চলাকালীন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আইটিও৷ কয়েকশো আন্দোলনকারীকে হঠাতে লাঠি হাতে তেড়ে যায় পুলিশ৷ কৃষকদের ট্রাক্টরগুলিকেও নিশানা করতে দেখা যায় পুলিশকর্মীদের৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.