ETV Bharat / bharat

বিকল কো-উইন অ্য়াপ, থমকে করোনার টিকারকরণে নাম নথিভুক্তকরণ - vaccine

আজ বিকালে হঠাৎই বিকল হয়ে পড়ল কো উইন অ্য়াপ ৷ যার ফলে থমকে গেল করোনা টিকারকরণে নাম নথিভুক্তকরণ ৷

CoWIN
ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 28, 2021, 5:21 PM IST

Updated : Apr 28, 2021, 5:38 PM IST

নয়াদিল্লি, 28 এপ্রিল : শুরুতেই মুখ থুবড়ে পড়ল সরকারি কো উইন পোর্টাল ৷ আজ বিকেল 4টে নাগাদ হঠাৎই বিকল হয়ে যায় ওই ওয়েবসাইটটি ৷ রেজিস্ট্রেশনের সময় অনেকের কাছেই সার্ভার বিকলের একটি বার্তা আসে ৷ যদিও কোউইনের তরফে জানানো হয় ওই সমস্য়া সারানো হয়েছে ৷

আগামী মাসের 1 তারিখ থেকে 18 বছরের ঊর্ধ্বে সকলের জন্য় করোনা টিকাকরণ করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে ৷ কিন্তু তার জন্য় কো-উইন অ্য়াপে রেজিস্ট্রেশন করা বাধ্য়তামূলক বলে জানানো হয়েছে ৷ আজ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন ৷ কিন্তু আজই হঠাৎ করে সার্ভার সমস্য়া দেখা দেওয়ায় অনেকেই নিজের নাম নথিভুক্ত করতে পারেননি বলে জানা গেছে ৷

আরও পড়ুন- টুইট করে অক্সিজেন চেয়েছিলেন, যুবকের বিরুদ্ধে মামলা দায়ের যোগীরাজ্য়ে

তৃতীয় দফায় যাঁরা করোনা টিকা নেবেন তাঁদের প্রত্য়েককে কো উইন অ্য়াপে নাম নথিভুক্ত করতে হবে ৷ আর তারজন্য় কো-উইন অ্য়াপে গিয়ে সরাসরি নাম নথিভুক্ত করতে পারেন অথবা আরোগ্য় সেতু অ্য়াপের মাধ্য়মে নাম নথিভুক্ত করতে পারেন ৷ কিন্তু দুটি ক্ষেত্রেই সার্ভার জনিত একই সমস্য়া দেখা দেয় ৷ সমস্য়ায় পড়েন ব্য়বহারকারীরা ৷

এবিষয়ে একটি টুইট করে আরোগ্য় সেতু কর্তৃপক্ষ ৷ জানানো হয়, বেশ কিছু সমস্য়া দেখা দিয়েছিল ৷ তা সমাধান করে দেওয়া হয়েছে ৷ বর্তমানে কো উইন পোর্টাল সঠিক ভাবে কাজ করছে ৷ "

নয়াদিল্লি, 28 এপ্রিল : শুরুতেই মুখ থুবড়ে পড়ল সরকারি কো উইন পোর্টাল ৷ আজ বিকেল 4টে নাগাদ হঠাৎই বিকল হয়ে যায় ওই ওয়েবসাইটটি ৷ রেজিস্ট্রেশনের সময় অনেকের কাছেই সার্ভার বিকলের একটি বার্তা আসে ৷ যদিও কোউইনের তরফে জানানো হয় ওই সমস্য়া সারানো হয়েছে ৷

আগামী মাসের 1 তারিখ থেকে 18 বছরের ঊর্ধ্বে সকলের জন্য় করোনা টিকাকরণ করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে ৷ কিন্তু তার জন্য় কো-উইন অ্য়াপে রেজিস্ট্রেশন করা বাধ্য়তামূলক বলে জানানো হয়েছে ৷ আজ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন ৷ কিন্তু আজই হঠাৎ করে সার্ভার সমস্য়া দেখা দেওয়ায় অনেকেই নিজের নাম নথিভুক্ত করতে পারেননি বলে জানা গেছে ৷

আরও পড়ুন- টুইট করে অক্সিজেন চেয়েছিলেন, যুবকের বিরুদ্ধে মামলা দায়ের যোগীরাজ্য়ে

তৃতীয় দফায় যাঁরা করোনা টিকা নেবেন তাঁদের প্রত্য়েককে কো উইন অ্য়াপে নাম নথিভুক্ত করতে হবে ৷ আর তারজন্য় কো-উইন অ্য়াপে গিয়ে সরাসরি নাম নথিভুক্ত করতে পারেন অথবা আরোগ্য় সেতু অ্য়াপের মাধ্য়মে নাম নথিভুক্ত করতে পারেন ৷ কিন্তু দুটি ক্ষেত্রেই সার্ভার জনিত একই সমস্য়া দেখা দেয় ৷ সমস্য়ায় পড়েন ব্য়বহারকারীরা ৷

এবিষয়ে একটি টুইট করে আরোগ্য় সেতু কর্তৃপক্ষ ৷ জানানো হয়, বেশ কিছু সমস্য়া দেখা দিয়েছিল ৷ তা সমাধান করে দেওয়া হয়েছে ৷ বর্তমানে কো উইন পোর্টাল সঠিক ভাবে কাজ করছে ৷ "

Last Updated : Apr 28, 2021, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.