নয়াদিল্লি, 16 জুন : 6 থেকে 8 সপ্তাহ থেকে কোভিশিল্ড ভ্যাকসিনের (Covishield Vaccine) ডোজের ব্যবধান 12 থেকে 16 সপ্তাহ করা হয়েছে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে ৷ মঙ্গলবার জানিয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি অন ইমিউনাইজেশন (NTAGI)-এর প্রধান এনকে অরোরা ৷
গত 13 মে কেন্দ্রের তরফে বিবৃতি প্রকাশ করে কোভিশিল্ডের ব্যবধান বাড়ানোর কথা ঘোষণা করা হয় ৷ এই সময়ই দেশের ভ্যাকসিন পাওয়া যাচ্ছিল না ৷ 1 মে থেকে 18 ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করা থাকলেও ভ্যাকসিন না থাকার কারণে রাজ্যগুলিকে টিকাকরণ স্থগিত রাখাতে হয় ৷ তারপরই ভ্যাকসিনের ডোজের ব্যবধান বাড়ানোর কথা ঘোষণা করে কেন্দ্র ৷
মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক টুইট করে জানায়, এনটিএজিআই প্রধান এনকে অরোরা জানিয়েছেন, বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে ও স্বচ্ছ পদ্ধতিতে কোভিশিল্ডের দু'টি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এ-নিয়ে এনটিএজিআই সদস্যদের মধ্যে কোনও মত বিরোধ নেই ।
-
#LargestVaccinationDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) June 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The interview of Dr N K Arora, Chair NTAGI on #COVID19
Vaccination to @DDNewslive can be viewed here:https://t.co/UNe34dUDmD@PMOIndia@drharshvardhan @AshwiniKChoubey @PIB_India @airnewsalerts @COVIDNewsByMIB @mygovindia https://t.co/nUZCQa8spD
">#LargestVaccinationDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) June 15, 2021
The interview of Dr N K Arora, Chair NTAGI on #COVID19
Vaccination to @DDNewslive can be viewed here:https://t.co/UNe34dUDmD@PMOIndia@drharshvardhan @AshwiniKChoubey @PIB_India @airnewsalerts @COVIDNewsByMIB @mygovindia https://t.co/nUZCQa8spD#LargestVaccinationDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) June 15, 2021
The interview of Dr N K Arora, Chair NTAGI on #COVID19
Vaccination to @DDNewslive can be viewed here:https://t.co/UNe34dUDmD@PMOIndia@drharshvardhan @AshwiniKChoubey @PIB_India @airnewsalerts @COVIDNewsByMIB @mygovindia https://t.co/nUZCQa8spD
তবে গতকালই রয়টার্সে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হচ্ছে, কেন্দ্রের পরামর্শদাতা সংস্থার তিন সদস্য সংবাদসংস্থাকে জানিয়েছেন, ভারত সরকার অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দু'টি ডোজের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেছে তাঁদের সঙ্গে কোনও চুক্তি ছাড়াই ৷ ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ (National Institute of Epidemiology)-এর প্রাক্তন ডিরেক্টর এমডি গুপ্ত জানিয়েছেন, এনটিএজিআই কোভিশিল্ডের ডোজের ব্যবধান 8-12 সপ্তাহে বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই পরামর্শ দিয়েছে ৷ তবে তাঁরা এমন কোনও পরামর্শ কেন্দ্রকে দেননি ৷ গুপ্ত জানান, তাঁরা আট থেকে বারো সপ্তাহ অবধি ভ্যাকসিনের ব্যবধান সমর্থন করেছিলেন ৷ তবে তার বেশি অর্থাৎ বারো থেকে ষোলো সপ্তাহের ব্যবধানের সিদ্ধান্ত কেন্দ্র নিজেই নিয়েছে ৷
আরও পড়ুন : Covid Vaccine : 18 হলেই এবার কো-উইনে রেজিস্ট্রেশন ছাড়াই টিকা