কলকাতা, 30 এপ্রিল: দেশজুড়ে করোনাভাইরাস যখন ভয়াবহ আকার নিয়েছে, তখনই শনিবার থেকে শুরু হচ্ছে তৃতীয় ধাপের টিকাকরণ অভিযান ৷ 1 মে থেকে দেশের সব সাবালকরা টিকা নিতে পারবেন বলে আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ তবে প্রথম দিনই এই কর্মসুচি মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে ৷ কারণ বেশ কয়েকটি রাজ্য সাফ জানিয়ে দিয়েছে যে, তৃতীয় দফায় টিকাকরণ শুরু করার মতো স্টক তাদের কাছে নেই ৷
যে রাজ্যগুলি জানিয়েছে যে তাদের কাছে তৃতীয় দফার টিকাকরণ শুরুর মতো পর্যাপ্ত স্টক নেই, তাদের মধ্যে রয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, কর্নাটক ও গোয়াও ৷ দিন দুই আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল যে, রাজ্যগুলির জন্য এক কোটিরও বেশি ডোজ় এখনও মজুত রয়েছে ৷ দু-একদিনের মধ্যেই প্রতিটি রাজ্য আরও 20 লাখ করে ডোজ় পাবে ৷
তবে বিভিন্ন রাজ্য জানিয়ে দিয়েছে, তাদের কাছে স্টক না-থাকায় সঠিক সময়ে তারা তৃতীয় দফার টিকাকরণ শুরু করতে পারবে না ৷ মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, অবিলম্বে 25-30 লাখ ভায়াল রাজ্য না-পেলে 18-44 বছর বয়সিদের জন্য টিকাকরণ কর্মসুচি তারা শুরু করতে পারবে না ৷ টিকার ঘাটতির জন্য মুম্বইয়ে টিকাকরণ বন্ধ রেখেছে বিএমসি ৷
কর্নাটকেও তৃতীয় দফার টিকাকরণ শুরু হতে দেরি হবে বলে মনে করা হচ্ছে ৷ সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. কে সুধাকর জানিয়েছেন, শনিবার নয়া টিকাকরণ কর্মসুচি শুরু করার মতো টিকা রাজ্যের স্টকে নেই ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সবাইকে আগাম সতর্ক করে বলেছেন, "কাল টিকার লাইনে না দাঁড়ানোর জন্য অনুরোধ করছি ৷ টিকা এলেই আমরা ঘোষণা করব ৷ তারপরই সবাই টিকাকেন্দ্রে এসে লাইন দেবেন ৷"
আরও পড়ুন: সোশ্যালে নাগরিকরা কোভিড সংক্রান্ত অভিযোগ জানালে হেনস্থা নয় : সুপ্রিম কোর্ট
গোয়াও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, টিকা এলে তবেই তারা নয়া টিকাকরণ কর্মসুচি শুরু করতে পারবে ৷ বিজেপি শাসিত আর এক রাজ্য মধ্যপ্রদেশেও হয়ত শনিবার থেকে তৃতীয় দফার টিকাকরণ কর্মসুচি শুরু করা যাবে না ৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে, 1 মে থেকে 18-44 বছর বয়সিদের টিকাকরণ শুরু করা হয়তো সম্ভব হবে না, কারণ টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি নির্ধারিত সময়ের মধ্যে যথেষ্ট পরিমাণ টিকা দিতে পারছে না ৷
পশ্চিমবঙ্গের তরফেও টিকার ঘাটতির কথা কেন্দ্রকে জানানো হয়েছে ৷ টিকাকরণ চালানোর জন্য অবিলম্বে অন্তত 3 কোটি ডোজ় কেন্দ্রের কাছে চেয়েছে রাজ্য সরকার ৷ টিকার ঘাটতির কথা জানিয়েছে উত্তরপ্রদেশ, গুজরাত, ঝাড়খণ্ড ও তেলেঙ্গানাও ৷
এ দিকে, শুক্রবার সকাল পর্যন্ত তৃতীয় দফার টিকাকরণের জন্য কোউইনের মাধ্যমে নাম নথিভুক্ত করেছেন 2.45 কোটিরও বেশি মানুষ ৷ বুধবার থেকে শুরু হয়েছিল নাম নথিভুক্তকরণ ৷