ETV Bharat / bharat

Covid vaccine for 15 to 18 Years : 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকা: প্রধানমন্ত্রী - 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকা: প্রধানমন্ত্রী

আগামী বছর 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে বলে শনিবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Covid vaccine for 15 to 18 Years ) ৷

Narendra Modi Addresses Nation
3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকা: প্রধানমন্ত্রী
author img

By

Published : Dec 25, 2021, 10:03 PM IST

Updated : Dec 25, 2021, 10:44 PM IST

নয়াদিল্লি, 25 ডিসেম্বর : বড়দিনের দিন বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ আগামী বছর 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকাকরণ (Covid vaccine for 15 to 18 Years ) প্রক্রিয়া শুরু হবে বলে শনিবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ৷

এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী আরও জানান আগামী বছর 10 জানুয়ারি থেকে করোনার 'প্রিকশন ডোজ' দেওয়া হবে দেশে ৷ প্রথমে এই ডোজ পাবেন কো-মর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্ব নাগরিকরা এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা ৷ তবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে বুস্টার ডোজ নেওয়ার জন্য চিকিৎসকদের প্রেসক্রিপশন দেখাতে হবে ৷


প্রধানমন্ত্রী এদিন করোনা মোকাবিলায় প্রিকশন ডোজ'-এর কথা বললেও চিকিৎসক মহল বিষয়টিকে বুস্টার ডোজ হিসেবেই দেখছে ৷ প্রধানমন্ত্রীর এদিনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা ৷ জানা গিয়েছে, দেশে 18 বছরের কমবয়সিদের কোভিড টিকাকরণের জন্য ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ৷ প্রধানমন্ত্রী এদিন বলেন, করোনা মোকাবিলায় বিশ্বের প্রথম ন্যাজাল ও ডিএনএ ভ্যাকসিন ভারতে দেওয়া শুরু হবে ৷

আরও পড়ুন : দৈনিক সংক্রমণ বেড়ে 7 হাজার পার, ওমিক্রনে আক্রান্ত 415

এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দাবি করেন, বিশ্বের মধ্যে সবথেকে বড় ও সুরক্ষিত করোনা টিকাকরণ অভিযান চলছে ভারতে ৷ চলতি বছরের 16 জানুয়ারি থেকে দেশে করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয় ৷ ইতিমধ্যেই প্রাপ্ত বয়স্কদের মধ্যে দেশের 90 শতাংশ মানুষ কোভিড টিকার 1টি ডোজ পেয়েছেন ৷ 2টি ডোজ পেয়েছেন 61 শতাংশ মানুষ ৷

  • 15 साल से 18 साल की आयु के बीच के जो बच्चे हैं, अब उनके लिए देश में वैक्सीनेशन प्रारंभ होगा।

    2022 में, 3 जनवरी को, सोमवार के दिन से इसकी शुरुआत की जाएगी: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) December 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

করোনা মোকাবিলায় দেশ তৈরি বলে এদিন ফের দাবি করেছেন নরেন্দ্র মোদি ৷ দেশবাসীকে সতর্ক থাকতে ও কোনও গুজবে কান না-দিতে পরামর্শ দিয়েছেন তিনি ৷ ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "করোনা এখনও চলে যায়নি ৷ ওমিক্রনে বিশ্বের বহু মানুষ আক্রান্ত হয়েছেন ৷ ভারতেও ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে ৷ তাই আমাদের সতর্ক থাকতে হবে ও করোনা বিধি মেনে চলতে হবে ৷"

নয়াদিল্লি, 25 ডিসেম্বর : বড়দিনের দিন বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ আগামী বছর 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকাকরণ (Covid vaccine for 15 to 18 Years ) প্রক্রিয়া শুরু হবে বলে শনিবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ৷

এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী আরও জানান আগামী বছর 10 জানুয়ারি থেকে করোনার 'প্রিকশন ডোজ' দেওয়া হবে দেশে ৷ প্রথমে এই ডোজ পাবেন কো-মর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্ব নাগরিকরা এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা ৷ তবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে বুস্টার ডোজ নেওয়ার জন্য চিকিৎসকদের প্রেসক্রিপশন দেখাতে হবে ৷


প্রধানমন্ত্রী এদিন করোনা মোকাবিলায় প্রিকশন ডোজ'-এর কথা বললেও চিকিৎসক মহল বিষয়টিকে বুস্টার ডোজ হিসেবেই দেখছে ৷ প্রধানমন্ত্রীর এদিনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা ৷ জানা গিয়েছে, দেশে 18 বছরের কমবয়সিদের কোভিড টিকাকরণের জন্য ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ৷ প্রধানমন্ত্রী এদিন বলেন, করোনা মোকাবিলায় বিশ্বের প্রথম ন্যাজাল ও ডিএনএ ভ্যাকসিন ভারতে দেওয়া শুরু হবে ৷

আরও পড়ুন : দৈনিক সংক্রমণ বেড়ে 7 হাজার পার, ওমিক্রনে আক্রান্ত 415

এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দাবি করেন, বিশ্বের মধ্যে সবথেকে বড় ও সুরক্ষিত করোনা টিকাকরণ অভিযান চলছে ভারতে ৷ চলতি বছরের 16 জানুয়ারি থেকে দেশে করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয় ৷ ইতিমধ্যেই প্রাপ্ত বয়স্কদের মধ্যে দেশের 90 শতাংশ মানুষ কোভিড টিকার 1টি ডোজ পেয়েছেন ৷ 2টি ডোজ পেয়েছেন 61 শতাংশ মানুষ ৷

  • 15 साल से 18 साल की आयु के बीच के जो बच्चे हैं, अब उनके लिए देश में वैक्सीनेशन प्रारंभ होगा।

    2022 में, 3 जनवरी को, सोमवार के दिन से इसकी शुरुआत की जाएगी: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) December 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

করোনা মোকাবিলায় দেশ তৈরি বলে এদিন ফের দাবি করেছেন নরেন্দ্র মোদি ৷ দেশবাসীকে সতর্ক থাকতে ও কোনও গুজবে কান না-দিতে পরামর্শ দিয়েছেন তিনি ৷ ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "করোনা এখনও চলে যায়নি ৷ ওমিক্রনে বিশ্বের বহু মানুষ আক্রান্ত হয়েছেন ৷ ভারতেও ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে ৷ তাই আমাদের সতর্ক থাকতে হবে ও করোনা বিধি মেনে চলতে হবে ৷"

Last Updated : Dec 25, 2021, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.