ETV Bharat / bharat

আশঙ্কাজনক করোনা রোগীদের দেখে অস্বস্তিতে আশারাম - যোধপুর সেন্ট্রাল জেল

ওনার আশেপাশে থাকা আশঙ্কাজনক কোনও রোগী, যাঁকে অক্সিজেন দিতে হচ্ছে এমন লোকজনকে দেখে ভীত আশারাম মঙ্গলবার তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করার আবেদন জানিয়েছিলেন ৷ সেই কারণেই তাঁকে নিকটবর্তী হাসপাতালের আইসিইউ-তো স্থানান্তর করা হয় ৷

আশারাম বাপু
আশারাম বাপু
author img

By

Published : May 12, 2021, 2:33 PM IST

যোধপুর, 12 মে : করোনা আক্রান্ত আশারাম বাপু যোধপুরের এমস এ চিকিৎসাধীন ৷ 7 মে এমজিএইচ হাসপাতাল থেকে আশারামকে স্থানান্তরিত করা হয় যোধপুরের এআইআইএমস-য়ে ৷ সেখানে আইসিসিইউ-তে ভর্তি আছেন তিনি ৷ প্রথমদিন থেকেই তিনি স্থিতীশীল ৷ কিন্তু ওই হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি এবং ওয়ার্ডে রোগী মৃত্যুর সংখ্যার বেড়ে চলার কারণে আতঙ্কিত হয়ে পড়েন আশারাম ৷ নিজে সুস্থ থাকার কারণে তিনি নিজের বেডে বসে থেকেই পুরো ওয়ার্ডের পর্যবেক্ষণ করছিলেন ৷

হাসপাতাল সূত্রের খবর, ওয়ার্ডে কোনও নতুন রোগী আসলে অথবা কারুর মৃত্যু ঘটলে আশারাম কর্মরত নার্সদের কাছে জানতে চাইতেন কী হয়েছে? ওনার আশেপাশে থাকা আশঙ্কাজনক কোনও রোগী, যাঁকে অক্সিজেন দিতে হচ্ছে এমন লোকজনকে দেখে ভীত আশারাম মঙ্গলবার তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করার আবেদন জানিয়েছিলেন ৷ সেই কারণেই তাঁকে নিকটবর্তী হাসপাতালের আইসিইউ-তো স্থানান্তর করা হয় ৷ যেখানে পরিস্থিতি তুলনামুলক স্থিতিজনক ৷

7মে, যেদিন আশারামকে এমজিএইচ হাসপাতাল থেকে এইমস-য়ে আনা হয় তখন তাকে এমার্জেন্সি ইউনিট থেকে সরাসরি আইসিইউ-র 5 নম্বর ইউনিটে ভর্তি করা হয়েছেল ৷ এখানে সাধারণত আশঙ্কাজনক রোগীদেরই ভর্তি করা হয় ৷ এই ধরনের রোগীদের অবস্থা দেখে আশারাম অস্বস্তি অনুভব করতে শুরু করেন ৷ এরপরই হাসপাতাল কতৃপক্ষ আশারামকে স্থানান্তর কারার সিদ্ধান্ত নেয় ৷

আরও পড়ুন : কোভিড নিয়ে ইতিবাচক নীতিও কেন্দ্রের প্রচার, সরব রাহুল-প্রশান্ত

প্রসঙ্গত আশারাম যৌন নির্যাতনের দায়ে যাব্বজীবন সাজা প্রাপ্ত হয়ে যোধপুর সংশোধনাগারে রয়েছেন ৷ যোধপুর সেন্ট্রাল জেলে সাজাপ্রাপ্ত আশারাম কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন ৷ এরপরই তাকে আনা হয় মহাত্মা গান্ধি হাসপাতালে আনা হয় ৷ সংশোধনাগারে থাকাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আশারাম ৷ চিকিৎসার জন্য তাকে প্রথমে এমজিএইচ হাসপাতালে আনা হয় ৷ পরে আরও ভাল চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এইমস-য়ে ৷

যোধপুর, 12 মে : করোনা আক্রান্ত আশারাম বাপু যোধপুরের এমস এ চিকিৎসাধীন ৷ 7 মে এমজিএইচ হাসপাতাল থেকে আশারামকে স্থানান্তরিত করা হয় যোধপুরের এআইআইএমস-য়ে ৷ সেখানে আইসিসিইউ-তে ভর্তি আছেন তিনি ৷ প্রথমদিন থেকেই তিনি স্থিতীশীল ৷ কিন্তু ওই হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি এবং ওয়ার্ডে রোগী মৃত্যুর সংখ্যার বেড়ে চলার কারণে আতঙ্কিত হয়ে পড়েন আশারাম ৷ নিজে সুস্থ থাকার কারণে তিনি নিজের বেডে বসে থেকেই পুরো ওয়ার্ডের পর্যবেক্ষণ করছিলেন ৷

হাসপাতাল সূত্রের খবর, ওয়ার্ডে কোনও নতুন রোগী আসলে অথবা কারুর মৃত্যু ঘটলে আশারাম কর্মরত নার্সদের কাছে জানতে চাইতেন কী হয়েছে? ওনার আশেপাশে থাকা আশঙ্কাজনক কোনও রোগী, যাঁকে অক্সিজেন দিতে হচ্ছে এমন লোকজনকে দেখে ভীত আশারাম মঙ্গলবার তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করার আবেদন জানিয়েছিলেন ৷ সেই কারণেই তাঁকে নিকটবর্তী হাসপাতালের আইসিইউ-তো স্থানান্তর করা হয় ৷ যেখানে পরিস্থিতি তুলনামুলক স্থিতিজনক ৷

7মে, যেদিন আশারামকে এমজিএইচ হাসপাতাল থেকে এইমস-য়ে আনা হয় তখন তাকে এমার্জেন্সি ইউনিট থেকে সরাসরি আইসিইউ-র 5 নম্বর ইউনিটে ভর্তি করা হয়েছেল ৷ এখানে সাধারণত আশঙ্কাজনক রোগীদেরই ভর্তি করা হয় ৷ এই ধরনের রোগীদের অবস্থা দেখে আশারাম অস্বস্তি অনুভব করতে শুরু করেন ৷ এরপরই হাসপাতাল কতৃপক্ষ আশারামকে স্থানান্তর কারার সিদ্ধান্ত নেয় ৷

আরও পড়ুন : কোভিড নিয়ে ইতিবাচক নীতিও কেন্দ্রের প্রচার, সরব রাহুল-প্রশান্ত

প্রসঙ্গত আশারাম যৌন নির্যাতনের দায়ে যাব্বজীবন সাজা প্রাপ্ত হয়ে যোধপুর সংশোধনাগারে রয়েছেন ৷ যোধপুর সেন্ট্রাল জেলে সাজাপ্রাপ্ত আশারাম কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন ৷ এরপরই তাকে আনা হয় মহাত্মা গান্ধি হাসপাতালে আনা হয় ৷ সংশোধনাগারে থাকাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আশারাম ৷ চিকিৎসার জন্য তাকে প্রথমে এমজিএইচ হাসপাতালে আনা হয় ৷ পরে আরও ভাল চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এইমস-য়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.