ETV Bharat / bharat

Yoga Training for COVID Patients : দিল্লিতে করোনা আক্রান্তদের বিনামূল্যে যোগাসনের প্রশিক্ষণ - COVID Patients in Home Isolation Get Free Online Yoga Training

দিল্লিতে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের যোগাসনের ট্রেনিংয়ের ব্যবস্থা করছে কেজরিওয়াল সরকার ৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনলাইনে যোগাসনের প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষকরা (COVID Patients Get Free Online Yoga Training in New Delhi) ৷ তাও সম্পূর্ণ বিনামূল্যে ৷ এর জন্য দিল্লি সরকারের উদ্যোগে চালু হওয়া ‘দিল্লি কি যোগশালা’র (Delhi Ki Yogshala) প্রশিক্ষকরাই করোনা আক্রান্তদের ট্রেনিং দেবেন বলে জানিয়েছেন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷

Free Online Yoga Training in New Delhi
Yoga Training for COVID Patients
author img

By

Published : Jan 2, 2022, 9:28 AM IST

নয়াদিল্লি, 2 জানুয়ারি : হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের বিনামূল্যে এবং ব্যক্তিগতভাবে যোগাসনের ট্রেনিং দেবে দিল্লি সরকার (COVID Patients Get Free Online Yoga Training in New Delhi) ৷ করোনা আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ সম্প্রতি দিল্লি সরকারের তরফে প্রশিক্ষিত ট্রেনারদের দিয়ে যোগাসনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েথে দিল্লির বাসিন্দাদের জন্য ৷ সেখানে রোজ দিল্লির বাসিন্দারা যোগাসনের ট্রেনিং নিতে পারবেন ৷ যার নাম দেওয়া হয়েছে, ‘দিল্লি কি যোগশালা’ (Delhi Ki Yogshala) ৷ সেই দিল্লি কি যোগশালার প্রশিক্ষকরাই এ বার থেকে করোনা আক্রান্তদের অনলাইনে যোগাসনের প্রশিক্ষণ দেবেন (Yoga Training for COVID Patients) ৷

মণীশ সিসোদিয়া জানিয়েছেন, কোনও নাগরিকের করোনা আক্রান্ত হওয়ার তথ্য আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, আক্রান্তের ফোনে একটি এসএমএস যাবে দিল্লি সরকারের তরফে ৷ সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে ৷ সেই লিঙ্কের মাধ্যমে যোগা প্রশিক্ষণের জন্য নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন করোনা আক্রান্ত ব্যক্তি ৷ প্রতিটি ক্লাসে একসঙ্গে 25 থেকে 35 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Maharashtra Covid News : মহারাষ্ট্রে 10 মন্ত্রী, 20 জনের বেশি বিধায়ক করোনা আক্রান্ত

প্রসঙ্গত, গতকাল দিল্লি কি যোগশালা’র প্রশিক্ষকদের সঙ্গে একটি অনলাইন আলোচনায় অংশ নিয়েছিলেন মণীশ সিসোদিয়া ৷ সেখানে তিনি জানিয়েছেন, দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ কিন্তু, তাঁদের অধিকাংশের কোনও উপসর্গ নেই ৷ তাই তাঁদের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়েছে ৷ তবে, তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে (Yoga Training to Boost Immunity Power) দিল্লি সরকার অনলাইনে যোগ প্রশিক্ষণের ব্যবস্থা করছে ৷ যাতে তাঁরা বাড়িতে যোগাসনের মাধ্যমে নিজেদের সুস্থ রাখতে পারেন ৷ আর এর জন্য অনলাইন ক্লাসের সময়সূচী খুব দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মণীশ সিসোদিয়া ৷

আরও পড়ুন : Narendra Modi comments on Covid-19 : নতুন বছরে করোনার বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াইয়ের বার্তা মোদির

দিল্লি কি যোগশালা নামের এই যোগাসন প্রশিক্ষণ একটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছে দিল্লি সরকার ৷ যেখানে জাতীয় রাজধানীর 65টি জায়গায় প্রশিক্ষকরা ট্রেনিং দেওয়া শুরু করেছেন ৷ এ নিয়ে উপ মুখ্যমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকারের উদ্দেশ্য, যোগাসনকে প্রত্যেক দিল্লিবাসীর রোজকার জীবনের অংশ করে তোলা ৷ আর এই পাইলট প্রজেক্টটি দিল্লির প্রতিটি অলিগলিতে খুব দ্রুত নিয়মিতভাবে শুরু করার পরিকল্পনা নিচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৷

নয়াদিল্লি, 2 জানুয়ারি : হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের বিনামূল্যে এবং ব্যক্তিগতভাবে যোগাসনের ট্রেনিং দেবে দিল্লি সরকার (COVID Patients Get Free Online Yoga Training in New Delhi) ৷ করোনা আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ সম্প্রতি দিল্লি সরকারের তরফে প্রশিক্ষিত ট্রেনারদের দিয়ে যোগাসনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েথে দিল্লির বাসিন্দাদের জন্য ৷ সেখানে রোজ দিল্লির বাসিন্দারা যোগাসনের ট্রেনিং নিতে পারবেন ৷ যার নাম দেওয়া হয়েছে, ‘দিল্লি কি যোগশালা’ (Delhi Ki Yogshala) ৷ সেই দিল্লি কি যোগশালার প্রশিক্ষকরাই এ বার থেকে করোনা আক্রান্তদের অনলাইনে যোগাসনের প্রশিক্ষণ দেবেন (Yoga Training for COVID Patients) ৷

মণীশ সিসোদিয়া জানিয়েছেন, কোনও নাগরিকের করোনা আক্রান্ত হওয়ার তথ্য আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, আক্রান্তের ফোনে একটি এসএমএস যাবে দিল্লি সরকারের তরফে ৷ সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে ৷ সেই লিঙ্কের মাধ্যমে যোগা প্রশিক্ষণের জন্য নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন করোনা আক্রান্ত ব্যক্তি ৷ প্রতিটি ক্লাসে একসঙ্গে 25 থেকে 35 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Maharashtra Covid News : মহারাষ্ট্রে 10 মন্ত্রী, 20 জনের বেশি বিধায়ক করোনা আক্রান্ত

প্রসঙ্গত, গতকাল দিল্লি কি যোগশালা’র প্রশিক্ষকদের সঙ্গে একটি অনলাইন আলোচনায় অংশ নিয়েছিলেন মণীশ সিসোদিয়া ৷ সেখানে তিনি জানিয়েছেন, দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ কিন্তু, তাঁদের অধিকাংশের কোনও উপসর্গ নেই ৷ তাই তাঁদের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়েছে ৷ তবে, তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে (Yoga Training to Boost Immunity Power) দিল্লি সরকার অনলাইনে যোগ প্রশিক্ষণের ব্যবস্থা করছে ৷ যাতে তাঁরা বাড়িতে যোগাসনের মাধ্যমে নিজেদের সুস্থ রাখতে পারেন ৷ আর এর জন্য অনলাইন ক্লাসের সময়সূচী খুব দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মণীশ সিসোদিয়া ৷

আরও পড়ুন : Narendra Modi comments on Covid-19 : নতুন বছরে করোনার বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াইয়ের বার্তা মোদির

দিল্লি কি যোগশালা নামের এই যোগাসন প্রশিক্ষণ একটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছে দিল্লি সরকার ৷ যেখানে জাতীয় রাজধানীর 65টি জায়গায় প্রশিক্ষকরা ট্রেনিং দেওয়া শুরু করেছেন ৷ এ নিয়ে উপ মুখ্যমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকারের উদ্দেশ্য, যোগাসনকে প্রত্যেক দিল্লিবাসীর রোজকার জীবনের অংশ করে তোলা ৷ আর এই পাইলট প্রজেক্টটি দিল্লির প্রতিটি অলিগলিতে খুব দ্রুত নিয়মিতভাবে শুরু করার পরিকল্পনা নিচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.