ওয়ারাংগাল (তেলেঙ্গানা), 28 এপ্রিল : দেশ জোড়া করোনার প্রকোপের মধ্যে নিয়মবিধি না মেনে রোড শো তেলাঙ্গানার বিজেপি সভাপতি বান্দি সঞ্জয়ের ৷ যে রোড শো-তে অংসখ্য মানুষ সামাজিক দূরত্ববিধি না মেনে এবং মুখে মাস্ক না লাগিয়ে অংশ নিয়েছিল বলে অভিযোগ ৷ সেই ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায় ৷
করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই তেলাঙ্গানার ওয়ারাংগাল পৌরনিগমে নির্বাচন রয়েছে ৷ সেই নির্বাচনের প্রচারে মঙ্গলবার রোড শো করেন তেলাঙ্গানার বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় ৷ অভিযোগ উঠেছে, সেই রোড শো-তে করোনার বিধিনিষেধকে তোয়াক্কা না করেই ভিড় করে বিজেপি কর্মী সমর্থকরা ৷ সামাজিক দূরত্ব দূর, সেই মিছিলে অধিকাংশের মুখে মাস্ক ছিল না ৷ আর সেই ছবি তেলাঙ্গানা বিজেপির টুইটার অ্যাকাউন্টে ফলাও করে পোস্ট করা হয় ৷
আরও পড়ুন : করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক মোদির, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে জোর
টুইটারে ছবি পোস্ট হতেই নিন্দার ঝড় ওঠে তেলাঙ্গানা জুড়ে ৷ সমালোচনার জেরে দ্রুত সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেয় বিজেপি ৷ তবে, ততক্ষণে সেই ছবি সর্বত্র শেয়ার হয়ে যায় ৷ গত 24 ঘণ্টায় তেলাঙ্গানায় 10 হাজার 122 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং 52 জনের মৃত্যু হয়েছে ৷ যা এখনও পর্যন্ত তেলাঙ্গানায় করোনা সংক্রমণের নিরিখে সর্বোচ্চ ৷ ওয়ারাংগাল শহের গত 24 ঘণ্টায় 653 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ সে রাজ্যে বর্তমানে 69 হাজার 221 জন সক্রিয় করোনা রোগী রয়েছেন ৷