ETV Bharat / bharat

বেঙ্গালুরু যাচ্ছেন ? কোভিড নেগেটিভ রিপোর্ট আছে তো ? - করোনা

বেঙ্গালুরুতে প্রবেশ করলে এবার থেকে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্য়তামূলক ৷ পাশাপাশি কোনও অনুষ্ঠানেও নির্দিষ্ট সংখ্যক মানুষ থাকতে পারবেন বলে জানানো হয়েছে ৷

Covid
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 26, 2021, 11:07 AM IST

বেঙ্গালুরু, 26 মার্চ : এবার থেকে বেঙ্গালুরু গেলেই দেখাতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট ৷ সেখানকার প্রশাসনের তরফে ওই নির্দেশ জারি করা হয়েছে ৷ বলা হয়েছে, আর টি- পিসিআর টেস্টে কোভিড রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই বেঙ্গালুরুতে প্রবেশ করতে পারবেন অন্য় রাজ্য়ের বাসিন্দারা ৷ 1 এপ্রিল থেকে এই নির্দেশ চালু করা হবে ৷

কর্নাটকের স্বাস্থ্য়মন্ত্রী কে সুধাকর বলেছেন, "নতুন করে 1400 করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে গত 24 ঘণ্টায় ৷ যা খুবই চিন্তার বিষয় ৷ গত চার মাসের মধ্য়ে এটা সর্বাধিক ৷ মূলত যারা বাইরে থেকে এই রাজ্য়ে আসছেন তাঁদের মধ্য়ে বেশিরভাগই করোনা আক্রান্ত ৷" সেকারণেই কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্য়তামূলক করা হচ্ছে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন- মুম্বইয়ের করোনা হাসপাতালে আগুন, মৃত 9

এই প্রসঙ্গে স্বাস্থ্য়মন্ত্রী জানিয়েছেন, এতদিন পর্যন্ত মহারাষ্ট্র, কেরালা, পঞ্জাব ও চণ্ডীগড়ের জন্য় এই নির্দেশ কার্যকর থাকলেও এবার থেকে বাকি রাজ্য়গুলির জন্য়ও একই নির্দেশ প্রযোজ্য় ৷

এর পাশাপাশি কর্নাটকবাসীর জন্য়ও বেশ কিছু নির্দেশিকা জারি করেছে সরকার ৷ সেখানকার অনুষ্ঠানে জনসমাগম নিয়েও নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ৷ বলা হয়েছে, কর্নাটকের কোনও অনুষ্ঠানে 300 জনের বেশি মানুষ জমায়েত হতে পারবেন না ৷ কিন্তু যদি সেই অনুষ্ঠান কোনও খোলা জায়গায় হয় সেক্ষেত্রে 500 জন মানুষ জমায়েত হতে পারবেন ৷

বেঙ্গালুরু, 26 মার্চ : এবার থেকে বেঙ্গালুরু গেলেই দেখাতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট ৷ সেখানকার প্রশাসনের তরফে ওই নির্দেশ জারি করা হয়েছে ৷ বলা হয়েছে, আর টি- পিসিআর টেস্টে কোভিড রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই বেঙ্গালুরুতে প্রবেশ করতে পারবেন অন্য় রাজ্য়ের বাসিন্দারা ৷ 1 এপ্রিল থেকে এই নির্দেশ চালু করা হবে ৷

কর্নাটকের স্বাস্থ্য়মন্ত্রী কে সুধাকর বলেছেন, "নতুন করে 1400 করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে গত 24 ঘণ্টায় ৷ যা খুবই চিন্তার বিষয় ৷ গত চার মাসের মধ্য়ে এটা সর্বাধিক ৷ মূলত যারা বাইরে থেকে এই রাজ্য়ে আসছেন তাঁদের মধ্য়ে বেশিরভাগই করোনা আক্রান্ত ৷" সেকারণেই কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্য়তামূলক করা হচ্ছে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন- মুম্বইয়ের করোনা হাসপাতালে আগুন, মৃত 9

এই প্রসঙ্গে স্বাস্থ্য়মন্ত্রী জানিয়েছেন, এতদিন পর্যন্ত মহারাষ্ট্র, কেরালা, পঞ্জাব ও চণ্ডীগড়ের জন্য় এই নির্দেশ কার্যকর থাকলেও এবার থেকে বাকি রাজ্য়গুলির জন্য়ও একই নির্দেশ প্রযোজ্য় ৷

এর পাশাপাশি কর্নাটকবাসীর জন্য়ও বেশ কিছু নির্দেশিকা জারি করেছে সরকার ৷ সেখানকার অনুষ্ঠানে জনসমাগম নিয়েও নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ৷ বলা হয়েছে, কর্নাটকের কোনও অনুষ্ঠানে 300 জনের বেশি মানুষ জমায়েত হতে পারবেন না ৷ কিন্তু যদি সেই অনুষ্ঠান কোনও খোলা জায়গায় হয় সেক্ষেত্রে 500 জন মানুষ জমায়েত হতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.