ETV Bharat / bharat

Bengal Corona Active cases : মহারাষ্ট্রের পরই পশ্চিমবঙ্গ, সক্রিয় আক্রান্তের নিরিখে দ্বিতীয় বাংলা

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে ৷ এ রাজ্যেও হু হু করে বাড়ছে সংক্রমণ ৷ তথ্য বলছে, সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম দুই স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ (West Bengal among top two states reporting highest active cases) ৷

COVID-19
কোভিড
author img

By

Published : Jan 9, 2022, 9:31 AM IST

Updated : Jan 9, 2022, 12:49 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : দেশে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ ৷ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখের গণ্ডি ছুঁয়ে ফেলেছে ৷ সারা দেশে যে রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি তাদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ ৷ রাজ্যে করোনা সংক্রমণের ছবিটা আতঙ্ক সৃষ্টি করার মতো ৷ ইতিমধ্যেই দৈনিক আক্রান্তের সংখ্যা 18 হাজারের গণ্ডি অতিক্রম করেছে ৷ ভয় ধরানোর মতো সামনে এসেছে আরও একটি তথ্য ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে প্রথম দুটি স্থানে উঠে এসেছে বাংলা (Bengal Corona Active cases)৷

পশ্চিমবঙ্গে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 51 হাজারের বেশি ৷ সারা দেশে মোট সক্রিয় আক্রান্তের মধ্যে 10.88 শতাংশ রয়েছে শুধুমাত্র বাংলায় ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বঙ্গে 51 হাজার 384 জন করোনার সঙ্গে লড়ছেন (West Bengal among top two states reporting highest active cases) ৷ এর অধিকাংশই কলকাতার বাসিন্দা ৷ গত 6 জানুয়ারি পর্যন্ত কলকাতায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল 41 হাজার ৷ তথ্য বলছে, গত সাতদিনে এ রাজ্যে করোনা আক্রান্তের হার বেড়েছে 19.68 শতাংশ ৷ দেশের মধ্যে যা সর্বোচ্চ ৷

দুই সপ্তাহের মধ্যে রাজ্যে দাবানলের মতো ছড়িয়েছে করোনা সংক্রমণ ৷ এর কারণ হিসেবে ধরা হচ্ছে বড়দিন থেকে নতুন বছরের উৎসব পালন ৷ বড়দিনে পার্ক স্ট্রিট থেকে শহরের দর্শনীয় স্থানগুলিতে উপচে পড়েছিল ভিড় ৷ কোভিডের তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি বর্ষবরণের আনন্দেও ভাটা ফেলতে পারেনি ৷ উৎসব প্রিয় বাঙালি ঘর ছেড়ে পথে বেরিয়েছেন ৷ আর তাতেই সংক্রমণ বেড়েছে দ্রুত ৷ তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে কলকাতায় সংক্রমণ বেড়েছে প্রায় 37 গুণ ৷ 23 ডিসেম্বর মহানগরীতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 178 ৷ 8 জানুয়ারি সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 18 হাজার 802 ৷ ওমিক্রন আক্রান্তের সংখ্যা 27 ৷

আরও পড়ুন : Corona Update in India : দৈনিক করোনা সংক্রমণ ছাড়াল দেড় লক্ষ

সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ করোনার প্রথম দুটি ঢেউয়ে ব্যাপক প্রভাব পড়েছিল পশ্চিমের এই রাজ্যটিতে ৷ আক্রান্তের সংখ্যা, মৃত্যুর দিক থেকে অন্যান্য রাজ্যগুলিকে ছাপিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল মহারাষ্ট্রে ৷ অতীত থেকে শিক্ষা নিয়ে কোভিডের তৃতীয় ঢেউ পুরোপুরি আছড়ে পড়ার আগেই তৎপর উদ্ধব ঠাকরের সরকার ৷ স্কুল, কলেজ, জমায়েত বন্ধ করা হয়েছে রাজ্যটিতে ৷ তা সত্ত্বেও মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা বর্তমানে 41 হাজারের বেশি ৷ ওমিক্রন আক্রান্ত হাজারের উপরে ৷ এর পাশাপাশি সক্রিয় আক্রান্তের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ সংখ্যাটা 1 লাখ 45 হাজার 198 ৷

কলকাতা, 9 জানুয়ারি : দেশে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ ৷ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখের গণ্ডি ছুঁয়ে ফেলেছে ৷ সারা দেশে যে রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি তাদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ ৷ রাজ্যে করোনা সংক্রমণের ছবিটা আতঙ্ক সৃষ্টি করার মতো ৷ ইতিমধ্যেই দৈনিক আক্রান্তের সংখ্যা 18 হাজারের গণ্ডি অতিক্রম করেছে ৷ ভয় ধরানোর মতো সামনে এসেছে আরও একটি তথ্য ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে প্রথম দুটি স্থানে উঠে এসেছে বাংলা (Bengal Corona Active cases)৷

পশ্চিমবঙ্গে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 51 হাজারের বেশি ৷ সারা দেশে মোট সক্রিয় আক্রান্তের মধ্যে 10.88 শতাংশ রয়েছে শুধুমাত্র বাংলায় ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বঙ্গে 51 হাজার 384 জন করোনার সঙ্গে লড়ছেন (West Bengal among top two states reporting highest active cases) ৷ এর অধিকাংশই কলকাতার বাসিন্দা ৷ গত 6 জানুয়ারি পর্যন্ত কলকাতায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল 41 হাজার ৷ তথ্য বলছে, গত সাতদিনে এ রাজ্যে করোনা আক্রান্তের হার বেড়েছে 19.68 শতাংশ ৷ দেশের মধ্যে যা সর্বোচ্চ ৷

দুই সপ্তাহের মধ্যে রাজ্যে দাবানলের মতো ছড়িয়েছে করোনা সংক্রমণ ৷ এর কারণ হিসেবে ধরা হচ্ছে বড়দিন থেকে নতুন বছরের উৎসব পালন ৷ বড়দিনে পার্ক স্ট্রিট থেকে শহরের দর্শনীয় স্থানগুলিতে উপচে পড়েছিল ভিড় ৷ কোভিডের তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি বর্ষবরণের আনন্দেও ভাটা ফেলতে পারেনি ৷ উৎসব প্রিয় বাঙালি ঘর ছেড়ে পথে বেরিয়েছেন ৷ আর তাতেই সংক্রমণ বেড়েছে দ্রুত ৷ তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে কলকাতায় সংক্রমণ বেড়েছে প্রায় 37 গুণ ৷ 23 ডিসেম্বর মহানগরীতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 178 ৷ 8 জানুয়ারি সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 18 হাজার 802 ৷ ওমিক্রন আক্রান্তের সংখ্যা 27 ৷

আরও পড়ুন : Corona Update in India : দৈনিক করোনা সংক্রমণ ছাড়াল দেড় লক্ষ

সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ করোনার প্রথম দুটি ঢেউয়ে ব্যাপক প্রভাব পড়েছিল পশ্চিমের এই রাজ্যটিতে ৷ আক্রান্তের সংখ্যা, মৃত্যুর দিক থেকে অন্যান্য রাজ্যগুলিকে ছাপিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল মহারাষ্ট্রে ৷ অতীত থেকে শিক্ষা নিয়ে কোভিডের তৃতীয় ঢেউ পুরোপুরি আছড়ে পড়ার আগেই তৎপর উদ্ধব ঠাকরের সরকার ৷ স্কুল, কলেজ, জমায়েত বন্ধ করা হয়েছে রাজ্যটিতে ৷ তা সত্ত্বেও মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা বর্তমানে 41 হাজারের বেশি ৷ ওমিক্রন আক্রান্ত হাজারের উপরে ৷ এর পাশাপাশি সক্রিয় আক্রান্তের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ সংখ্যাটা 1 লাখ 45 হাজার 198 ৷

Last Updated : Jan 9, 2022, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.