মুম্বই, 3 জুন : করোনা সংক্রান্ত বিধিনিষেধ অনেকটাই শিথিল করতে চলেছে মহারাষ্ট্র সরকার ৷ যে জেলাগুলিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে এবং হাসপাতালে অক্সিজেন-সহ বেড ভর্তি থাকার সংখ্যা কমেছে, সেই জেলাগুলিতে করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে ৷ এমনটাই জানানো হয়েছে ওই সরকারের তরফে ৷ মহারাষ্ট্রের 36 টি জেলার মধ্যে 18 টি জেলা এই নির্দেশের আওতায় চলে আসছে ৷ আগামিকাল, শুক্রবার থেকে এই নিয়ম লাগু হচ্ছে বলে জানা গিয়েছে ৷
করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে হু হু করে সংক্রমণ বৃদ্ধি হতে থাকায় গত এপ্রিলে লকডাউনের মতো বিধিনিষেধ জারি করা হয়েছিল মহারাষ্ট্রে ৷ সেখান থেকে ওই রাজ্যের পরিস্থিতি এখন অনেকটাই ভালো ৷ ওই রাজ্যের 36 টি জেলার মধ্যে 18 টি জেলায় এখন করোনা আক্রান্তের হার 18 শতাংশ ৷ আর হাসপাতালে অক্সিজেন-সহ বেডে রোগী ভর্তি রয়েছে 25 শতাংশ ৷ তাই ওই 18 জেলা থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে ৷ বৃহস্পতিবার এটাই জানিয়েছেন মহারাষ্ট্রের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী বিজয় ওয়াদেত্তিওয়ার ৷
এদিকে মুম্বইয়ে কিছুটা বিধিনিষেধ কম করা হচ্ছে ৷ কিন্তু লোকাল ট্রেন এখনই চলাচল করতে দেওয়া হবে না বলে ওই মন্ত্রী জানিয়েছেন ৷
আরও পড়ুন : আইসোলেশনে বিরক্ত, বউমাকে জড়িয়ে ধরে পজিটিভ শাশুড়ি বললেন "তোমারও করোনা হোক"